আমার বন্ধু মাহবুব আলম পল্লবকে অনেকদিন দেখি না। অনেকদিন তাঁর সঠিক কোনো খবর কেউ দিতে পারে না। ...
এক-এগারোর পর হঠাৎ একদিন পল্লব ফোন করে, বিপ্লবদা, বেঙ্গল ফাউন্ডেশন লোক ছাঁটাই করছে। সেই তালিকায় আমিও আছি। চাকরী চাই!
আমি পল্লবকে একটা জীবন-বৃত্তান্ত নিয়ে সাবেক কর্মস্থল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ আসতে বলি। সে আর আসেনি। ওর মোবাইল ফোনটিও বন্ধ অনেকদিন। ওর ঘনিষ্ট আরেক সাংবাদিক বন্ধুকে জিজ্ঞাসা করি তার কথা। সে-ও কোনো তথ্য দিতে পারে না।
হঠাৎ ফেসবুকে পল্লবকে পাই। সেখানে ওর খোঁজ-খবর কিছু পাই। কী একটা সিনেমা বানানোর কাজে নাকী ব্যস্ত। আমার ম্যাসেজ-মন্তব্য, কোনোটিরই সে কোনো জবাব দেয় না। তাঁর নিশ্চুপতা আমাকে আহত করে।...আমি ঝিনুকের মতো সয়ে যাই...সয়ে যাই সব।
টুকরো খবর শুনতে পাই, বন-পাহাড়-জঙ্গল প্রিয় পল্লব একটি পাহাড়ি মেয়ের প্রেমে পড়েছে। ...পাহাড়ি মেয়েদের নিয়ে ওর ফ্যান্টাসিকে এক সময় আমি তীব্র সমালোচনায় তুলো-ধুনো করেছি। ও সে সব মেনেও নিয়েছে। ওর এই সব উদারতা সত্বেও 'বাঙালি বাবুর এই প্রেমটিকে' আমি মনে মনে কোনোভাবে সমর্থন করতে পারি নি।
তবে শুনতে পাই, রাঙামাটির মেয়েটিও নাকী পল্লবের প্রেমে মুগ্ধ! হা ঈশ্বর! 'যার প্রেমে যার মজেছে মন, কে বা হাঁড়ি, কে বা ব্রাক্ষ্মণ?'...
আর মেয়েটির পরিবারের তীব্র আপত্তি সত্বেও না কী পল্লবের বিয়ে ওই মেয়েটির সঙ্গেই ঠিকঠাক হয়ে গিয়েছিলো।
কিন্তু (অনিবার্য এই কিন্তু। তাই কিন্তু লেখা ছাড়া আর কোনো গত্যান্তর নেই। অতএব কিন্তু...) হঠাৎ করেই আবার সব-কিছু এলোমেলো হয়ে যায়। ভেঙে যায় ওই অসম বিয়ে। ভেঙে যায় পল্লবের সব স্বপ্নের সবুজ পাহাড়। আর ভেঙে পড়ে পল্লব নিজেও।...
আমার বন্ধু পল্লব এখন সবকিছু থেকে নিজেকে প্রত্যাহার করেছে। বিষন্নতার মেঘ এখন তার চারপাশে। কারো সঙ্গে কথা বলে না। কোথাও যায় না। ঘরের এক কোনে বসে সব সময় আনমনে কী যেন ভাবে, কার কথা যেন ভাবে। অদ্ভুদ নিরবতা এখন তার দীর্ঘতম সঙ্গী।...'জগতে যা কিছু আছে, কিছু নেই তাঁর অনুসঙ্গে।'
এখন পল্লব আর ভাঙে না দুর্গম সব উঁচু উচু পাহাড়। প্রথম আলোর 'অন্য আলোতে' বুনো হাতির আবাসস্থল সংকট সমস্যার কথা তুলে ধরে না চমৎকার সব স্বপ্নময় লেখনিতে 'হাতি তুমি সখা হও' শিরোনামে। সমকালের 'শৈলীর' পাতায় ওর কোনো সদ্যসমাপ্ত ভ্রমন কাহিনীও পড়ি না অনেকদিন। অনেকদিন হলো, ওর কোনো লেখা পড়ে এসএমএস করা হয় না: যদি আপনার মতো করে লিখতে পারতাম!...
প্রিয় পল্লব, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, ভালোবাসায় থাকুন...ও বন্ধু আমার!...
মন্তব্য
বিপ্লব দা', আপনাকে সামনা-সামনি দেখলে তো বড় কাঠ-খোট্টা টাইপ-ই মনে হয়। এতো আবেগ লুকিয়ে রাখেন কোথায় !
আপনার বন্ধুটির জন্য শুভকামনা থাকলো, আবারো কষ্টময়-চমৎকার জীবনটাতে ফিরে আসুন তাঁর সমস্ত অবয়ব নিয়ে.....
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খারাপ লাগল।
--------------------------------------------------------------------- ----
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
বিপ্লবদা, আশা করি আপনার বন্ধু আবার ফিরে আসবেন সেই দিনের মতো, এই প্রত্যাশায়..........ধামাই
একটা বন্ধু হারিয়ে যাওয়া মানে জীবনের একটা অংশ হারিয়ে যাওয়া।
দু:খটা বুঝি।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ভাল থাকুক বন্ধু আপনার
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ছুঁয়ে যাওয়ার মতো একটা লেখা।
- আপনাদের অবস্থাতো আর "বাবা আদম স্বরন দ্বীপে, মা হাওয়া জিদ্দায়" না। বাসায় গিয়ে হাজির হোন। তারপর বিষণ্ণ সময়গুলো থেকে বন্ধুকে বের করে নিয়ে আসেন। তাড়াতাড়ি করেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাইকে অনেক ধন্যবাদ।
---
চেষ্টা চলছে @ ধূ. গো.
পল্লব আবার পল্লবিত হবে বর্ষার নতুন চারা গাছটির মতো; সে তার অন্তর্নিহিত সুপ্তগুনের জোরেই আবার উঠে দাঁড়াবে...আমি জানি, নিশ্চিত জানি। হেরে যাওয়ার জন্য আমরা আসিনি হে!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আহা!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
এই বিষন্ন সময় গুলোকেই বোধহয় আমরা সযত্ন এ বাঁচিয়ে রাখি চিরকাল।।।।
ফারহানা
লেখা মোচড়ানো হয়েছে!
পড়ে খুব খারাপ লাগলো বিপ্লব ভাই।
পল্লবকে আমি নামে-কাজে চিনতাম না, কিন্তু ছবি দেখে বুঝলাম- দেখেছি তাকে একাধিকবার।
তাই, খারাপ আরো লাগলো।
আর, আপনার জন্যও খারাপ লাগছে।
পল্লব যেখানেই থাকুন, ভালো থাকুন।
ভালো থাকেন আপনিও।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সবাইকে আবারো ধন্যবাদ। পল্লবের জন্য শুভ কামনা জানানোর জন্য কৃতজ্ঞতা। ...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
পল্লব, ভালো থাকুন
মুজিব ভাই কই? নিদেন পক্ষে চারটা পয়েন্ট কামাতে পারতেন
...........................
Every Picture Tells a Story
পল্লবের জন্য মায়া লাগছে। এই সময়টা দ্রুত কেটে যাক। আবার ব্যস্ত হয়ে উঠুক হাসি আর উৎসবে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ইহাকি পল্লবের দেবদাস রূপ?
বিপ্লবদা, ভয় পেয়েন না, ছেলেদের ছ্যাকামাইসিন বেশীদিন থাকে না। দেখবেন অন্য পাহাড়ের কাউকে জুটিয়ে নিয়ে আপনার বাসায় এসে পড়েছে আর্শীবাদের জন্য। সময়ের ব্যাপার মাত্র। সে পর্যন্ত নাটকের পর্দা ওঠার অপেক্ষা ............
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তাতা আপু, ছেলেটা সত্যি সত্যি বেদনাহত, বিষন্ন। আপনি যেমনটা বলছেন, পল্লব মোটেই তেমন ছেলে নয়।...তবে আমি জানি, ওর ক্ষতটা সেরে যাবে; হয়তো এ জন্য ওকে কিছুটা মূল্য দিতে হবে--এই যা।
---
সবাইকে অনেক ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা সময় পল্লব ভাই, পাভেল ভাই (পাভেল পার্থ, জাবি, উদ্ভিদবিজ্ঞান, বর্তমানে কোনো এক এঞ্জিও'র প্রায় মাথা) আর কুমু ভাই (মোহাম্মদ কুমুরউদ্দিন, সম্ভবত পুরানো ঢাকায় ওনাদের বাড়ি) সারাদিন একসঙ্গে ঘুরতেন...তিনজনে 'সঞ্চারী' নামে একটা পত্রিকা করেছিলেন কয়েকসংখ্যা...পল্লব ভাই বা পাভেল ভাইকে মাঝেমধ্যে দ্যাখা গেলেও; কুমু ভাইকে গত ৭/৮ বছরে একদিনও দেখিনি...বিপ্লব'দা কি কুমু ভাইয়ের কোনো সংবাদ জানেন? অগ্রিম কৃতজ্ঞতা...
পাভেল পার্থকে চিনি। তবে মোহাম্মদ কুমুরউদ্দিনের সঙ্গে পরিচয় নেই।
অনেক ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বন্ধুরা এরকমই বড় বেশী জ্বালায়। সময় থাকতে পাশে দাঁড়ানো প্রয়োজন।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
একমত @ টুটুল ভাই।
---
সবাইকে অনেক ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন