আর মাত্র একদিন পরেই বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন। এবার যারা নতুন ভোটার (আমি নিজেও, কিন্তু দেশের বাইরে বলে দিতে পারছি না) তাদের অনেকেই বুক ফুঁলিয়ে বলে বেড়াচ্ছে, আমি 'না' ভোট দিচ্ছি, প্রার্থী পছন্দ হয় নাই। আমি নিজেও আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম ঐদিন ফোনে। সেও আত্মবিশ্বাসের সাথে বললো, "বস, 'না' ভোট দিচ্ছি"। আমি জিজ্ঞেস করলাম, "এই আসনে কতজন প্রার্থী, সবার সম্পর্কে খোঁজ নিয়েছো? "। এইবার ব্যাটা চুপ।
একটা সরকার ৫ বছরের জন্য ক্ষমতায় আসে। সুতরাং, 'না' ভোট দেয়ার চেয়ে সবচেয়ে কম অসৎ মানুষকে জনপ্রতিনিধি করতে পারলেই ভালো। মানুষের কষ্ট পুরোপুরি না হলেও কিছুটা অন্তত কমবে। পরিবর্তন একদিনে আসা সম্ভব না। বাংলাদেশে এখনও এমন সময় এসেছে বলে মনে হয়নি যে ৫০% ‘না’ ভোট পড়বে এবং সেই আসনে আবার নির্বাচন হবে [ হলে এই তত্বাবধায়ক সরকারের আমলেই কোন বিকল্প হয়তো বেরিয়ে আসতে পারতো]
‘না’ ভোটের ফাঁক ফোঁকর দিয়ে যদি একজন যুদ্ধাপরাধী বা দাগী সন্ত্রাসী সংসদে যায় সেটা মনে হয় খুব একটা ভালো হবে না। তাই ভোটটি যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে বাকী প্রার্থীদের মাঝে যে সবচেয়ে যোগ্য ও সৎ তাকেই দেয়া উচিত বলে মনে করি।
'না' ভোট দিতে উৎসুক অনেকেই স্রেফ এই 'না' ভোটকে স্মার্টনেস প্রকাশের তরিকা হিসেবে নিয়েছে বেছে নিয়েছে। আশংকা করছি, এইটাও না শেষ পর্যন্ত একটা ডিজুস সংস্কৃতিতে পরিনত হয়,
দেশের সব সুখ অনলি অন মাই 'না' ভোট …
মন্তব্য
আমার নিজেরো এই আশঙ্কা।
আশ্চর্য হচ্ছে চারদলীয় সমর্থকদের
না ভোটের ব্যাপারে তেমন আগ্রহ নেই।
অন্যান্যদেরই ব্যাপক উতসাহ উদ্দীপনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
'সচেতন তরুণরা' না ভোট দিবে। আর মাদ্রাসার পুলাপাইন ভোট দিয়ে জিতাবে দাড়িপাল্লাকে। এগুলো পরিকল্পিত ফাঁদ...
সহমত...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
এবার মানুষ বেশ সচেতন, বেশ হিসেবী। না ভোট দিলেও মনে হয় সেখানেই দেবে যেখানে নেয়ার মতো কেউই নেই। যুদ্ধাপরাধী ইস্যুটা বেশ ভিত্তি পেয়েছে। নির্বাচনের পরে সবাই ভুলে না গেলেই হলো।
সেইটা হলে মন্দ না...তবে হুজুগে যারা 'না' ভোট দিচ্ছেন তাদের সাথে দ্বিমত...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
অপশনটা ঠিক আছে পাইলট প্রজেক্ট হিসাবে এবার দেখা যেতে পারে। তবে এটা মানি কিছু না ভোট হুজুকে দেয়া হবে। তরুন এই ভোটাররা কতটা স্মার্ট সেটা নির্বাচনের হিসাব না দেখা পর্যন্ত বুঝা মুশকিল। তবে যুদ্ধাপরাধী ঐ ২৮ জনকে ভোট দেয়া যাবে না। পাশা পাশি না ভোট টি প্রতিদ্বন্দী প্রার্থীর জন্য একটি মেসেজ যে তিনি ও যোগ্য নন।
------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
অপশন নিয়ে আমার আপত্তি নাই...একেবারে যোগ্য প্রার্থী খুঁজে না পেলে অবশ্যই ঠিকাছে। কিন্তু একেবারে খোঁজ খবর না নিয়ে যারা সিদ্ধান্ত নিয়েছেন 'না' ভোট দেয়ার ব্যাপারে সেটা মেনে নেয়া কষ্টকর। যাদের ব্রেইন ওয়াশ তারা 'না' তে দিবে না। সুতরাং ফাঁক ফোকর দিয়ে ছাগলগুলো পার পেয়ে যায় কিনা সেইটাই চিন্তার বিষয়...
এইখানেও একটা পোস্ট দেখলাম একটু আগে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
একেবারে ঠিক বলেছেন। আমিও খেয়াল করেছি আমার বন্ধুরা না দেখেই 'না ভোট' বলে চিৎকার করছে। কিন্তু আমাদের চেষ্টা অবশ্যই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য হতে হবে। আর হ্যাঁ, যদি কোনই ভালো মানুষ পাওয়া না যায় প্রার্থী তালিকায়; তবেই 'না ভোট'।
না ভোট, না ভোট বলে অনেকেই চিৎকার করবে। তবে সকালে ঘুম থেকে উঠে, পায়ে হেঁটে ভোট কেন্দ্রে গিয়ে, লাইন দাঁড়িয়ে না ভোট দুই একজনের বেশী কেউ দিবে না। আমার বন্ধুরাও যারা না ভোট, না ভোট বলে চিল্লাচ্ছিল তারাও এখন প্রার্থীদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। খারাপের মধ্যেও ভালো কাউকে খুঁজে বের করার জন্য।
=============================
হেহে...তাই নাকি? হইলে ভালো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
সেটা তো খুশির কথা!
না ভোট এসেছে সুশীল সমাজের চাপে। সেটা আবার বিরাজনীতিকরণের কোনো ধাপ কিনা সেটাও ভেবে দেখা দরকার। হরতাল-মিছিল ইত্যাদিকে যেমন সুশীল সমাজ নেতিবাচক প্রবণতা হিসেবে চিহ্নিত করে, তেমনি না ভোটকে চিহ্ণিত তারা করছে ইতিবাচক ইন্ডিকেটর হিসেবে। কিন্তু নির্বাচন হলো কাউকে না কাউকে প্রতিনিধি করার প্রক্রিয়া। সেখানে না ভোট দিয়ে আদৌ ফায়দা হবে কিনা বলা মুশকিল।
তবে প্রথমবার হিসেবে প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি এই আসনের কোনো প্রার্থীকেই পছন্দ না- একটা অপশন থাকতে পারতো। তার মাধ্যমে বুঝা যেতো মানুষ কাউকে না কাউকে ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু কারো প্রতি তার আস্থা নেই। সেটা হলে সংশ্লিষ্ট সবাই একটা মেসেজ পেয়ে যেতো, আবার না ভোটের একটা কার্যকারিতা থাকতো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
এই আইডিয়াটিও ভালো...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন