১.
ইয়াবা গত কদিনের গণমাধ্যমের গরম সংবাদের একটি। ইয়াবার ভয়ংকর জাল সম্পর্কে সমগ্র দেশবাসীকে সচেতন করার ক্ষেত্রে তাদের এ ধরনের সংবাদ প্রকাশ অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু কদিন ধরেই লক্ষ্য করছি ইয়াবা ইস্যুকে পেছনে ফেলে দিয়েছে ইয়াবা সুন্দরী নিকিতা (ইয়াবা সুন্দরী বিশেষনটাই গণমাধ্যমগুলো বেশি ব্যবহার করছে)-এর ত্বক। কোন কোন পত্রিকা দেখলাম রূপচর্চার অভাবে নিকিতার ত্বক নষ্ট হবে কিনা সেটা নিয়ে নিউজ ছাপছে। এসব সংবাদ দেশের গুরুত্বপূর্ণ সংবাদের পরপরই স্থান পাচ্ছে। কয়েকটি রিপোর্টে আবার কয়েকজন চর্ম ও যৌন বিশেষজ্ঞের মতামতও আছে! নিকিতা কোথায় স্কিন পরিবর্তন করলে টাকা একটু কম লাগতো সে সম্পর্কেও তথ্য আছে।
২.
সিধুলাই স্বনির্ভর প্রকল্প টি গত বেশ কিছুদিন ধরে আলোড়ন তুলেছিল। গত কয়েক মাস ধরেই কম্পিউটার জগত এই সংস্থাটির কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছিলো। যাই হোক কয়েক সপ্তাহ আগে প্রথম আলো’ র প্রথম পাতায় এ সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন দেখলাম। একই দিনে ডেইলি স্টারে ছাপা হলো সিধুলাই সম্পর্কে নেতিবাচক সংবাদ!
যাই হোক এরপর এ সম্পর্কে যা শুনলাম তা মোটেও ভালো লাগলো না। যা এখানে বলা উচিত হবে না।
৩.
বিডি নিউজের টেকনোলজি পাতায় নিয়মিত যাই। অপ্রোজনীয় ফ্লাশ এনিমেশন দিয়ে ভরা ওই পাতাটা আসতে সময় লাগে। তবু যাই...। গত সপ্তাহের মেইন বোর্ডে(প্রচ্ছদ) দেখলাম মোস্তফা জব্বারের কলাম...তার বিখ্যাত বিজয় সফটওয়্যারের প্যাটেন্ট সম্পর্কিত। পাইরেসি আর কপিরাইটের ভঙ্গের বিরুদ্ধ বিডি নিউজের সচেতনতা দেখে মুগ্ধ হলাম। কিন্তু আজ দেখলাম এ সপ্তাহের প্রচ্ছদ রচনা ‘বিনি পয়সার জনপ্রিয় ২০ ডাউনলোড সাইট’। এই প্রচ্ছদ রচনায় স্থান পেয়েছে অবৈধ ডাউনলোড লিঙ্ক সম্বলিত কিছু ওয়েব সাইটের (পোলাপাইন, দরিদ্র, মূর্ছনা...) রিভিউ! হায়রে একই অঙ্গে কত রূপ! দেশের একমাত্র অনলাইন দৈনিকের যদি এ অবস্থা হয়...
কিছুদিন ধরে একটি কথা বার বার মনে হচ্ছে । বাজারে কাটতি বাড়ানোর চেষ্টায় সংবাদপত্রগুলোর মাথা যেন আউলা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কোন কোন ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাও বজায় থাকছে না কোনক্রমেই। আমাদের দেশের সংবাদপত্রগুলো কোন পথে যাচ্ছে?
মন্তব্য
কিছু সেইরম ডায়লোগ দেখছি এই ইস্যুতে ।
পড়া বাদ্দিছি অনেক আগেই । কন্টিনিউ করলে এখানে আরো পয়েন্ট যোগ করা যেত।
আমি সব ব্লক দিছি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমি কদিন আগে বিডি নিউজের একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের সাইটে এত্তো অ্যাড ক্যান? জবাব পাইছি, যিনি কাজ করছে তিনি আরোও ফ্লাশ এনিমেশন ব্যবহার করতে চাইছিলো। অনেকের আপত্তির কারনে নাকি কমানো হয়েছে!
আমিও ব্লক দিছি...
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
টেক ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ফ্লাশের কাজ কিন্তু আমার কাছে ভালই লাগে। আর এ জন্য লাইন স্লো হয়ে যায়, এটি বোধহয় ঠিক নয়।
এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ফ্ল্যাশ চালালে পিসি স্লো হতে বাধ্য । ফ্ল্যাশ ফাইল গ্রাফিক্স কার্ডরে টপকাইয়া প্রসেসররে ব্যবহার করে । এইকারনে ইউটিউব চালালে দেখবেন প্রসেসর অর্ধেক খেয়ে বসে আছে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
প্রসঙ্গটা উত্থাপনযোগ্য, তবে এ আর নতুন কি। বাণিজ্যের যুগে এইরকম একটা বিষয় এড়িয়ে যাওয়াটাই [যেন] বোকামি। নারী ছাড়া যেমন বিজ্ঞাপণ হয় না, তেমনি [আজকাল] খবরও হয় না।
বিপ্র, ভাল লেখেছেন। এই কথাগুলো মনে হয় সবাই আমরা ভাবছিলাম। আমরা ঠ্যাং ছেড়ে দিয়ে লাঠি নিয়ে টানাটানি করতেই বেশী পছন্দ করি। একটা মানুষ অপরাধি হলেই তার ব্যক্তিগত সবকিছু নিয়ে এমন টানাটানির রেওয়াজ এখন প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। বিশ্বে আর কোথাও এমনটি আছে কিনা আমার সন্দেহ।
একমত না । ব্রিটেন জার্মানিতে ট্যাবলয়েড পত্রিকাগুলোই প্রচারসংখ্যায় শীর্ষে । ওগুলোতে এইসব ধরনের নিউজই থাকে । এতোটা খুল্লামখাল্লা সোসাইটি হয়েও এরা কাকে কখন কোন বীচে বিকিনি পরা অবস্থায় দেখা গেলো সেইটা নিয়ে মাতামাতি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ও হ্যাঁ, তাইতো। ভুলেই গিয়েছিলাম।
সিধুলাই স্বনির্ভর প্রকল্পের প্রশংসামুলক রিপোর্ট পড়েছি কয়েকটা ।এই প্রকল্পের বিপরীত দিক আছে নাকি?
একটু জানাবেন?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সব বিক্রির জন্য
হু, আমার তো মনে হয় বাংলাদেশের মিডিয়া সব হিজড়া হইয়া যাইতেসে।
আমার ভাষার জন্যে ক্ষমাপ্রার্থনা।
বিডিনিউজ ক্যান, দুনিয়ার যত অটো-প্লে অ্যানিমেশন আছে, সব ব্লক ব্রাউজারে।
আবার লিখবো হয়তো কোন দিন
@ হাসান মোরশেদ ভাই
এই রিপোর্টটি পড়ে দেখুনঃ
দারিদ্র্যকে পুঁজি করে নিজের উন্নয়ন করছে সিধুলাই
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ধন্যবাদ বিপ্র ।
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
@বিপ্লব রহমান ভাই
ফ্লাশ থাকলে পেইজ আসতে সময় নেয়। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন।
অনেকেই ফ্ল্যাশ ব্লক করে দেন ...কিন্তু আমিও পেইজকে তার নিজস্ব চেহারায় দেখতে চাই তাই অনেক সময় ব্লক করি না। বিডি নিউজের আর্ট পাতাটাও দেখলাম। এতো বড় ব্যানারের কোন যুক্তি খুঁজে পেলাম না
------------------------------------------
মুনাফাখোর নিপাত যাক
বাংলা কম্পিউটিং মুক্তি পাক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
নতুন মন্তব্য করুন