গত দুদিন ধরে সারাদেশেই হিযবুত তাহরীর প্রথম আলোর বিরুদ্ধে জেহাদী জোশে জরুরি অবস্থার ভেতরেই মিছিল করছে, লিফলেট বিলি করছে, পত্রিকা পোড়াচ্ছে, কুশ পুত্তলিকা দাহ করছে।
এদের সঙ্গে যোগ দিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, ইসলামী ছাত্র মজলিসসহ আরো কয়েকটি মৌলবাদী দল। শুক্রবারও তারা বায়তুল মোকাররম মসজিদ থেকে জুমার নামাজ শেষে নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে মিছিল বের করে। ‘নারায়ে তাকবির’ ধ্বনীসহ ‘ইহুদি - নাসারাদের’ পত্রিকা প্রথম আলো ঘেরাও - মিছিলটি পুলিশ শাহবাগ মোড়ে লাঠিপেটা করে হটিয়ে দেয়; আহত হন অন্তত ২৫ জন।
‘গণমানুষের মুক্তি আন্দোলন, হিযবুত তাহরীর বাংলাদেশ’ প্রথম আলো অভিমুখে আজকের বিক্ষোভ মিছিলের একটি লিফলেট ঢাকাসহ দেশের অনেক জায়গাতেই প্রচার করেছে বলে খবর আসছে। তাদের ওয়েব সাইটেও এই লিফলেটটি প্রকাশ্য।
কিন্তু সরকার জরুরি অবস্থা ভঙ্গের দায়ে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না কেনো? এদের বিরুদ্ধে ‘সেনা সমর্থিত অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার’ এতো নমনীয়ই বা কেনো? রসুনের সব কোয়া কি তবে এক জায়গায়? নাকি আমরা আশ্চর্য এক টাইম মেশিন জলপাই-যানে করে মধ্যযুগে ফিরে যাচ্ছি?
হিযবুত তহরীর পৃথিবীর কোন কোন দেশে নিষিদ্ধ বা নিষিদ্ধ নয়, সেই ফিরিস্তি না হয় উহ্যই থাকলো।।
মন্তব্য
'নারায়ে তাকবীর'!!
আজকে জুম্মা পড়া হয় নাই। নাইলে অবশ্যই নাসারা পত্রিকা ঘেরাও করতে যাইতাম।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তাই?;)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন ঠেকাতে সকলেই মুজাহিদ ছিলো । নজিবুল্লাহ'র লাশ কাবুলের সদর দরজায় টাংগিয়ে দেয়ার পর পরই শুরু হয় কুকুর শেয়াল হায়েনাদের টানাটানি । বলাবাহুল্য-সেই মুজাহিদেরাই ।
আগামী দিনের বাংলাদেশ,এই ছবিটা মনে করিয়ে দেয় । আরো পরের ধাপে-হিজবুত তাহরীর,জামাত,ই শা আন্দোলন,অমুক তমুক পীরের দল ছিবড়ে খাবে গোটা মানচিত্র ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
প্রিয় বাংলা তাহলে আফগান হচ্ছে?...আমি আর ভাবতে পারছি না।...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হিজবুত তাহরীর-এর হুজুররা তো আর ইউনিভার্সিটির শিক্ষক না যে তাদেরকে গ্রেফতার করা হবে... তাদের একটা সামাজিক মর্যাদা আছেনা ? ইসলাম ধর্মের ঝান্ডা তাদের হাতে... তাদের পিছনে কাতারে কাতার বাইন্ধা মুসল্লীরা পাপমোচন করে। তাদেরে তো সমীহ কইরাই চলতে হইবো।
______________________________________
পথই আমার পথের আড়াল
হিজবুত তাহরীরের কিছু সদস্যকে বেশ কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিলো, তখন তাঁদের এক হোমড়াচোমড়া নেতার সাক্ষাৎকার নেয়া হয়েছিলো, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের শিক্ষক।
হাঁটুপানির জলদস্যু
ঠিক কথা হিমু ভাই।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বনানী-গুলশানের এলিটরা যারা ক্ষমতার কেন্দ্রে আছেন তারা এখনও বিপদ টের পাচ্ছেন না। তারা ভাবছেন এদের মাথায় হাত বুলিয়ে চলা যাবে আরো অনেক বছর।
হিজবুত তাহরিরের মিছিল বের হয়েছিল। পুলিশ লাঠিচার্জ করেছে। বিডিনিউজ-এ দেখলাম। বিপ্লব হালনাগাদ প্রতিবেদন যোগ করলে ভালো হয়। সবাই জানতে পারতেন। শেষ পরিস্থিতি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শোমচৌ,
আপনার কথা মতো আপডেট নিউজ এর লিঙ্ক দিলাম বাংলায়
এখানে...আর ইংরেজীতে এখানে...
সেখানে দেখা যাচ্ছে,শেষ পর্যন্ত সিলেটে ওই লিফলেটটিসহ পুলিশ তিন হিযবুতকে আটক করেছে। যেনো মুখ রক্ষার এক ব্যাঙ্গাত্নক প্রহসন!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
প্রিয় বিপ্লব,
এই লিংক দিয়ে ঢুকা যাচ্ছে না। রেজিস্ট্রেশন চাইছে। আমি যদিও অনেক আগে রেজি করেছিলাম সেটা কাজ করে না। অন্যদের হয়তো রেজি নাইও।
পুরো পাতাটা খুলে সেখান থেকে লিংক দিলে হয়তো রেটিস্ট্রেশন ছাড়া ঢুকা যেত।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শ্রদ্ধেয় শোমচৌ,
আমি কিন্তু সেটাই করেছি। আপনার আগ্রহ দেখে পুরো নিউজটা আমি আপনাকে 'লেখককে মেসেজ' পাঠান ঘরে দিয়ে দিচ্ছি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমএর ফ্রি রেজিস্ট্রেশন কিন্তু এখনো করা যায়। ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জলপাই-যানে চেপে মধ্যযুগে প্রত্যাবর্তন - দারুণ বলেছেন।
আপনাকে ধন্যবাদ। এখন করণীয় কি, সেটাই হচ্ছে মূল প্রশ্ন।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
মুহম্মদ বেকুব উ চৌয়েরা আর কতোদূর পেছনে ফিরিয়ে নিয়ে যাবেন আমাদের?
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
আমিও এই প্রশ্নের জবাব খুঁজছি।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হুম অবস্থা সুবিধার না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আইবিএর শিক্ষক মহিউদ্দিন আহমেদ হিজবুত তাহরীর সংগঠক।
সার্টিফিকেটধারী ছাগোলেরা কিভাবে একটি সন্ত্রাসী সংগঠনকে চালায় ভাবলেও আশ্চর্য হই। এরাই ফিলটার করে শুধু কুশিক্ষাটাকেই অ্যাকসেপ্ট করে?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অ্যাঁ!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ওদের ওয়েবসাইট দেখে চমকে গেলাম। কত্ত গোছানো...
টেকী ছাগলের তো অভাব নাই। আর এরা আধুনিক মিডিয়াগুলিকে খুব গুরুত্ব দেয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এর আরেকটি কারণ বোধহয় আন্তর্জাতিক যোগাযোগ; যে বিদেশী প্রভুরা তাদের পয়সা+জ্ঞান-বুদ্ধি দেন, তাদের চালান, তাদের কাজকর্মের জানান দিতেই ওয়েবসাইট, ইংরেজীতে বাতচিৎ, বিদেশ সফর - ইত্যাদি।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হি.তা. প্রধানের সাক্ষাৎকার পড়লাম। সেখানে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন-দু'দশকের ভেতরে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে।
কি আর বলবো? একাত্তরে আমাদের অগ্রজরা অস্ত্র জমা দিলেন, আর সেই অস্ত্র চলে গেলো মৌলবাদের দখলে।...তো যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
এই ব্লগের লেখক পাঠক সবাই মনে হচ্ছে ইসলাম বিদ্বেসী তথাকথিত প্রগতিবাদি আর পশ্চিমা সংস্কৃতির পুজারী। আপনাদের মধ্যে কি কেউ নেই ইসলামের পক্ষে কথা বলার মত? অনেকের নাম দেখে তো মুসলমান বলেই মনে হয়। মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে লজ্জা করে না?
পৃথিবী ব্যাপি আজকে ক্রসেড চলছে। পশ্চিমা সভ্যতা আর ইসলামী সভ্যতার মধ্যকার এই দন্দে প্রত্যেক মুসলমানের উচিত ইসলামের পক্ষে অবস্থান নেয়া, ইসলাম সম্পর্কে বিস্তারিত জানা এবং তার ভাল দিকগুলো তুলে ধরার চেস্টা করা। তা না করে যদি ইসলামের বিরুদ্ধেই অবস্থান নিতে চান তা হলে সেটাও ঘোষনা দিয়ে, নিজের মুসলমান নাম-পরিচয় পরিবর্তন করে সাহসিকতার সাথে করা উচিত। নবাব সিরাজের সেনাপতি হয়েও ইংরেজদের পক্ষে কাজ করার জন্য মীর জাফর যেভাবে ঘৃনিত হয়েছে তেমনি মুসলমান নাম পরিচয় নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে এ'জুগের মীর জাফর হিসেবে ঘৃনিত হতে হবে।
যতদুর মনে হচ্ছে এই সাইটের মডারেটররা আমার এই মন্তব্য প্রকাশ করবেন না। তবুও যদি করেন তাহলে সবার প্রতি আমার প্রশ্ন থাকবে-আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে পাশ্চাত্যের অনুসনই দেশ জাতির উন্নতির একমাত্র পথ? আর ইসলামী খেলাফত মানেই পশ্চাত পদতা? দয়া করে ইসলামের ইতিহাস ভাল করে পড়ে দেখবেন। আমরা যখন ইসলামকে পুর্নাঙ্গরুপে অনুসরন করতাম, যখন খেলাফত চালু ছিল, এমন কি খেলাফত পরবর্তি রাজতান্ত্রিক যুগেও যখন সমাজের অন্যান্য বিষয়ে ইসলামী বিধিবিধান অনুসরন করা হত, তখনও আমরা বিশ্বের নেতৃত্ব দিয়েছি। মধ্যযুগ বলে যে সময় কে অন্ধকার সময় বলা হয় তখন সেটা ইউরোপের জন্য অন্ধকার সময় হলেও ইসলামের জন্য ছিল স্বর্ন যুগ। তখন আমরাই ছিলাম শ্রেষ্ঠত্বের আসণে। জ্ঞান- বিজ্ঞানের সকল শাখায় আমরা বিশ্বর জন্য অনুসরনীয় দৃস্টান্ত স্থাপন করেছি। আজকে আমরা ইসলাম থেকে দুরে সরে যাবার কারনে, ইসলামের ব্যাপারে অজ্ঞ উদাসীন হবার কারনেই আমাদের এই অধপতিত অবস্থা হয়েছে। আসুন আবার আমরা আমাদের আসল অবস্থানে উন্নিত হবার চেস্টা করি-ইসলাম সম্পর্কে জানি-যা হারিয়েছি তা পুনরউদ্ধারের চেস্টা করি-তাহলেই আমাদের মুক্তি আসবে-আমরা আবার পৃথিবীর শ্রেস্ঠ জাতি হিসেবে মানব সভ্যতার উন্নতিতে নেতৃত্ব দিতে পারব। যদি সম্ভব হয় Peace Tvতে প্রচারিত ড. জাকির নায়েকের বক্তব্যগুলো শোনার চেস্টা করুন-অনেরক কিছু জানতে পারবেন যা আমরা জানি না বা পশ্চিমা নি্উজমিডিয়া আমাদের জানতে দেয় না।
এই কারনেই কি আপনারা অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করেছেন? ভাগ্যিস সবাই আপনাদের মত মনে করে না। নাইলে আদিযুগে ফিরে যেতে হত আমাদের।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
তাহলে, আপনার মতে ইসলামে ফেরার পথ কী?
ঘরে ঘরে বোমা বানিয়ে গোটা দেশটাকে উড়িয়ে দেয়া? একটা তুচ্ছ কার্টুনের জন্যে বিশৃঙ্খলার সৃষ্টি করা?
মেয়েদেরকে এক্ষুণি অন্দরমহলে নিক্ষেপ করা?
একজন নিভৃত মুসলিম হিসেবেই আমি মনেপ্রাণে বিশ্বাস করি, নবী মুহম্মদ নিশ্চয়ই শেষদিবসে লজ্জ্বা ও দুঃখে এদের দায়িত্ব গ্রহণে অস্বীকার করবেন।
এই পৃথিবীতে একটা ভাল জার্নাল খুঁজে পাওয়া যায় না, ভাল একটা উদ্ভাবন পাওয়া যায় না, যেটা আপনার মতো মুজাহিদ মুসলিমদের করা। পাইওনিয়ার হিসেবে শুধু পাওয়া যায় ইহুদীদের আর ধর্মহীন চৈনিক অথবা ভারতীয়দেরকে।
সুদানে জাতিগত গৃহযুদ্ধ কিংবা এইডসে আফ্রিকায় কোটি কোটি শিশুর প্রাণহানি - আর তার সামান্য দূরেই মধ্যপ্রাচ্যে তেলের টাকায় মুসলমানদের বিলাসিতা। সাহায্য যায় গেটস ফাউন্ডেশন থেকে।
হায় ইসলাম!
হায় মুহম্মদ!
সর্বশক্তিমান আপনাকে বোকার স্বর্গ থেকে বের হয়ে আসার শক্তি দিন।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
মুজাহিদ,
সর্বশক্তিমান আপনাকে বোকার স্বর্গ থেকে বের হয়ে আসার শক্তি দিন।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সুপ্রিয় মুজাহিদ,
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।এবং কমেন্টটি প্রকাশিত হয়েছে দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে সচলায়তনের মডারেটররা সবগুলো মতামতকেই শ্রদ্ধা জানান।
তবে আপনার কমেন্ট পড়ে মনে হলো আপনি আসলে রাষ্ট্রনীতি,সমাজবিজ্ঞান,ইতিহাস এই সব বিষয়ে পড়াশোনাটা হয়তো কম করেছেন।সেখানে আমার কিছু ধারনা আপনার সাথে শেয়ার করি।
১.সচলায়তনের সদস্যরা ইসলামপ্রেমী নন,ইসলাম বিদ্বেষীও নন।তারা মুসলমান,হিন্দু,খ্রীষ্টান কিংবা নাস্তিক..যাই হোন না কেন,তারা ধর্মের বাড়াবাড়ি পছন্দ করেন না।ইসলাম নিয়ে কথা বলার পাশাপাশি দুনিয়াতে যে কথা বলার বিষয়ের অভাব নেই,সেটা তারা মনে রাখেন।
২.শুনেন,একমাত্র অক্ষম আর দূর্বলরাই শুধু মনে করে
যে সবাই তাকে ঠকাচ্ছে আর অত্যাচার করছে।
পশ্চিমা বিশ্ব ইসলামকে অত্যাচার করছে না,তারা অত্যাচার করছে তেল সমৃদ্ধ দেশগুলোকে।এখানে ধর্ম না,তেল ব্যবসাই স্বার্থ।
আধিপত্যবাদ যুগে যুগেই চলে এসেছে,মুসলিম শাসকদের স্বর্ণ যুগে মুসলমানরাও একসময় পৃথিবীর বিভিন্ন দেশ দখল করেছে,এখন ইহুদি নাসারাদের শক্তি বেশী,তারাও তাই করছে।এখানে ধর্মকে যুদ্ধের সাথে গুলিয়ে ফেলা ঠিক না।
৩.আমরা (মুসলমানরা) একসময় স্বর্ণযুগে ছিলাম।
এখন নেই।এর মানে আমরা ব্যর্থ হয়েছি।আমরা আমাদের অর্জনগুলোকে ধরে রাখতে পারি নি।এর মানে আমাদের স্বর্ণযুগে নিশ্চয়ই কোন সমস্যা ছিল।
আজ প্রয়োজন সেই স্বর্ণযুগে ফেরত যাওয়ার ধূয়া না তুলে সেই যুগ কেন ব্যর্থ হলো,সেটা খুজে বের করা আর সেখান থেকে শিক্ষা নেয়া।
ধন্যবাদ।
আগামী বছর নভেম্বর নাগাদ এই ক্রুসেড শেষ হয়ে যাবে - আমরা একটু ধৈয্য ধরি...কি বলেন?
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
নতুন মন্তব্য করুন