আর কত ৭১ লাগবে?

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: সোম, ১২/১১/২০০৭ - ৫:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoকাল অনেক রাতে শুয়েছি। তাই ঘুম থেকে আজ উঠতে উঠতে দশটা। যথারীতি মুখে ব্রাশ নিয়ে পিসি অন করলাম। ইদানিং সকালে উঠে প্রথমেই যে সাইটগুলোতে ঢুঁ মারি তার একটি হলো ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে অনলাইন পিটিশনের ওয়েব সাইট। দেখি স্বাক্ষরের সংখ্যা কত বাড়লো। প্রতিদিন সংখ্যাগুলো বাড়ছে...দেখতে বড্ড ভালো লাগে।
আজ সকালে ওয়েব সাইটে ক্লিক করেই দেখলাম... স্বাক্ষরের সংখ্যা- ১৯৭১

এই জানোয়ারদের হত্যা করতে এভাবে আর কত একাত্তরের জন্ম দিতে হবে কে জানে...
আর কত একাত্তর জন্ম নিলে আমায় শুনতে হবে না এদেশে যুদ্ধাপরাধী নেই?
আর কত একাত্তর জন্ম নিলে আমায় শুনতে হবে না বাংলাদেশের রাজনীতিতে এসব কোন ফ্যাক্টর না...এই রাজাকার সেই রাজাকা বলে কোন লাভ নেই?
আর কত একাত্তর জন্ম নিলে মুক্তিযুদ্ধের প্রতিশব্দ হিসেবে 'গন্ডোগোল' শব্দ ব্যবহারের সাহস করবে না কোন বেজন্মা জানোয়ার?


মন্তব্য

মানচুমাহারা এর ছবি

বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার কোন দিনও হবে না
বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার কোন দিনও হবে না
বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার কোন দিনও হবে না

কে/কারা বিচার করবে, কাদের বিচার করবে, কিভাবে বিচার করবে ? কোন প্রাণী কখনও নিজেদের মাংস খায় না।

বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচারের জন্য যদি আমাকে নিজের প্রাণও দিতে হয় আমি দিতে রাজী কিন্তু আমি জানি তারপরও

বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার কোন দিনও হবে না
বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার কোন দিনও হবে না
বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার কোন দিনও হবে না

ইরতেজা এর ছবি

আমিও বিপ্র এর মত সকালে ঘুম থেকে উঠে প্রথমে দেখি কয়টা সাক্ষর পড়ল। মাত্র ৬ দিনে ২০৭২ সাক্ষর। কি দারুণ। এত সাড়া পেলাম আমরা।

একটা সিক্রেট সবাইকে বলে দেই । যদিও সবাই জানে পিটিশন আমি লিখেছি। কিন্তু আসল সত্য হল পিটিশনটার মুল পরিকল্পনাকারী বিপ্র। বিপ্র আমাকে প্রথমে ইয়াহু কনফেরেন্সে এই পিটিশন বানানোর কথা বলে। বিপ্র না বললে হয়ত কখনই পিটিশন লেখা হল না। আমরা এত এত বিষয় নিয়ে পিটিশন লিখি এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কেই এত ভালো উদ্যোগ নিলাম না কেন?

আমরা শুধুমাত্র সচলায়তন, সামহোয়ার ইন ছাড়া কোথাও তেমন একটা খুব একটা প্রচার করি নি। আপনারা সবাই আপনাদের বন্ধুদের অনুরোধ করেছেন। মেইল করেছেন। অনেক সুভেচ্ছা।

বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার হবেই হবে। মানচু এখনও সময় আছে। আমাদের করতেই হবে।

_____________________________
টুইটার

ইরতেজা এর ছবি

সুশান্ত ,আমি আপনার সাথে একমত। বিএনপি বা আওয়ামি লিগের মত জামাতিরা নিজেদের আদর্শ কখনো পরিবর্তন করে না। বাংলাদেশের বাম দলগুলোর সাথে তাদের এই খানে একটা বড় মিল আছে। আমি আগে তাদের এই সাইট দেখি নাই। এখন দেখব।

সুশান্ত ভাই,আপনার প্রোফাইল ছবিটি কিন্তু আমার বানানো।

আপনার সাক্ষর খুব ভালো লেগেছে

_____________________________
টুইটার

ইরতেজা এর ছবি

আরে না ভাই...খুব ভাল লাগছে। সুশান্ত ভাই জামাত তাদের অফিসিয়াল সাইটে মুক্তিজুদ্ধ নিয়া কি লিখেছে দেখেছেন

_____________________________
টুইটার

ইরতেজা এর ছবি

জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের সাইটের ইতিহাস পাতায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নিজে একটাও লাইন লিখে নাই। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের ইতিহাসে এভাবে বাংলাদেশের স্বাধীনতার কথা গোপন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

_____________________________
টুইটার

হাসান মোরশেদ এর ছবি

শক্তিশালী সংগঠন ছাড়া সংগঠিত অপরাধিদের মোকাবেলা করা সম্ভব নয় ।
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অছ্যুৎ বলাই এর ছবি

বিচার হবেই। বাঙালি দেয়ালে পিঠ ঠেকার আগে নড়েচড়ে না; কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে রেহাই নেই। শুধু সময়ের অপেক্ষা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আলোকিত এর ছবি

ওই কনফারেন্সে তো মনেহয় আমিও ছিলাম তাইনা?
কয়েকদিন ধরে খুবই কম স্বাক্ষর হচ্ছে পিটিশনে, সবাইকে অনুরোধ করছি তাদের ব্লগে অথবা যে যেখানে পারেন পিটিশনের লিঙ্কটি ছড়িয়ে দিতে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।