থলের বেড়াল বেরুতে শুরু করেছে?

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বিষ্যুদ, ১৮/১২/২০০৮ - ১২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.জরুরি অবস্থা প্রত্যাহারের দিনই কী থলের বেড়াল বেরুতে শুরু করলো?

বিএনপি চেয়ারপার্সনের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের কোনো ইচ্ছাই ছিলো না বলে দাবি করেছেন মামলার বাদী আমিন আহমেদ ভূঁইয়া। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বুধবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই কান্নায় ভেঙে পরতেও টিভির সংবাদে দেখা যায় মধ্যবয়সী এই ব্যবসায়ীকে।

তারেক রহমানের সঙ্গে দলীয় পরিচয় থাকলেও কোন ধরণের আর্থিক লেনদেনের সম্পর্ক ছিলো না বলেও দাবি করেছেন তিনি।

১/১১ র পর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ গ্রহণের মামলা দায়ের করেন আমিন আহমেদ ভূঁইয়া। তাহলে ‌'সেনা সমর্থিত অস্বাভাবিক তত্বাবধায়ক সরকারের' শেষ সময়ে তার এই উল্টো সুর কেনো? তিনি কী কোনো চাপের মুখে তখন বাধ্য হয়েছিলেন এই মামলা দায়ের করতে?

এ সব কোনো প্রাসঙ্গিক প্রশ্নেরই অবশ্য জবাব মিলতে দেখা যায় নি টিভির সংবাদে।

কারণ সংবাদ সম্মেলনের শুরুতেই অনাকাঙ্খিত কোনো প্রশ্ন না করার জন্য অনুরোধ জানান আমিন আহমেদ ভূঁইয়া। বর্তমানে মামলাটির বিচার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে বলেও জানান তিনি।

স্মরণ করা যেতে পারে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজী মামলার বাদী ব্যবসায়ী আজম জে. চৌধুরীও সেদিন একই রকম আহাজারি করে আরেক সংবাদ সম্মেলনে বলছেন, তার অভিযোগটি ছিলো সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বিরুদ্ধে। তিনি কোনো ভাবেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ মামলায় অভিযুক্ত করেন নি!

ব্যবসায়ী আজম জে. চৌধুরী মামলাটি থেকে শেখ হাসিনাকে অব্যহতি দিতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন।

হা ঈশ্বর!! তাহলে এ সব মামলার চার্জশিটে হাসিনা ও তারেককে আসামী করলো কে বা কারা??

আর তারা কী না এসব মামলায় এতোদিন জেল খেটেছেনে, জামিন/ প্যারোলে মুক্তি পাওয়ার জন্য আদালতে ধর্না দিয়েছেন, এমন কী জামিন পেয়ে বিদেশে চিকিৎসাও করিয়ে দেশে ফিরেছেন বা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন!!

এই সব ভোজবাজীর রহস্য কী কে জানে??
---
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ ইংরেজী সংবাদটি এখানে
---
ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়, ২১ আগস্ট ২০০৭, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেখার বিষয় থলেতে কয়টা বিড়াল আছে (বা ছিলো)।

ধুসর গোধূলি এর ছবি

- ভয়ঙ্কর তথ্য! যুবরাজকে কি তাইলে দুধ দিয়ে গোসল করিয়ে বাদ্য বাজিয়ে গ্রহন করা হবে নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

(বেড়াল)

জিজ্ঞাসু এর ছবি

এতদিন গণতন্ত্র ছিল না। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। আজ মানুষ কথা বলার অধিকার ফিরা পাইয়া কথা বলা শুরু করছে। অসুবিধা কি? থলের মধ্যে বিড়াল থাউক, বাঘ থাউক বের হোক। কারণ সামনে আসছে শুভ দিন। তারা যদি এখন সত্য কথা না বলে তাইলে গণতান্ত্রিকভাবে তাদের দুনিয়ায় থাকার অধিকার যদি রদ করা হয় তখন তো কাউকে দোষ দেয়া যাবে না। গণতান্ত্রিকভাবে যা করা হবে সব জায়েজ। তারা পরিবার পরিজন নিয়ে অন্তত দেশে যাতে থাকতে পারে সেজন্য আসল সত্য তাদের বলতেই হবে। আজ হোক, কাল হোক। তবে সত্য কথা বইলা কাজ অইব বইলা মনে হয় না। সত্য কথার ভাত নাই।

তারেক রহমানের মত এমন ফুলের মত চরিত্রবান লোকের নামে ষড়যন্ত্র হইতে পারে। তিনি বাংলাদেশের সম্পদ। দেশে তার কোন শত্রু থাকা অকল্পনীয়। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। তারেক রহমান যা কিছু করছে তার কোন প্রমাণ রাখে নাই - না মানে কোন প্রমাণ পায় নাই। তাই তদন্ত কর্মকর্তাদের হিমশিম খেতে হয়েছে তার বিরুদ্ধে চার্জ গঠন করতে।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

বিপ্লব রহমান এর ছবি

তারেক রহমানের মত এমন ফুলের মত চরিত্রবান লোকের নামে ষড়যন্ত্র হইতে পারে। তিনি বাংলাদেশের সম্পদ।

গড়াগড়ি দিয়া হাসি
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অনিন্দ্য রহমান এর ছবি

চাপের মুখে মামলা করল না চাপের মুখে মামলা তুলে নিল? নাকি ২টাই চাপের মুখে!
----------------------------------------------------------
The philosophers have only interpreted the world in various ways; the point, however, is to change it.
[MARX : Theses on Feuerbach]


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

বিপ্লব রহমান এর ছবি

সেটাই তো প্রশ্ন রে ভাই!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কীর্তিনাশা এর ছবি

জাতির গর্ভ তারেক রহমান কে দুধের নহরে চুবানো হোক।

থলের বেড়াল বেড়িয়ে এবার ইঁদুর খাওয়া শুরু করবে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অবাঞ্ছিত এর ছবি

অবস্থা তো বেগতিক! আমাদের নেতা নেত্রীরা যে দুর্নীতি করেন তাতে তো সন্দেহ নাই.... বরং এইটাই সন্দেহজনক!

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নির্বাক এর ছবি

আগেই ধারণা করছিলাম............।

তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

ভূঁতের বাচ্চা এর ছবি

রাজনীতিতে শুধুই গিয়াঞ্জাম। ভাল্লাগেনা একদম।

--------------------------------------------------------

রাসেল [অতিথি] এর ছবি

আমার তো মনে হয় জীবনের ভয়ে এখন মামলা তুলে নিচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে তার কি হইতে পারে সেটা সহজেই অনুমেয়।

বিপ্লব রহমান এর ছবি

শুনতে পাই, মামাদের ছক-বাজীর নকশা অনুযায়ী হাসিনা-এরশাদ জোটই ক্ষমতায় যাবে; সেটাই মামাদের জন্য স্বস্তিকর হবে। আর এরশাদ তো আজ সাতক্ষীরার জনসভায় ঘোষণাই করেছেন:

সোনার বাংলা-নতুন বাংলার স্বপ্ন এক হয়েছে! হো হো হো

---
তবে আমার ধারণা, মামারা নূন্যতম একটা রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেই এমনটা করছে; তবে বিএনপি যাতে ভোটের খেলায় কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে, সে জন্য তারা তাদের একটু চাপেও রাখছে।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি

তারেকের লুটপাটের টাকা দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছিলো তার কী হলো?


হাঁটুপানির জলদস্যু

বিপ্লব রহমান এর ছবি

তারেক তো রাজনৈতিক লোক; তাই নির্বাচনের আগে এই যুবরাজকে ধোয়া তুলসি পাতা বানাতে মামারা বোধহয় এমন ভোজবাজীর খেলা শুরু করেছে। তার দুর্নীতি-সন্ত্রাস ইত্যাদির নতুন কোনো খবর নেই।

তবে অবৈধ এই সরকার একেবারে শেষ সময়ে চমক দেখাতে আরেক যুবরাজ কোকোর কোটি কোটি ডলার বিদেশে ফাঁস করার কাহিনী আবিস্কার করেছে আজ! দুদক এই তথ্য বের করতে দীর্ঘ দুবছর সময় নিলো কেনো, স্বাভাবিকভাবেই এ প্রশ্ন আসে।

আমার ধারণা, বিএনপিকে আগামী নির্বাচনে চাপে রাখার জন্যই মামাদের এই কৌশল।

ডেইলি স্টারে কোকো-কাহিনী পড়ুন এখানে

---
সবাইকে অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

রাজনীতি রাজাদেরই নীতি বটে!
প্রজাদের মিনতিতে তারা চটে।
ভোটের ভিক্ষায় লাজ নাই, চোখ অন্ধ
পায় না টের সারা গায়ে কত দুর্গন্ধ!
রাজনীতি রাজাদেরই নীতি বটে-
রাজারা এগিয়ে যান, প্রজারাই পিছু হটে।

বিপ্লব রহমান এর ছবি

চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।