ব্লগিংয়ে আমার হাতেখড়ি ইয়াহু ৩৬০ তে। সেই থেকে পরিচয়। এই অনলাইনে খুব কম বাঙালী ব্লগারই আছেন যারা ইরতেজা ভাইকে চিনেন না। তাই ইরতেজা ভাই সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই….
২ | লিখেছেন ইরতেজা (তারিখ: সোম, ১৭/০৩/২০০৮ - ১২:৩৭পূর্বাহ্ন)
হায় হায় খুবি লজ্জায় পড়লাম। বিপ্র তুই কি রে? এমনিতেই আমার মাঝে আবেগ একটু মাত্রাতিরিক্ত বেশী।
আমার খুবি ভালো লাগে। এই ইন্টারনেটের মাধ্যমে একটা বিশাল পরিবারে অংশ হয়ে গেলাম। আজকাল আগের মত আর আসি না। আমি ইন্টারনেট থেকে দূরে গেলেও আমার ছোট ভায়েরা ঠিকি আমার কথা মনে রাখে। আজকেও এত এত এসএমএস, ফেইজবুকে শুভেচ্ছা । আর এখানে এসেও তোর ব্লগ। আমি তোদের সব সময় ধমকা ধমকি না না ঝামেলার ভেতর রাখি কোথায় তোরা অভিযোগ দিবি তা না...
৩ | লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: সোম, ১৭/০৩/২০০৮ - ১২:৪৩পূর্বাহ্ন)
শুভ জন্মদিন। পরিবারে থাকবেন, আর শুভেচ্ছা নিবেন না? এই বারের মত মাফ করে দিলাম, পরের বার কিন্তু নগদ দুই টাকা বারো আনা খরচ করেও কোন শুভেচ্ছা মিলবে না, হু!
৫ | লিখেছেন ইরতেজা (তারিখ: সোম, ১৭/০৩/২০০৮ - ১:১১পূর্বাহ্ন)
ফারুক হাসান ভাই কেমন আছেন? আপনার কথা প্রাই শুনি শোভনের কাছ থেকে। আপনি নাকি খুব ভালো অভিনয় করেছেন। কি জানি নাম? হ " রক্তের বদলা"। নাম শুনে আমি প্রথমে ভেবেছিলাম কোন বুঝি মারদাঙ্গা বাংলা ছবির নায়কের ভূমিকায় ছিলেন। পড়ে ছবিতে দেখি কোন একটা মঞ্চ নাটক। হা হা হা...আপনার কথা ইফতির কাছে অনেক শুনেছি। আপনাকে ধন্যবাদ
৬ | লিখেছেন ফারুক হাসান (তারিখ: সোম, ১৭/০৩/২০০৮ - ১:১৭পূর্বাহ্ন)
রক্তের বদলা (লাভ ইন সিঙ্গাপুর) মঞ্চ নাটক না রে ভাই, এক্কেরে মঞ্চ ম্যুভি। হাহাহাহা। নায়িকা কুলসুমের ভূমিকায় ছিলেন মাশিদাপু।
মনে রেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার নিয়মিত যোগাযোগ হবে আশা করি। (ব্লগে ইদানিং কম দেখছি যে!)
---------------------------------------------- আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
৭ | লিখেছেন ইরতেজা (তারিখ: সোম, ১৭/০৩/২০০৮ - ১:১২পূর্বাহ্ন)
ইশতিয়াক রউফ লিখেছেন:
শুভ জন্মদিন। পরিবারে থাকবেন, আর শুভেচ্ছা নিবেন না? এই বারের মত মাফ করে দিলাম, পরের বার কিন্তু নগদ দুই টাকা বারো আনা খরচ করেও কোন শুভেচ্ছা মিলবে না, হু!
হা হা ঠিকাছে ইশতিয়াক ভাই। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
এটাতো আমারো প্রস্ন। আমার বেশিরভাগ বন্ধু আমার জন্ম তারিখ মনে করতে পারে এই কারনে। ভালোই হয়েছে। আগামীতে আওয়ামী লীগ সরকারে আসলে ১৭ই মার্চ সরকারি ছুটিও হয়ে জেতে পারে
শুভ জন্মদিন
ভালো হোক ,মঙ্গল হোক
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
মন্তব্য
হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ
_____________________________
টুইটার
হায় হায় খুবি লজ্জায় পড়লাম। বিপ্র তুই কি রে? এমনিতেই আমার মাঝে আবেগ একটু মাত্রাতিরিক্ত বেশী।
আমার খুবি ভালো লাগে। এই ইন্টারনেটের মাধ্যমে একটা বিশাল পরিবারে অংশ হয়ে গেলাম। আজকাল আগের মত আর আসি না। আমি ইন্টারনেট থেকে দূরে গেলেও আমার ছোট ভায়েরা ঠিকি আমার কথা মনে রাখে। আজকেও এত এত এসএমএস, ফেইজবুকে শুভেচ্ছা । আর এখানে এসেও তোর ব্লগ। আমি তোদের সব সময় ধমকা ধমকি না না ঝামেলার ভেতর রাখি কোথায় তোরা অভিযোগ দিবি তা না...
অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক বড় হ।
_____________________________
টুইটার
শুভ জন্মদিন। পরিবারে থাকবেন, আর শুভেচ্ছা নিবেন না? এই বারের মত মাফ করে দিলাম, পরের বার কিন্তু নগদ দুই টাকা বারো আনা খরচ করেও কোন শুভেচ্ছা মিলবে না, হু!
জন্মদিনের শুভেচ্ছা রইল। আপনার আবেগ বুঝতে পারছি (মাত্রই আমারটা গেছে কিনা!)। আর আপনি ছোটোবেলায় তো মারাত্মক রকমের cute ছিলেন!
ইশতিয়াক রউফের কমেন্টে বিপ্লব।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ফারুক হাসান ভাই কেমন আছেন? আপনার কথা প্রাই শুনি শোভনের কাছ থেকে। আপনি নাকি খুব ভালো অভিনয় করেছেন। কি জানি নাম? হ " রক্তের বদলা"। নাম শুনে আমি প্রথমে ভেবেছিলাম কোন বুঝি মারদাঙ্গা বাংলা ছবির নায়কের ভূমিকায় ছিলেন। পড়ে ছবিতে দেখি কোন একটা মঞ্চ নাটক। হা হা হা...আপনার কথা ইফতির কাছে অনেক শুনেছি। আপনাকে ধন্যবাদ
_____________________________
টুইটার
রক্তের বদলা (লাভ ইন সিঙ্গাপুর) মঞ্চ নাটক না রে ভাই, এক্কেরে মঞ্চ ম্যুভি। হাহাহাহা। নায়িকা কুলসুমের ভূমিকায় ছিলেন মাশিদাপু।
মনে রেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার নিয়মিত যোগাযোগ হবে আশা করি। (ব্লগে ইদানিং কম দেখছি যে!)
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
হা হা ঠিকাছে ইশতিয়াক ভাই। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
_____________________________
টুইটার
শুভ জন্মদিন
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
ধন্যবাদ স্বপ্নাহত
_____________________________
টুইটার
শুভ জন্ম(ও অন্যান্য)দিন।
প্রকৃতিপ্রেমিক আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
_____________________________
টুইটার
আপনার জন্মদিন তো বঙ্গবন্ধুর জন্মদিনের সাথে কোইনসাইড করলো ভাই।
এটাতো আমারো প্রস্ন। আমার বেশিরভাগ বন্ধু আমার জন্ম তারিখ মনে করতে পারে এই কারনে। ভালোই হয়েছে। আগামীতে আওয়ামী লীগ সরকারে আসলে ১৭ই মার্চ সরকারি ছুটিও হয়ে জেতে পারে
_____________________________
টুইটার
শুভ জন্মদিন!
শুকরিয়া জনাব
_____________________________
টুইটার
শুভ জন্মদিন।
বহুদিন লেখেন না যে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সংসারে এক সন্ন্যাসী অনেক ধন্যবাদ। লিখব ভাই। আবার সব শুরু করব।
_____________________________
টুইটার
শুভ জন্মদিন ইরতেজা।
এইবার নিয়া দুইবার হইলো- আগেরটা বাংলাক্রিকেটে বলছিলাম
--
কৈলাশ
ওমা তাই নাকি কৈলাশ ভাই। আপনি বাংলা ক্রিকেটে আছেন . কি নিকে আছেন। আপনাকে ডবল ধন্যবাদ
_____________________________
টুইটার
এই আবেগটাই যে আমাদের সম্বল।।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ছোট ভাই, কৃতজ্ঞচিত্ত হয়ে বসে আছি
_____________________________
টুইটার
শুভ জন্মদিন ইরতেজা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শেখ জলিল ভাই শুভেচ্ছা নিন
_____________________________
টুইটার
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ইরতেজা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ঠিকাছে মেরে বাচপান কা দোস্ত সুমইন্যা
_____________________________
টুইটার
শুভ জন্মদিন ইরতেজা ভাই।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
কৃতজ্ঞ
_____________________________
টুইটার
শুভ জন্মদিন
— বিদ্যাকল্পদ্রুম
জন্মদিনে শুভকামনা !
শিমুল ভাই তোমাকে অনেক ভালবাসা
_____________________________
টুইটার
দিরং করে ফেললাম! চরি।
শুভ জন্মদিন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আরে কোথায় দেরি করে বলেছেন ? ১৭ তারিকেই আমার জন্মদিন তারেক ভাই। তারেক ভাই আপনার খাওয়া পাওনা থাকল। আপনাকে একবার মাঝে ফোন করেছিলাম। ব্যস্ত ছিলেন । আবার ফোন দিব। ভাল থাকবেন
_____________________________
টুইটার
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। দীর্ঘায়ু হন, এই কামনায়,
অতন্দ্র প্রহরী
অপনাকেও অনেক অনেক ধন্যবাদ
_____________________________
টুইটার
শুভ জন্মদিন।
সাদাকালো বাবু, (বিপ্লব)
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হা হা...বিপ্লব ভাই। ধন্য হলাম
_____________________________
টুইটার
শুভ জন্মদিন ,,,
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
- নেংটুপুটু দিনের শুভেচ্ছা
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন!
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
শুভেচ্ছা । ভালো থাকবেন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
নিয়মিত নতুন নতুন লেখা চাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন
ভালো হোক ,মঙ্গল হোক
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল
ইরতেজার জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শুভ জন্মদিন
জ্বিনের বাদশা, ধুসর গোধূলি, সুমন চৌধুরী , থার্ড আই, অছ্যুৎ বলাই , নিঝুম , নজরুল ইসলাম, রাকিব হাসনাত সুমন এবং প্রিয় তিথি ভাবি আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ধণ্যবাদ।
_____________________________
টুইটার
সব ধন্যবাদ তো বুঝলাম এবার জন্মদিন নিয়া একটা লেখা নামায়া ফালান।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
শুভ জন্মদিন!
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
নতুন মন্তব্য করুন