গুডবাই মি. জেনারেল। অবশেষে আপনি ১২ তম সেনা প্রধানের পদ থেকে অবসর নিলেন। বিদায় বেলায় আপনাকে জানিয়ে দিতে চাই, এ দেশের মানুষ আপনার কৃতিত্বর জন্য অনেকদিন আপনাকে মনে রাখবে। এমনকী আপনি হতে পারেন ইতিহাসেরও একটি অধ্যায়।
মি. জেনারেল, আপনি ছিলেন একই সঙ্গে এক-এগারোর প্রধান সেনা নায়ক (নাকী স্বপ্নদ্রষ্টা?)। ইয়াজউদ্দিন-আজিজ-খালেদা আর লগি-বৈঠার অস্থির রাজনৈতিক পরিবেশে জরুরী আইন জারী করার পর আপনারই নেতৃত্বে আমরা এদেশে প্রথমবারের মতো পেয়েছি সেনা শাসনের ছদ্মবেশে ‘সেনা সমর্থিত অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার’! আম জনতাকে কাঁঠালের এই আমস্বত্ত্ব উপহার দেয়ার জন্য পুরো কৃতীত্ব আপনার না হলেও এর প্রধান কৃতীত্ব আমি আপনাকেই দিতে চাই।
আপনিই দেশের একমাত্র সেনা প্রধান, যার শাসন মেয়াদ ফুরিয়ে গেলে আরো এক বছরের জন্য এই মেয়াদ শুধু বাড়ানোই হয়নি, কোনো যুদ্ধ-বিগ্রহে সৌর্য্য-বীর্য ছাড়াই লেফটেনেন্ট জেনারেলের পদ থেকে আপনি পেয়েছেন সরাসরি জেনারেলের উঁচু পদটি। অবশ্য আপনি শেষ পর্যন্ত ফিল্ড মার্শাল পদটিও পেলে আমরা আম জনতা ‘হুজুরের মতে অমত কার’ই হয়তো করতাম!
মি. জেনারেল, এরশাদ সামরিক জান্তার পতনের পর আপনিই প্রথম সেনা উর্দি পরে রাজনীতির ঘোড়া শুধু দেশে-বিদেশে নয়, এমন কী সাফল্যের সঙ্গে আকাশেও উড়িয়েছিলেন। খালেদা-হাসিনাসহ শীর্ষ নেতাদের দুর্নীতির অভিযোগে কারাবন্দি, মাইনাস টু ফর্মূলা, রাজনৈতিক সংস্কারের ধুঁয়া, জলিলের জেল খানার চিঠি ও সিডি, মঞ্জুসহ শাতাধিক নেতার পলায়ন, চেয়ারম্যানদের পুকুর থেকে ত্রাণের টিন উদ্ধার, আরেক সাবেক সেনা প্রধান মশহুদের দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা এবং সামরিক দুর্নীতিবাজদের সর্ম্পকে আশ্চর্য নিরবতায় সামান্য হলেও অবদান নিশ্চয়ই আপনার আছে।
রাতারাতি চালের দাম ২৫-২৬ টাকা থেকে ৪০+ টাকায় দাঁড়ালে আপনি নিয়ে আসেন আলু-তত্ব (বাংলাদেশে আলু হইলো খোদার আশির্বাদ-মমতাজ)। খালেদা জিয়ার পরিত্যাক্ত ডাল-ভাত কর্মসূচি (পরে বিডিআর-বিদ্রোহে আমাদের আবারো মনে পড়বে এর কথা) আপনিই সারাদেশে ছড়িয়ে দিয়েছিলেন সাফল্যের সঙ্গে। সীমান্তের অতন্ত্র প্রহরীরা প্রখর রোদে চাল মেপে দিচ্ছে, আর তা সংগ্রহ করতে ভোর বেলা থেকে লাইনে দাঁড়িয়েছে মুটে-মজুর-- এমন শীর্ষ ছবি তখন সংবাদপত্রে ফলাও করে কতোই না ছাপা হয়েছে!
আপনিই আমাদের দিয়েছেন, ‘ওন ব্র্যান্ড অব ডেমোক্র্যাসি’ বা নিজস্ব ধাঁচের গণতন্ত্রের এক নতুন ধারণা। চাকরী বিধি লংঘন করে কী না জানি না, আপনি লিখেছেন, একাধিক জ্ঞানতাত্বিক গ্রন্থ। আমরা টিভিতে দেখেছি, বই মেলায় আপনাকে উচ্ছিসিত অবস্থায় এই সব বইয়ে অটোগ্রাফ দিতে। শীর্ষ রাজনীতিবিদ, সম্পাদক-সাংবাদিক থেকে শুরু করে রথি-মহা রথিরাও হুমড়ি খেয়ে পড়েছিলেন আপনার অটোগ্রাফের জন্য!
মি. জেনারেল, অবশ্য ২০ আগস্ট ২০০৭ এর ছাত্র-বিক্ষোভের সময় আপনার বীর সেনানীরা পশ্চাদে পদাঘাত খেয়েছিলো, আর সেটিও এখানে না বললেই নয়। শিথিল জরুরি অবস্থার সুযোগে প্রথমে ঢাকা, পরে দেশের আরো কয়েকটি এলাকায় শুরু হলো ছাত্র-জনতা বিক্ষোভ। আপনার হুকুমে ‘দেশ প্রেমিক সেনা বাহিনী’ ভিডিওর ছবি দেখে ছাত্র-শিক্ষক গ্রেফতারই করে ক্ষান্ত হলো না; পাক সেনার কায়দায় গভীর রাতে ঢাবি ও রাবি শিক্ষকদের বাসায় হানা দিয়ে চোখ বেঁধে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হলো।
পরে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফাঁস হলে আবার রাষ্ট্রপতি রাতারাতি তাদের মামলা প্রত্যাহার করে ক্ষমাও ঘোষণা করেন! সত্যিই এমন উদারপনা সুমহানদেরই মানায় বটে।
আপনি ভারতের সেনা প্রধানের কাছ থেকে লাল গালিচা সম্বর্ধনা নিয়েছিলেন; সেটি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা চমকিত হয়েছি তাঁর দেয়া ছয়টি ঘোড়াসহ আপনার গর্বিত মুখ দেখে। তখন অবশ্য চায়ের আড্ডায় নিন্দুকেরা বলেছিলো, আপনি নাকী ‘সিক্স হর্স পাওয়ার’ দ্বারা পরিচালিত হচ্ছিলেন।
‘ওন ব্র্যান্ড অব ডেমোক্র্যাসির’ প্রবক্তা মি. জেনারেল, ‘সেনা সমর্থিত অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকারের’ সময় গণমাধ্যম ভোগ করেছে ‘ফ্রিডম অব ডিপ্রেশন’। টিভি চ্যানেলগুলোর টক-শোগুলোর সরাসরি সম্প্রচার ছিলো বন্ধ। এমন কী শুনতে পাই, কোন টক শো'তে কোন কোন অতিথি কী বিষয়ে বক্তব্য রাখবেন, তা-ও নাকী উত্তর পাড়া থেকে নির্ধারণ করা হতো। আর পত্রিকাগুলোতে সামান্য হুমকি-ধামকি দিয়ে পাঠানো হতো আদুরে সব শাহী ফরমান! তাসনিম খলিল, কার্টুনিস্ট আরিফ -- এরা তো এ সবেরই বাই-প্রডাক্ট, তাই না?
আদিবাসী নেতা চলেশ রিছিল নিরাপত্তা হেফাজতে পিটুনি খেয়ে মরেছিলেন। সেদিক থেকে এক-এগারো পর গ্রেফতার হওয়া পাহাড়ি নেতা রাংলাই ম্রো বা সত্যবীর দেওয়ান অনেক সৌভাগ্যবান বটে। তাঁরা মিথ্যে মামলায় গ্রেফতার হয়ে সেনা পিটুনিতে হাত-পা ভাঙলেও অন্তত প্রাণে তো বেঁচে আছেন!
অন্যদিকে, ছবিসহ নির্ভুল ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু সংসদ নির্বাচন, বিডিআর বিদ্রোহের যৌক্তিক অবসান, এই বিদ্রোহকে ঘিরে সেনা কর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আংশিক তথ্য-চিত্র ইউটিউবে ফাঁস হওয়ার দায়ে এ দেশে ইউটিউব সাময়িকভাবে ব্যান করা, দুর্নীতি বিরোধী দেশব্যাপী রোড-শো এবং 'সাদা মানুষের' সন্ধানলাভ -- ইত্যাদির সাফল্য আমি আপনাকেই দিতে চাই।
মি. জেনারেল, এই সব বহুবিধ কারণে বিদায় বেলায় আমি আপনার করমর্দন করতে চাই। আপনি এক সামান্য অক্ষরজীবী ব্লাডি সিভিলিয়ানের উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন!
---
আলোকচিত্র: সাহাদাত পারভেজ, বিবিসি অনলাইন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মন্তব্য
টুপিটা খুলে রাখলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি এক সামান্য ব্লাডি সিভিলিয়ানের উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
১/১১ তে আশা করছিলাম জেনারেল সাহেব বঙ্গভবনে ঘোড়া দাবড়িয়ে দশ বছর জাতিকে নতুন জাতের মিলিটারী গণতন্ত্র উপহার দেবেন। হায়, শেষকালে আপনি আমাদের পুরোনো গণতন্ত্রের মধ্যে চুবিয়ে এভাবে চলে যাবেন কখনো ভাবিনি।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
দারুন লিখেছেন বিপ্লব ভাই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জেনারেল মইন, আমি জানি আপনার মতো খেলোয়াড় এতো সহজে খেলা ছেড়ে দিবে না। নিশ্চয়ই এবার আপনি রাষ্ট্রপতি হবেন?
বড় হয়ে আমি আপনার মতো হতে চাই ... দোয়া রাখবেন এই বেলাডি সিভিলিয়ানের জন্য ...
বসুন্ধরার জমি নেওয়ার পরে গদগদ হয়ে বন্ধুপ্রতিম সোবহান সাহেবের দিকে মাইক এগিয়ে দেবার বিষয়ে কিছু বললেন না বিপ্লব ভাই?!
এ বিষয়ে সত্যিই আমার কিছু জানা নেই। @ লুৎফুল আরেফীন।
আপনার কিছু জানা থাকলে বলুন প্লিজ।
---
সবাইকে অনেক ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
এখানে পড়ুন।
বসুন্ধরার মালিক যে ২ খানা জমি বাফুফে'কে দান করে সমাজে পূণঃপ্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছেন তার ২টাই বে-আইনী জমি এবং ফুটবল মাঠ করার অনুপোযোগী। কিন্তু সেটা পেয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি আমাদের মি. জেনারেল গদগদ হয়ে গেছিলেন!
অথচ তত্বাবধায়ক সরকারের আমলে এই সোবহান সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছিলো। দূর্নীতির দায়ে তার সাজাও হয়েছে। মি. জেনারেলের লাঠিয়াল বাহিনী সেদিন কাকতাড়ুয়ার ভূমিকায় নেমেছিলো সোবহানের বিরুদ্ধে। ২খান বেআইনী জমি দিয়ে সেই সোবহানই আবার জেনারেল সাহেবের কোলের মধ্যে গিয়ে ঠাই পেলেন। তাইলে দূর্নীতির বিরুদ্ধে অভিযানের মোটিভ কি ছিলো?!!
হুমম।...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অসাধারন!!!!!!!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ফারহানা সিমলা
এমন অসাধারণ একটি লেখার জন্যে তোমাকে ধন্যবাদ দিতে বারবার ফোন করছিলাম। তুমি ধরছিলে না। যাই হোক, এমন অসাধারণ লেখা একমাত্র তুমিই লিখতে পারো। তোমার লেখায় এভাবেই মুখোশ উন্মোচিত হোক ক্ষমতালিপ্সুদের। তুমি তোমার লেখায় এভাবেই তুমুল বেঁচে থাকো।
ফারহানা সিমলা
কি লিখেছেন'রে ভাই!!!!!
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
বিপ্লব রহমানকে সিনিয়র জেনারেল পদে পদোন্নতি প্রদানের দাবি জানাচ্ছি মিনমিনে গলায়.....
আচ্ছা ঐ ঘোড়াগুলির কী অবস্থা? তারা দানাপানি পাচ্ছে তো ঠিকমতো? নাকি আবার ঢাকার ভাতের হোটেলে চালান হয়ে গেলো?
ঢাকায় বা চট্টগ্রামে কোথাও বড় জায়গা নিয়ে একটা রাইডিং স্কুল খোলা দরকার। ঘোড়ায় চড়তে জানা উচিত নতুন প্রজন্মের ছেলেমেয়েদের। কে কবে বড় হয়ে ঘোড়া উপহার পায়, কোন ঠিকাছে?
ওই ঘোড়াগুলোর খবর জানা নেই। তবে শুনেছি, ঘোড়াগুলো নাকী মুফতে পাওয়া নয়; এ জন্য বাংলাদেশকে অর্থদণ্ড দিতে হয়েছে! @ হের হিমু।
আপনার 'রাইডিং স্কুল খোলার' আইডিয়াটা দারুণ। পুলিশেরও একটি হর্স-স্কোয়াড আছে--সেটাও কাজে লাগতে পারে।
---
সবাইকে আবারো ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
রসে-কষে একদম সেরাম লিখেছেন।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
লেখা এবং মন্তব্যের সব কথাই ঠিক আছে।
তবে ১/১১ এ ঐ ঘটনা না ঘটলে আমরা এখন ব্লগিং বাদ দিয়ে একে অপরের মাংস খেতাম।
ঐ সময় হলে থাকতাম। আর টিউশনি এবং বিবিধ কারণে যাতায়াত করা লাগতো পল্টনের ওদিক দিয়ে। ...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
১/১১ তে সেনাবাহিনী ক্ষমতায় না আসলে কি দেশে গৃহযুদ্ধ হত? আমি বিশ্বাস করি না।
এখন বলাই যায় গৃহযুদ্ধ হইতো না, তখন বলার মত অবস্থা ছিল না ... ওয়ান ইলেভেনের জন্য আমাদের সেনাবাহিনির যত দোষ, রাজনীতিবিদদের দোষ তার চেয়ে বিন্দুমাত্র কম না ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
একমত।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
কিছু কিছু বাদ গেছে, কার্টুনিষ্ট আরিফরে নিয়ে যে টম এন্ড জেরী গেম হইলো, কারো কারো বাসায় দুদক হানা দিল কিন্তু পরে আর কোন খবর নেই যেমন মেজর কামরুল ইসলাম, প্রথমে গন হারে ঢুকাইল জেলে পরে তার চেয়ে তীব্র বেগে জামিন হইলো প্রভৃতি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হ!
---
সবাইকে আবারো ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হুম। এসব ব্যাপারে ঠিক কি কমু বুইঝা উঠতে পারি না। লেখাটা কিছুটা ওয়ান-সাইডেড লাগলেও কমেন্টে, বিশেষ করে শেষেরগুলায় দেখলাম অন্য সাইডও আসছে, ভাল।
যাহোক, এরকম লেখা পড়লে জানা যায়, বোঝা যায়, আপডেটেড থাকা যায়, ওপিনিয়ন ফর্ম করা যায়। সেজন্য থ্যাংক ইউ।
যদিও লেখাটা বিপ্লবদার, তবুও আমার একটু কৌতুহল হইতেছে। একটু বলা যাবে ওয়ান সাইডেড কোন জায়গাগুলা মনে হইতেছে ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এই প্রশ্ন আমারো। কোন কোন পয়েন্ট ওয়ান-সাইডেড??
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
দুর্দান্ত হয়েছে। স্যালুট
সবাকে আবারো ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন