শুভ জন্মদিন ব্লগাটুনিস্ট

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: রবি, ২০/০৭/২০০৮ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আজ হঠাৎ ইরতি ভাইয়ের লেখা আমার জন্মদিনের পোস্টে প্রিয় ব্লগাটুনিস্ট (ব্লগার+কার্টুনিষ্ট) সুজন চৌধুরি’র মন্তব্য দেখে আজ থেকে ঠিক এক বছর আগে ফিরে গেলাম। গত বছর ২০ জুলাই আমি ছাড়াও আরেক সচলের জন্মদিন ছিল...আর তিনি আমাদের সবার প্রিয় সুজন চৌধুরি।

শুভ জন্মদিনে সুজন ভাইকে কলিজা চিপড়ানো ভালোবাসা...সচল থাকুন আর প্রতিনিয়ত নতুন নতুন ব্লগার্টুন উপহার দিন...এই প্রত্যাশা রইল...

[কার্টুনটিও তার ব্লগ থেকে সংগৃহীত ;)]


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরে শুভ জন্মদিন সুজন ভাই!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন সুজন ভাই! ভালো থাকুন, সুখে থাকুন, সচল থাকুন।

---------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

তীরন্দাজ এর ছবি

শুভ জন্মদিন জানাই...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নিরিবিলি এর ছবি

শুভ জন্মদিন।

ইমরুল কায়েস এর ছবি

শুভ জন্মদিন ব্লগাটুনিষ্ট ।
কেউ একজন অপেক্ষা করে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

auto শুভ জন্মদিন
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন।

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জন্মদিন তো শুভই... ভালো থাকুন ভালো আঁকুন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি

বাঃ ব্লগার্টুনিস্ট শব্দটা বেশ মজার তো ধন্যবাদ বিপ্রতীপ।
বাকী সবাইকে অনেক অনেক ধন্যবাদ।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুজন চৌধুরী এর ছবি
মুজিব মেহদী এর ছবি

শুভ জন্মদিন।
আরো অনেকানেক 'ই' আঁকা হোক।

................................................................
সচলায়তনের 'ই'-এর সময়ে এরকম একটা 'ই'-এর অনেক 'ই' ছিল।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুজন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন সুজঞ্চৌধুরী ওরফে সুজন্দা।


কী ব্লগার? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍জন্মদিনে অফুরান শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত ছবি লিখুন (তবে তার ছিটে-ফোঁটা যেন আমরা পাই)।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অমিত আহমেদ এর ছবি

শুভ জন্মদিন সুজন্দা হাসি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!

অছ্যুৎ বলাই এর ছবি

শুভ জন্মদিন সুজন্দা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কনফুসিয়াস এর ছবি

শুভ জন্মদিন!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হেপ্পী বাড্ডে, সুজন্দা দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

হেফি বাড্ডে। হাততালি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এক লহমা এর ছবি

শুভ জন্মদিন!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।