গুডবাই কমরেড

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: সোম, ২০/০৭/২০০৯ - ১২:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কমরেড হেনা দাস আর নেই। তিনি ছিলেন সিপিবি ও মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী। বার্ধক্যজনিত কারণে বেশকিছুদিন ধরেই হেনা দাস অস্বুস্থতায় ভুগছিলেন। গত রাতে তাকে ল্যাব এইড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

নারীপুরুষ নির্বিশেষে গণমানুষের রাজনৈতিক অধিকার আদায়ে আমৃত্যু ভূমিকা রেখেছেন কমরেড হেনা দাস। কমিউনিস্ট পার্টি, বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন- এমন অনেক সংগঠনের নেতৃত্বে ছিলেন এই লড়াকু নেত্রী।

হেনা দাস ১৯২৪ সালের ১২ ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময়ই তিনি সস্বস্ত্র ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রভাবিত হন। ১৯৩৮ সালে তিনি যুক্ত হন ছাত্র ফেডারেশনের সঙ্গে। ১৯৪০ সালে তিনি প্রথম বিভাগে তিনি ম্যাট্রিক পাস করেন ও 'সুরমা ভ্যালি গার্লস স্টুডেন্ট অ্যাসোসিয়েশ' প্রতিষ্ঠায় পালন করেন অগ্রনী ভূমিকা। নারী মুক্তি আন্দোলন ও শিক্ষক সমাজের দাবি প্রতিষ্ঠায় বরাবরই তিনি ছিলেন সোচ্চার।

১৯৪৮ সালে আত্নগোপন থাকা অবস্থায় তিনি বিয়ে করেন কমিউনিস্ট কৃষক নেতা রোহিনী দাসকে। ১৯৪৮-৫৯ সালের 'নানকার বিদ্রোহে' কমরেড হেনা দাস নানকার নারীদের সংগঠিত করেন। চা-বাগানের কুলি মেয়েদের সঙ্গে মিশে গিয়ে সংগঠিত করেন ট্রেড ইউনিয়ন।

১৯৫৮ এ হেনা দাস ঢাকায় এসে শিক্ষকতা শুরু করেন এবং বহু শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের শরণার্থী শিবিরে গিয়ে ত্রাণ কাজ চালান।

১৯৭৮ থেকে টানা ১৪ বছর তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃত্ব দেন। তিনি ছিলেন ড. কুদরতি খোদা শিক্ষা কমিশনের অন্যতম সদস্য। ১৯৭০ সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠার পর তিনি পরিষদের নারায়নগঞ্জে জেলা কমিটির সভাপতির দায়িত্ব নেন। স্বাধীনতার পর সংগঠনের সহসভাপতি নির্বাচিত হন। কবি সুফিয়া কামালের মহাপ্রস্থানের পর ২০০০ সালে তিনি এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৯৮৯ সালে তিনি শিক্ষকতা অবসর নিয়েছিলেন।

কমরেড হেনা দাস রেখে গেছেন দুই মেয়ে। জার্মান প্রবাসী ছোট মেয়ে দেশে ফেরার পর অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য। মহান এই বিপ্লবীর মৃত্যূতে তাকে জানাই লাল সালাম; গভীর শ্রদ্ধা। শ্রদ্ধা


মন্তব্য

পুতুল [অতিথি] এর ছবি

আমাদের শিউলি গুলো এভাবেই ঝরে যাবে একে একে।
ভাল থেকো প্রিয় কমরেড। তোমাকে সালাম।

অতিথি লেখক এর ছবি

ফিরোজ জামান চৌধুরী (অতিথি)

কমরেড তোমায় লাল সালাম।

আকতার আহমেদ এর ছবি

শ্রদ্ধা

নুরুজ্জামান মানিক এর ছবি

লাল সালাম । শ্রদ্ধা

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নদী এর ছবি

এইসব আলো নিভে যাচ্ছে
আমাদের দিন শুরু হবে শেয়াল আর শকুনের কালে

নদী

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শ্রদ্ধা

সাইফুল আকবর খান এর ছবি

সালাম।
শ্রদ্ধা।
মন খারাপ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

কমরেডের প্রতি শ্রদ্ধা।

আহমেদুর রশীদ এর ছবি

লাল সালাম ।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতিথি লেখক এর ছবি

tareq mahamud

লাল সালাম ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তিনি বেঁচে থাকুন মানুষের হৃদয়ে। শ্রদ্ধা জানালাম।

মুস্তাফিজ এর ছবি

(F)

...........................
Every Picture Tells a Story

সুমন চৌধুরী এর ছবি
জিজ্ঞাসু এর ছবি

ঘর থেকে বেরিয়ে পড়তে হবে... তাকাতে হবে চারদিকে... অসংখ্য নারীপুরুষের প্রেরণা হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন হেনা দাস।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

গৌরীশ রায় এর ছবি

শুধু কিছু স্মৃতি চোখে ভেসে উঠে।
শ্রদ্ধা
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর

'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর

স্বপ্নহারা এর ছবি

মানুষ হিসেবে ছিলেন অসাধারণ। আর অক্লান্ত পরিশ্রমী!
---------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কমরেড বিপ্লব, শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে কমরেড হেনা দাসের অবদানের কথাটা একটু তুলে ধরুন। এই প্রজন্মতো উনার নামই জানে না বলে মনে হয়। তাই ছবিসহ একটু বিস্তারিত লেখা দিন।

কিছু কিছু মানুষ আছেন যারা ব্যক্তিগত ফল লাভের আশা না করে ক্রমাগত পরিশ্রম করে যান। সেই পরিশ্রমের ফল যারা ভোগ করেন তারা পিছনের মানুষটার কথা আর মনে রাখেন না। পিছনের মানুষটা কিন্তু এসব গায়ে না মেখে আবার নতুন উৎসাহে কাজে নেমে পড়েন। এমনই একজন মানুষ ছিলেন কমরেড হেনা দাস।

লাল সালাম।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

বিপ্লব রহমান এর ছবি

তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে লেখাটি আরেকটু বড় করেছি। ধন্যবাদ। @ ষষ্ঠ দা।

---

আপডেট: কমরেড হেনা দাসের শেষকৃত্যানুষ্ঠান হবে ২৩ জুলাই। এর আগে তার মরদেহ পুরনো পল্টনে সিপিবি অফিসের সামনে সকাল ১০টায়, সকাল পৌনে ১১ টায় সেগুন বাগিচার শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে এবং বেলা ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ তাকে জানাবেন শেষ বিদায়।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুজন চৌধুরী এর ছবি
সবুজ পাহাড়ের রাজা এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।