সাংবাদিক জায়িদীকে সেনা হেফাজতে মারধোর!

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শনি, ২০/১২/২০০৮ - ৬:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.সাংবাদিক জায়িদীকে সেনা হেফাজতে প্রচন্ড মারধোর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, এক কোটি ডলার দাম হেঁকেও জায়িদীর দশ নন্বর জুতো কেনা হল না অবসরপ্রাপ্ত সৌদি, স্কুল শিক্ষকের। সেই বিখ্যাত কালো জুতো জোড়া পুড়িয়ে ফেলেছে মার্কিন ও ইরাকি সেনারা।

এদিকে ইরাকি প্রধানমন্ত্রী নুরে আল মালিকির কাছে জায়িদীর ক্ষমা চাওয়ার কথা প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো জলেও তা মানতে রাজী নয় তার পরিবার। তবে যাই হোক না কেন আফগানিস্তানে নাটক হচ্ছে তাঁকে নিয়ে। খবর বিভিন্ন অনলাইন গণমাধ্যমের।

মার্কিন আগ্রাসনের অন্যতম শিকার আফগানিস্তানে একটি হাসির নাটকের প্রধান চরিত্র করা হয়েছে জর্জ বুশকে জুতো মেরে বিখ্যাত ইরাকি টেলিভিশন সাংবাদিক মুনতাদার আল-জায়িদীকে।

বাস্তবে জুতো দুটো থেকে বুশ মুখ বাঁচাতে পারলেও জং-ই-খাতার বা সতর্ক ঘন্টা নামের এই আফগানি ব্যাঙ্গাত্মক সিরিজে জুতো তাঁর মুখেই মারা হবে।কেবল হাসানো নয়, ইরাকের প্রতি একাত্মতা প্রকাশের লক্ষ্যে এই নাটক করা হচ্ছে বলেই অভিমত প্রযোজক হানিফ হাঙ্গামের।

২৯ বছর বয়সী সাংবাদিক জায়িদীকে প্রচন্ড মারধোর করা হয়েছে। তাঁকে দেখে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠতে পারে এই আশংকায় জায়িদীকে আদালতে না নিয়ে গ্রিন জোনের বিশেষ আদালতে নেয়া হচ্ছে।

এদিকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক অভিযোগ গঠিত না হলেও তাঁর বিচার হচ্ছে সফরকারী বিদেশী রাষ্ট্রপ্রধানকে অপমানিত করার অপরাধে। অভিযোগ প্রমানিত হলে ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

অন্যদিকে সাদ্দাম হোসেনের বাথ পার্টি পুনরুজ্জীবীত করার অপরাধে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে জায়িদীর কোন যোগ আছে কিনা তা দেখা হচ্ছে।

---
গ্রেপ্তারকৃত সাংবাদিক জায়িদীকে মারপিট করার বিষয়ে বিবিসি অনলাইনের খবরটি দেখুন এখানে


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ভিন্ন কিছু কি আশা করেছিলেন?
পিটিয়ে যে এখনো মেরে ফেলেনি এইতো যথেষ্ট ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃদুল আহমেদ এর ছবি

ঠিক কথা। আবারও ভালো করে চোখ বুলিয়ে নিন মার্কিনী তথাকথিত গণতন্ত্রের আসল চেহারায়...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

স্পর্শ এর ছবি

হাজার গুলি-বোমা মেরে যা অর্জন করা সম্ভব হয়নি দুইটি জুতা মেরে তা সম্ভব করেছেন এই সাহসী যুবক। ইরাকের মত বর্তমান ব্যর্থ একটা রাষ্ট্রে মার্কিন শকুনের ঠোকরে তার কি অবস্থা হবে তা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারব না। মন খারাপ

ব্যক্তিগত ভাবে আমি মনে করি প্রচন্ড সাহসী হবার জন্য কিছুটা বোকাও হতে হয়। আর কার কি অভিমত জানিনা, অন্তত আমার সামনে তিনি একটা মাপকাঠি দিয়ে দিলেন। নিজের সাহসকে মাপার।

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই মাত্র এটিএন বাংলার খবরে পড়লাম জায়িদী ক্ষমা চেয়েছে বলে ইরাকী সরকার যা প্রচার করছে তা তার বড় ভাই অস্বীকার করেছে।

শিক্ষানবিস এর ছবি

জায়িদী ক্ষমা চেয়েছেন- এটা আমারও বিশ্বাস হয় না। অবশ্য মারের মুখে অনেক কিছুই সম্ভব।

আহমেদুর রশীদ এর ছবি

জায়িদি,আত্মপরিচয় আর প্রতিবাদের প্রতীক

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

বিপ্লব রহমান এর ছবি

জায়িদী,আত্মপরিচয় আর প্রতিবাদের প্রতীক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ভূঁতের বাচ্চা এর ছবি

ঐ সম্মেলন কক্ষের সবার উচিত ছিল একসাথে জুতা মারা বুশকে।
কিন্তু জায়িদীর মতন সাহস তো কারও ছিলনা।
১৫ বছরের জেল হলে সেটা খুব দুঃখজনক হবে।

--------------------------------------------------------

শান্ত [অতিথি] এর ছবি

সাংবাদিক ভাইয়ের সাহস মারাত্মক রকমের। ইসসসস আমরাও যদি পারতাম, আমরাও যদি এরকম ভাবে জুতা ছুড়ে মারতে পারতাম। আহহহহহহ করে যে আমাদের এই রকম সাহস হবে?

কল্পনা আক্তার এর ছবি

স্পর্শের সাথে সহমত।

এরই মধ্যে বুশকে জুতা মারা নিয়ে একটি গেম বের হয়ে গেছে, ২৪ সেকেন্ড সময় দেয় জুতা মারার জন্য।এই গেমটা সবচেয়ে বেশী খেলেছের এবং সবচেয়ে চেয়ে বেশী জুতা যারা মারতে পেরেছেন তার একটা লিষ্ট দেয়া আছে আর মজার বিষয় হলো ঐ লিস্টের সবার উপড়ে নাম আছে আম্রিকার হো হো হো

.........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

দিগন্ত এর ছবি

ঐ লিস্টের সবার উপড়ে নাম আছে আম্রিকার

এখানেই আমেরিকার গণতন্ত্র। এই জুতো ছোঁড়া সাংবাদিক যদি আমেরিকার হতেন, তাহলে বুশের বাবার সাধ্যি ছিল না তার গায়ে হাত দেয় ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মৃদুল আহমেদ এর ছবি

গেমসের লিঙ্কটা দেন না কেউ! যদি থাকে...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই যে একটা। এরকম আরো কয়েকটা মনে হয় আছে।

বিপ্লব রহমান এর ছবি

শাবাশ@ প্রকৃতি প্রেমিক।

ভিডিও গেমের বিষয়টি কাল রাতেই আলজাজিরা টিভি নিউজে দেখেছি। হাস্যরস+ব্যবসায়িক বুদ্ধি আর কাকে বলে! সেই যে টেডি বিয়ারের মতো।
---

আর এখন মনে পড়লো পাকিস্তানের কায়েদে আজম জিন্নাহ যখন উর্দূকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করেছিলেন, তিনিও ঢাবিতে মুখোমুখি হয়েছিলেন এমনি জুতা-নিক্ষেপের ঘটনার। এর পরের ইতিহাস সবারই জানা। ...

---

সবাইকে অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দিগন্ত এর ছবি

কাল দেখলাম এর বাংলাদেশী ভার্সানও আসতে চলেছে। আমি ২-৩ বারের বেশী লাগাতে পারছি না মন খারাপ


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জিজ্ঞাসু এর ছবি

সাংবাদিক জায়িদিকে নির্যাতনের প্রতিবাদ জানাই এবং তার মুক্তি চাই।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

হিমু এর ছবি

অনেক প্রোগ্রামার তো আছেন। অনলাইনে আলবদরের পান্ডাগুলিকে জুতা মারার একটা গেম তৈরি করা যায় না?


হাঁটুপানির জলদস্যু

ভূঁতের বাচ্চা এর ছবি

সেদিন কোথায় যেন একটা ফ্লাশ এনিমেশন দেখলাম গোলাম আজমকে জুতা মারা হচ্ছে। দেখে বড়ই প্রীত হয়েছিলাম। এমন জিনিস আরো চাই!

--------------------------------------------------------

বিপ্লব রহমান এর ছবি

আরে! এটা তো দারুন আইডিয়া! এমনটা হলে খুবই প্রীত হই।... দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কীর্তিনাশা এর ছবি

জুতা মারার গেম আমিও পেয়েছি একটা ফেসবুকে। খেলতে বড়ই মজা লাগে।

হিমু ভাই'র প্রস্তাব অতি উত্তম। আহা যদি সত্যিই এমন একটা গেম চালু করা যাইতো !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

আচ্ছা যে গেমটির কথা বলছেন সেটা কি মাইক্রোসফট এক্সেলে তৈরি? আমি একটা পেয়েছি সেটা এক্সেলে তৈরি।

ধানসিঁড়ি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।