দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম অফিসের বরাত দিয়ে জানাচ্ছে, শনিবার চট্টগ্রামে জামায়াত নেতার সঙ্গে একই মঞ্চে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় উঠে এসেছেন চট্টগ্রাম-১০ (পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সাংসদ ও চট্টগ্রাম চেম্বার সভাপতি এম এ লতিফ।
জামায়াত নেতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের বিএলএফ কমান্ডার কাজী ইনামুল হক দানু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা গ্রন্থের প্রণেতা ডা. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিযুদ্ধের সময় মাওলানা শামসুদ্দিন পাকিস্তানি বাহিনীর কুখ্যাত নির্যাতন কেন্দ্র (টর্চার সেল) শহরের ডালিম হোটেলের অন্যতম নিয়ন্ত্রক ছিলেন।
সংবাদটির সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একটি ছবিও দিয়েছে। আর বাংলায় পুরো সংবাদটি পড়া যাবে এখানে...।
মন্তব্য
আসলেই কস্কি মমিন ! তবেই ছোট সাইজের 'কস্কি মমিন' দিয়ে কাজ হবেনা ।
এইটা লাগবে ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আওয়ামি লীগের নেতাদের মঞ্চে ওঠার আগে রীতিমত হোমওয়ার্ক করে উঠতে হবে মনে হচ্ছে। আর জামাতীরাতো এখন যে কোন ছুতানাতায় মুক্তিযুদ্ধের সৈনিক সাজার পায়তারা করছে। এর জন্য তারা ধাক্কা খেয়ে এমনকি লাথি খেয়ে হলেও এসব মঞ্চে ওঠার রিস্ক নেবে। একখান ছবি তুলতে পারলেই কেল্লা ফতে .... শেখ হাসিনাকে গোলাম আযমের কাছে নিয়ে ছবি তোলার অন্যতম কারিগর কে ছিল তা জানতে ইচ্ছে করছে, ঐ এক ছবি জামাতকে যে রকম ফায়দা দিয়েছে তা হাজার হাজার কর্মী ও দিতে পারবে না।
কোথাও রয়েছে যেন অবিনশ্বর আলোড়ন:
কোনো এক অন্য পথে - কোন্ পথে নেই পরিচয়;
এ মাটির কোলে ছাড়া অন্য স্থানে নয়;
সেখানে মৃত্যুর আগে হয় না মরণ।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
একমত
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আ
সর্ষের ভেতরেই ভূঁত!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এটা কি আসলেই 'কস্কি মমিন' জাতীয় চমতকার কোন ঘটনা ? লীগের নেতাদের সাথে জামাত নেতাদের সখ্যতা, পেশাগত বা ব্যাক্তিগত, প্রকাশে গোপনে কি আমরা আর দেখি নাই? লীগ যদি স্বাধীনতাউত্তর বাংলাদেশে জামাতের সাথে ভাগেযোগে সরকার হতে পারে, তাহল মঞ্চ বা ফটোর ফ্রেমে বাধে কেন?
নতুন মন্তব্য করুন