বুকের ভেতর লোনা দেখা...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শুক্র, ১২/০৯/২০০৮ - ৪:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

চারপাশে নানা রকম গান, যন্ত্র ও যন্ত্রী। কোনো কোনোটি তো এখন ক্লোজ আপ ওয়ান...ইত্যাদি হয়ে এফএম রেডিও-এমপিথ্রি থেকে শেষ পর্যন্ত মোবাইল ফোনের রিং টোন!

যেনো সেই হাতে রইলো পেনসিল:

গান শুনে ভরে প্রাণ
গান বলো কে না চায়,
জি ইউ এন--গান হলে
প্রাণ নিয়ে বাঁচা দায়!

কথা নয়, উচ্চারণ বা বচন ভঙ্গিও নয়, শুধুমাত্র ঝকমারি সুরের ধাক্কা আর বিদেশী যন্ত্র-সংগীতের হুল্লোড়ই না কী এখন গান!

আর শুনতে পাই, 'এক চক্ষু দানব' টেলিভিশনের মহাকালের যুগে গান শুধু শোনারই বিষয় নয়, এটি এখন দেখারও বিষয় বটে। তাই বুঝি পরম প্রিয় আশাজীর সঙ্গে সঙত করে সেই রকম বেশ-ভূষার বালক-বালিকা।

তো বাপুরাম সাপুড়ে, কী রূপবানের কোমড় দোলানোর জনশ্রোতে মিশে না গিয়ে একেবারে অখ্যাত কৃষ্ণকলি তার মনপুড়া অ্যালবামে যখন আঙ্গুরী বালার মাধুর্য লুঠ করে ষাট দশকের কণ্ঠে একেবারেই নিভৃতে শোনান গ্রাম্য প্রেমের সরল পাঠ...তখন তাকে আমরা কী বলবো?...বোকামীর চূড়ান্ত, না কী আদিখ্যেতা?...

সেই রামও নেই, অযোধ্যা নেই। তবু কেনো যে এই সব লেখা হয়, সুর দেওয়া হয়, আর তা হারমোনিয়মের চিকন রিডে গাওয়ার পর কী ভাবে যেনো এই সব অখাদ্য ছড়িয়ে পড়ে সিডি থেকে পেন-ড্রাইভ হয়ে অন্তর্জালে!!


মন্তব্য

আলমগীর এর ছবি

ভাল কইলেন না বদনাম করলেন? আমার কাছে তো ভালই লাগছে গানগুলা। ছবির সাথে কেমন মানাবে সেটা ছবি না দেখা পর্যন্ত অপেক্ষা করতে রাজী।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার ল্যাপটপে সাউন্ড কার্ড ইন্সটল হয় না... তাই গানটা শোনা হলো না। এটা কি মনপুড়া সিনেমার গান? তাইলে অবশ্য দরকার নাই কারন সবই শোনা আছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

বদনাম করলে খবর আছে কইলাম!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুজন চৌধুরী এর ছবি
পুতুল এর ছবি

গানটা এখানেই মানে কোন এক সচলা-র ব্লগে তারই কন্ঠে শুনেছিলাম। সে সচলা কোন বাদন ব্যাবহার করেননি। সাথে ছিল কোন আপন জনকে হারানোর বেদনা, ক্ষোভ অভিমান। এত এত এত ভাল লেগেছিল যে, কোন প্রকার মন্তব্য করা থেকে বিরত ছিলাম। এবং এ জন্য আমার সাম্প্রতিক কর্যকলাপ ঘেটা সে সচলার ব্লগটা পেলাম, বড় আফসোস!
যন্ত্রের সাথেও ভাল লাগছে। অনেক গানের ভীড়ে, এগান আমার মনে অনেকদিন একা একা থাকবে।
যত্ন করে যন্ত্র সংয়োগ করেছেন, অনেক অনেক শুভেচ্ছা।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুমন চৌধুরী এর ছবি
Klanto Pathik এর ছবি

কড়া হৈসে..................বাবুর গান গুলা ও জটিল

অনিকেত এর ছবি

এইটা তো যতদূর মনে হয় অর্নবের কম্পোজ করা। এখানে গানের প্রথম অংশে কন্ঠ দিয়েছেন চন্দনা এবং পরে কৃষ্ণকলি।

যেটা বুঝতে পারছি না--সেটা হল, এইটা কি বিপ্লব ভাই আবার নতুন করে কম্পোজ করলেন ? না, শুধু share করলেন আমাদের সাথে ?

সে যাই হোক, চমৎকার একটা গানের জন্য ধন্যবাদ।
মনপুরা ছবির সবকটি গানই আমার প্রিয়। সবচাইতে প্রিয় হল ফজলুর রহমান বাবু'র গাওয়া "নিথুয়া পাথারে" গানটি। প্রায় তিনটি ভার্সন আছে ঐ গানটির---তিনটা ভিন্ন মেজাজের।
[url=http://www.esnips.com/doc/8fc1f37f-4f53-4fcc-a26f-f8a76071b94c/nithua-pa...(monpura-soundtrack)]এখানে[/url] একটা ভার্সন শুনে দেখতে পারেন।

ফজলুর রহমানের গান তার অভিনীত বিভিন্ন নাটকে শুনেছি। কিন্ত সে সবই খোলা গলায় গাওয়া---কোন যন্ত্রানুষঙ্গ ছাড়া। এখানে একটা চমৎকার পরিশীলিত background score এর সাথে গানটা যেন নতুন মাত্রা পেয়েছে। বাবু যখন চড়ায় যাচ্ছেন, শ্বাসের একটু অভাব দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে, এই অংশটুকুও যেন এ গানের অলংকার।

এ কয়দিন শুধু এইটাই শুনছি---আর এদিকে আকাশ ভেঙ্গে
নেমেছে বৃষ্টি------

পরিবর্তনশীল এর ছবি

বাবুর গান শুনে একটা কথা শুধু মনে হয়েছে- এই গলায় কোন ভনিতা নাই,মাটির টান আছে এই গলায়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
সেই রামও নেই, অযোধ্যা নেই। তবু কেনো যে এই সব লেখা হয়, সুর দেওয়া হয়, আর তা হারমোনিয়মের চিকন রিডে গাওয়ার পর কী ভাবে যেনো এই সব অখাদ্য ছড়িয়ে পড়ে সিডি থেকে পেন-ড্রাইভ হয়ে অন্তর্জালে!!

বদনাম না প্রশস্তি বুঝতাসি না! তয় গান তো ভালাই লাগলো। চিন্তিত
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুশফিকা মুমু এর ছবি

আপনার কথায় একমত ভাইয়া কিন্তু আমিও বুঝলাম না আপনি এই গানটা অপছন্দের কথা বললেন নাকি? আমার গান টা অসম্ভব ভাল লাগে, কথাগুলো এত টাচি, এত স্যাড, সুরটাও দারুন, খুব ছুঁয়ে যায় মন খারাপ মন খারাপ হয়ে যায়। এটাকি অরিজিনাল গান? কারো কাছে এটা থাকলে একটু কষ্ট করে আমাকে ইমেইল করেন প্লিজ। ধন্যবাদ।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

-ওহে সংশয়বাদী ব্লগারগণ! শেষে কী না এই!!

আমি কী একবারও গানটির নিন্দা করেছি? এই পোস্টের শিরোনাম, ক্যাটাগরি ও পোস্টের রিভার্স সাইকোলজিক্যাল উপস্থাপনা --কী বলে?

-মনপুড়া সিনেমার কৃষ্ণকলির গানটিই এখানে দেয়া হয়েছে। কোনো রকম রিমেক বা নিজস্ব কোনো কম্পোজিশন এখানে নেই।

-সবাইকে অনেক ধন্যবাদ।


মেঘের উপর আকাশ ওড়ে
নদীর ওপাড় পাখির বাসা
বুকে বন্ধু বড়ই আশা,
যাও পাখি যা রে উড়ে
তারে কইয়ো আমার হয়ে,
চোখ বলে যায় দেখবো তারে
মন বলে যায় আছো দূরে।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাহ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।