মওলা কে বোঝে তোমার অপার লীলে?...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শুক্র, ১৯/০৯/২০০৮ - ১১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

..হিযবুত তাহরির নামক সেই রহস্যময় জেহাদী সংগঠনের ১০ জন সদস্য গতকাল রাজশাহীতে আটক হওয়ার পর আজই দুপুরে তারা ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে সমাবেশ করেছে।

ঘরোয়া রাজনীতির সুযোগে সরকার বিরোধী জেহাদী বক্তব্যও দিয়েছে। একটু আগে টিভি নিউজে সেই নারায়ে তাকবির...ইত্যাদিসহ জেহাদি সংবাদটি দেখে অনেকটাই অপ্রাসঙ্গিকভাবে মনে পড়লো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেয়ে আমেরিকায় ইফতার পার্টি-সংবর্ধনার নামে প্যারোলের শর্ত ভঙ্গ করে রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, তখন এই আপাত নিরীহ হিযবুত তাহরির তো অন্তত ঘরোয়া রাজনীতিই করছে!

কিন্তু প্রশ্ন জাগে, রাজশাহীতে সরকার বিরোধী পোস্টার-লিফলেট থাকার অপরাধে হিযবুতের ১০ জন জঙ্গি সন্দেহে আটক হতে পারলে খোদ রাজধানীর বুকে তারা কী ভাবে আবার সরকার বিরোধী সমাবেশ-বক্তৃতাবাজীর সাহস পায়?

আর এই গত সেপ্টেম্বরেই হিযবুত জেহাদীরা বায়তুল মোকাররমে জরুরি অবস্থার ভেতরেই প্রথম আলো বিরোধী সমাবেশে বড় ধরণের শক্তি-মত্তার প্রদর্শন ঘটিয়েছে। কুশ পুত্তলিকা ইসলামে নিষিদ্ধ কী না ভালো করে জানি না, তাই সে প্রসঙ্গ না হয় থাক, কিন্তু জেনেছি, এ সব সমাবেশে দেদার পুড়েছে ওই পত্রিকার সম্পাদকের কুশ মূর্তি। পর পর এ ধরণের সমাবেশের বিরুদ্ধে পুলিশ কর্তারা কোনো রকম বাধাই দেয়নি। পরে বায়তুল মোকাররমের জেহাদি সমাবেশ কারওয়ান বাজারে প্রথম আলো ঘেরাও করতে গেলে আবশ্য পুলিশ লাটি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু সে সময় প্রকাশ্যে জরুরি অবস্থা ভঙ্গ করার দায়ে এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে কেনো বর্তমান 'সেনা সমর্থিত অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার' কোনো ব্যবস্থাই নেয়নি?

আর যৌথ বাহিনী জঙ্গি বিরোধী নানা তৎপরতার দায়ে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসলেও শেষ পর্যন্ত কেনো পৃথিবীর অন্তত ২০টি দেশে নিষিদ্ধ এই হিযবুতরা এ দেশে বার বার ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে? তারা তো পুলিশের তালিকাভূক্ত জঙ্গি বা সন্দেহভাজন সংগঠনও নয়!

তাহলে কেনো গতকালের রাজশাহী নাটক? আর কেনই বা আজ ঢাকার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের রঙ্গমঞ্চ? ...

---
দেখুন:
১. পুরনো পোস্ট: হিযবুত তাহরির
২.আজকের দৈনিক সমকাল


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

হক্ক মাওলা!

'লেজ এবং গোবরের মাঝে আবার ু কেন?'- এই হচ্ছে অবস্থা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মন্তব্য নিষ্প্রয়োজন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মৃদুল আহমেদ এর ছবি

মাঝখান থেকে নিরীহ কার্টুনিস্ট আরিফের জেল হল ধর্মদ্রোহীতার দায়ে... ভালোই!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

রণদীপম বসু এর ছবি

রাজশাহীর নাটক করা হয়েছে আজকের কর্মসূচির বৈধতা ও প্রয়োজনীয়তা তৈরির জন্য। অত্যন্ত সরল-সোজাভাবে আমি তাই বুঝি।
আর বেকুবের মতো আমি এইটাও মনে করি যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নামে আসলে ক্ষমতায় আছে এই অপশক্তিটাই। অতএব বিভিন্ন অকেশনে এরা এটা বুঝানোর জন্য মাঝে মাঝে এই হেটম-শো মানে শক্তি প্রদর্শনের আয়োজন করে থাকে।

আমরা পাবলিক হচ্ছি রামছাগল, এটা এরা যেমন জানে, সরকারও তাই জানে। অতএব এসব চলতেই থাকবে। আমরা চেয়ে চেয়ে দেখবো আর বুড়ো আঙুল চুষবো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্লব রহমান এর ছবি

রাজশাহীর নাটক করা হয়েছে আজকের কর্মসূচির বৈধতা ও প্রয়োজনীয়তা তৈরির জন্য।

একমত।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অমিত আহমেদ এর ছবি

এখন এসবে ক্লান্ত লাগে।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

বিপ্লব রহমান এর ছবি

হ!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

বিপ্লব রহমান এর ছবি

আবার জিগস্ !! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

এসব রাজনৈতিক জিনিস বুঝিও বুঝতে চাইও না, কেন যে মানুষ পৃথিবীটা এত কমপ্লিকেটেড করে মন খারাপ সবাই যদি দেশ কে ভালবাসে তাইলে এক হওয়ার অসুবিধা কি? আর দেশে যদি তাদের মত ইসলাম না হয় তাইলে যেখানে হয় সেখানে চলে গেলেই পারে।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

ওরে মুমু বিবি, এই সব সমস্যা মোটেই স্বপ্নায়তন নয়! মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।