আমাদের মানবতাবোধ খুব বেশি। তাই আমরা কি-বোর্ড আর আঙ্গুলের সঙ্গমে একের পর এক ব্লগ প্রসব করি...সাংবাদিকতায় আমরা সত্য প্রকাশে নির্ভীক। সিডর, ভূমি ধ্বস, দূর্ভিক্ষ কিংবা ইয়াবা ইস্যু ...সবখানেই আমরা সোচ্চার।
সিডরে আক্রান্তদের অনেকেই হয়তো খোলা আকাশের নিচে এখনও। আমরা জানিনা মুহূর্তের মাঝে সবকিছু হারানো দুবলার চরের মানুষেরা কেমন আছেন...জানার প্রয়োজনও নেই। তারা একসময় আমাদের মানবতাবোধ প্রকাশের হাতিয়ার ছিলেন। এখন তাদের আর গুরুত্ব নেই। যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া ইয়াবা’র নায়ক-নায়িকারা এখন জামিনে। সেটা অবশ্য এখন আর গুরুত্বপূর্ণ সংবাদ নয়। কারন, এখন আর এসব নিউজ কেউ খায় না। এখন আমাদের প্রধান বিষয় দেশের চলমান নিরব দূর্ভিক্ষ...। এখন হিট ছবি হচ্ছে নায্যমূল্যের চালের দোকানের সামনে দীর্ঘ লাইন...কিছুদিন পর হয়তো এই ছবিও ঠান্ডা হয়ে যাবে...
মন্তব্য
কথাগুলো কাউকে ব্যাক্তিগতভাবে আঘাত করার জন্য লিখিনি... নিজের আত্মপোলব্ধি থেকে... দয়া করে কেউ ব্যাক্তিগতভাবে নেবেন না...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আসলেই...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
শুধু কর কেন?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
৮ আনা প্রেম. ৩ আনা বিদ্রোহ, ৩ আনা জ্ঞান, ১ আনা কান্না আর ১ আনা বিরক্তি মেশানো সচলায়তন এক্সপ্রেস। অলটাইম হিট, অলটাইম দায়িত্বসচেতন। আমাদের কোথাও কোনো গাফিলতি নেই। আমরা নিয়ম করে রাজনীতি করি নিয়ম করে প্রেম।
.......................................................................................
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আমার মনে হয় আপনার মন্তব্যে সচলায়তন শব্দটির জায়গায় ফারুক ওয়াসিফ বসালেও আপনার মন্তব্যের চারিত্র্য বদল হয় না। নাকি?
হাঁটুপানির জলদস্যু
ব্যাপারটা যদি তা-ও হয়, তাতেও সত্যের খুব একটা হেরফের হয় নাকি? যেহেতু হয় না, সেহেতু সচলতায়নের জায়গায় আমার নাম বসিয়ে দিয়ে কোনটা কয় আনা মেপে স্ট্যান্ডার্ড ঠিক করে নিতে চাইলে আমার আপত্তি নাই। কিন্তু আমার মন্তব্যের জবাব দেয়াই যদি সাব্যস্ত হয়, তবে এটুকু বললেই উত্তর শেষ হয় না, উত্তর এড়িয়ে যাওয়া হয়।
সচলায়তন আমারও প্রিয় স্পেস। আমি কাউকে মাথায় রেখেও মন্তব্যটা করিনি। বিপ্রতীপের পোস্টের মধ্যে যে আত্মসমালোচনা ছিল আমি তার সঙ্গেই অভিবাদন জানিয়েছি মাত্র।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আপনার বক্তব্য কি পোস্টের ঠিক বিপরীতে চলে গেল না? মহামানব প্রচারের চেয়ে নিজের অক্ষমতা প্রকাশ করাটাই তো লেখকের প্রতিপাদ্য ছিলো। সাথে জোর করে সচলায়তনকে টেনে আনার ব্যাপারটাও বোধগম্য হলো না।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
@ফারুক ওয়াসিফ
আমি আগেই বলেছি...আমি নির্দিষ্ট কাউকে কথাগুলো বলিনি। দয়া করে এখানে সচলায়তন বা নির্দিষ্ট কাউকে না টানলেই ভালো। হয়তো আমার বুঝানোতে কোন সমস্যা আছে। মানুষ বলেই আমরা হিট...আবার মানুষ বলেই আমাদের সীমাবদ্ধতা আছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
@বিপ্রতীপ :
বোঝাই যাচ্ছে, আপনার পোস্টকে আমি ভুল বুঝেছি। কিন্তু টেক্সটের একটা নিজস্ব অর্থ উৎপন্ন করার ক্ষমতা আছে পারিপার্শ্বিকতার সঙ্গে মিলিয়ে। সেটাই হয়তো আমাকে প্ররোচিত করে থাকবে। দ্বিতীয়ত, আমি আপনার স্পিরিটের সঙ্গে একাত্ম হয়ে আমাদের সঠিক, মানবতাবাদী, দেশদরদী থাকার চর্চার মধ্যে সুপ্ত আত্মতৃপ্তির দিকেও ইঙ্গিত করতে চেয়েছি। এটুকু আমি মনে করি। বেসুরো শোনানোর জন্য আবারও আন্তরিকভাবে দুঃখিত, আপনার কাছে আরো বেশি করে।
সচলায়তনকে টেনে আনা নয়, আমরা সবাই সচলায়তনে আছি। এখানেই ''আমাদের মানবতাবোধ খুব বেশি। তাই আমরা কি-বোর্ড আর আঙ্গুলের সঙ্গমে একের পর এক ব্লগ প্রসব করি...সাংবাদিকতায় আমরা সত্য প্রকাশে নির্ভীক। সিডর, ভূমি ধ্বস, দূর্ভিক্ষ কিংবা ইয়াবা ইস্যু ...সবখানেই আমরা সোচ্চার।'' এর ইমপ্লিসিট মানেটা কি এইরকমই নয়?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ফারুকের এই মন্তব্যের পর আশাকরি ভুল বুঝাবুঝির (ভুল বুঝাবুঝি যদি হয়েই থাকে ) অবসান হবে ।
আরও কিছু বলার ছিল কিন্তু আজ থাক।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মাঝে মাঝে মনে হতো, অধিকাংশ খবর কিভাবে একটি পর্যায়ের পর আর গুরুত্ব পায় না। কখনও এভাবে ভেবে দেখিনি।
চমৎকার অন্তর্দৃষ্টি।
— বিদ্যাকল্পদ্রুম
আসলেই তো! ভাবনা আসে আমার নিজের মাঝেও। কিন্তু আমরা, মানুষেরা যে এমনই!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
এভাবেই
ঠিক
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন