বদলের বিবৃতি...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শুক্র, ২৯/০৫/২০০৯ - ৭:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[এখন না কী নোটিশ, বিবৃতি ইত্যাদি শব্দ জুড়ে দিলে ব্লগরব্লগর-এর কদর বাড়ে; তাই এই লেখার শিরোনামে 'বিবৃতি'। আর এক-এগারোর পর আদল-বদল শুনতে শুনতে কান-ঝালাপালা। উপরন্তু এখন পত্রিকার পাতা জুড়ে বদলের কোদাল-হাতুড়ি-শাবল-খন্তা তো আছেই; তাই শিরোনামে 'বদল' কথাটিও আছে।]

তোতা মিয়া কিছুদিন পর পর ভাড়ার বাসা বদল করেন। তার বউ শেষ পর্যন্ত কোনো বাসাতেই স্থির হতে পারেন না। কিছুদিন পর তিনি নতুন বাসাটির একটা না একটা খুঁত বের করে ফেলেন। 'এই বাসার কলগুলো সব খারাপ' --অতএব বাসা বদল। 'এই বাসার ঘরগুলো সব অন্ধকার'--অতএব বাসা বদল। 'এই বাসার বারান্দাগুলো সরু সরু' --অতএব বাসা বদল। 'এই বাসার গলির ছেলেগুলো বখাটে; আমাকে দেখলেই না আওয়াজ দেয়' --অতএব আবারো বাসা বদল।

এমনি চলতে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। তখন অ্যানালগ টেলিফোনের যুগ, তা-ও সেটি এক দুর্লভ বস্তু। সবার হাতে হাতে মোবাইল ফোন থাকার তো প্রশ্নই আসে না।

তো তোতা মিয়ার আত্নীয়-বন্ধু-বান্ধব-শুভাকাঙ্খি কেউ-ই বাসায় গিয়ে তোতা দম্পত্তির নাগাল পায় না। হয়তো তারা খোঁজ-খবর নিতে, কী বেড়াতে তার মিরপুরের বাসায় গেলেন। ওই বাসায় গিয়ে শুনলেন তারা এখন পল্লবীতে। সেখানে গিয়ে তারা শুনলেন, এই তো দশ-পনের দিন হলো, তোতা দম্পত্তি উত্তরার এক বাসায় ভাড়া নিয়ে সেখানে উঠে গেছেন।

এমনি করে গত এক দশকে তোতা মিয়ার নতুন ও পুরনো ঢাকার প্রায় সব এলাকাতেই কোনো কোনো বাসায় সল্পকালীন আবাস হয়ে যায়।

শেষমেষ তোতা মিয়ার আত্নীয়-বন্ধু-বান্ধব-শুভাকাঙ্খি সবাই একে একে খবর পেলেন, বেশ কিছুদিন হলো তোতা মিয়া আর বাসা বদল করছেন না। পুরনো পল্টনের এক বাসায় তিনি না কী এক বছরের ওপরে বাস করছেন!

সবার কৌতুহল বাড়ে। আঁতি-পাতি করে ঠিকানা হাতড়ে একে একে এক বিরাট আত্নীয়-বন্ধু-বান্ধব-শুভাকাঙ্খির দল একদিন হাজির হয় তোতা মিয়ার ওই বাসায়। সবারই কৌতুহল, কী হে! বাসা বদলাতে বদলাতে এতোদিনে তাহলে মনের মতো বাসা পেলে?

তোতা মিয়া সম্মিলিত প্রশ্নের জবাবে মাথা চুলকে আমতা আমতা করে বলেন, নাহ্ ঠিক তা নয়; আসলে গত দশ বছরে বাসা বদলাতে বদলাতে হাঁপিয়ে উঠেছিলাম। তাই এবার বউ বদল করে ফেলেছি! খাইছে


মন্তব্য

Gaus Rahman Piash [অতিথি] এর ছবি

নিঃসন্দেহ, এটি সরস লেখা; বউ বদলের ধারণাটা ভালা না;

বিপ্লব রহমান এর ছবি

হ!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সালাহউদদীন তপু এর ছবি

অসাধারণ.............
অসাধারণ.............
অসাধারণ..................

তবে সাবধাbন Do not try this at home

বিপ্লব রহমান এর ছবি

হ! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

বিপ্লব রহমান এর ছবি

ঞ !


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

দেঁতো হাসি

দময়ন্তী এর ছবি

দেঁতো হাসি
গড়াগড়ি দিয়া হাসি
---------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

বিপ্লব রহমান এর ছবি

এইবার দন্তময়ীর সব কটি দাঁত বিকশিত হয়েছে। চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

জটিল!!!
----------------
উদ্ভ্রান্ত পথিক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা ..তাহলে সমস্যাটা কি বউয়ে নাকি বাসায়?

বিপ্লব রহমান এর ছবি

পিপিদা, হের ধু. গো. মনে হয় এর জবাব জানে। হাসি
আমি কিছু জানি না। মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নিবিড় এর ছবি

ভাবার বিষয় দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

ভালো বাসা আর ভালবাসার মধ্যে তুমুল রশি টানাটানি অতঃপর ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্লব রহমান এর ছবি

ওরে কদু ভাই! খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

আনিস মাহমুদ এর ছবি

আমার বউ তো বাসা বদলাইতে কয় না। তাইলে আমার কী উপায়?

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

বিপ্লব রহমান এর ছবি

হুমম..চিন্তার বিষয়। দাঁড়ান এ নিয়ে তোতা মিয়ার সঙ্গে আলাপ করে আপনার মোবাইলে একটা মিছা-কল দিচ্ছি!! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্যার...
আপনে হালায় একটা বস পাব্লিক..
আপনে স্যার...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

বিপ্লব রহমান এর ছবি

কস্কি মমিন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সিরাম হইছে বিপ্লব ভাই! আপনারে জাঝা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

বিপ্লব রহমান এর ছবি

ধন্যবাদ; কিন্তু উত্তম জাঝা! ইমো কই? মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানবীরা এর ছবি

তোতামিয়া স্বামী সমাজের কলঙ্ক, তোতামিয়া নিপাত যাক ...............

---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

বিপ্লব রহমান এর ছবি

তাতা আপু, আসুন 'আদল-বদল' নামে একটা নতুন পার্টি খুলি। তারপর না হয় এই শ্লোগান দেই! দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

লেখায় বিপ্লব!!!

বিপ্লব রহমান এর ছবি

এইবারও ইমো নাই! মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসান মোরশেদ এর ছবি

বিপ্লব বস তো পুরা ফর্মে হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিপ্লব রহমান এর ছবি

হ! হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মূলত পাঠক এর ছবি

খাসা!

আলাভোলা এর ছবি

দেঁতো হাসি
দারুণ আইডিয়া চোখ টিপি

রায়হান আবীর এর ছবি

দেঁতো হাসি

বিপ্লব রহমান এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ। হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।