শুভ জন্মদিন ব্লগ !

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: সোম, ১৭/১২/২০০৭ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto
দেখতে দেখতে আজ দশে পা দিলো ‘ব্লগ’। ‘Blog’ শব্দটির আবির্ভাব ‘Weblog’ থেকে। ওয়েবলগ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় আজ থেকে ঠিক দশ বছর আগে ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর। শব্দটির স্রষ্টা মার্কিন নাগরিক জন বার্জার। এর ঠিক দু’বছর পর ১৯৯৯ সালের এপ্রিল এবং মে মাসের মাঝামাঝি সময়ে পিটার মহোলজ নামে এক ব্যাক্তি weblog শব্দটিকে ভেঙ্গে দু’ভাগ করেন- ‘We Blog’। এর পরই সারাবিশ্বব্যাপী ব্লগ জনপ্রিয় হতে শুরু করে। তবে মাঝামাঝি সময়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। অনলাইনে দিনলিপি লেখার সুবিধা নিয়ে যাত্রা শুরু করে ‘ওপেন ডায়েরি’ যা ছিলো অনেকটা এখনকার ব্লগের মতোই।
মত প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে এই দীর্ঘ দশ বছরে ব্লগ আমাদের জীবনযাত্রায় এনেছে নতুন মাত্রা। জয়তু ব্লগ!


মন্তব্য

শেখ জলিল এর ছবি

জয়তু ব্লগ। জয়তু সচলায়তন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মৃন্ময় আহমেদ এর ছবি

জয়তু ব্লগ
...

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

পুতুল এর ছবি

জয়তু ব্লগ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অনিন্দিতা এর ছবি

ধন্যবাদ ব্লগ নিয়ে লেখার জন্য। তবে ব্লগের উৎপত্তি, ক্রমবিকাশ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই সচলায়তনে।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

ভারতে যখন রেডিও আসে রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন আকাশবাণী
আর আকাশবাণীর কোনো এক জন্মদিনে আকাশবাণীকে নিয়ে গান লিখেছিলেন নজরুল
‌আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথা মালা গো...

ব্লগ এর বাংলা নাম এবং তার গান কেউকি লিখবেন?

ইশতিয়াক রউফ এর ছবি

শেষ খবর পাওয়া পর্যন্ত মাহবুব লীলেন এ-নিয়ে কাজ করছিলেন। খোঁজ নিয়ে দেখতে পারেন তিনি কতদূর এগোলেন।

মাহবুব লীলেন এর ছবি

গা...................ন?
আ......................মি?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।