শুভ জন্মদিন শামীম ভাই!

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: সোম, ১৯/০১/২০০৯ - ১২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto (আজ সচল শামীম ভাইয়ের জন্মদিন। শুভেচ্ছা জানানোর আগে এই সুযোগে কিছু কথা বলে নেই)

আমার ব্লগিংয়ে হাতেখড়ি ইয়াহু ৩৬০ তে। বাংলা কমিউনিটি ব্লগিংয়ের জগতের সাথে তখনও তেমন পরিচয় হয়নি। ৩৬০ তে খুব কাছের বন্ধুরা ছাড়া কেউ কাউকে তেমন একটা ঘাটায় না, ছাইপাশ যা লেখি প্রায় সবাই ‘ভালো’ বলেই চলে যায়। শুধু একজন মানুষ ছিলেন অন্যরকম। তিনি শুধু খুশি করার জন্য ‘ভালো’ বলে চলে যান না, প্রায়ই ভুলগুলো শুধরে দেন। এই মানুষটাই শামীম ভাই। “সচলায়তন” জন্মের খবরটাও একদিন মেসেঞ্জারে তার কাছ থেকেই পাওয়া। তখনকার দিনে অতিথি হিসেবে লেখার নিয়ম ছিল না। তাই নিবন্ধন করে প্রায় সাথে সাথেই সচল হয়েছিলাম দেঁতো হাসি

ব্যাক্তিগতভাবেও অনেক কৃতজ্ঞতা এই মানুষটার কাছে, বিভিন্ন সময় এটা সেটা নিয়ে ভয়াবহ বিরক্ত করেছি এবং করছি। আমাকে কেউ এমনটা করলে আমি ভয়াবহ বিরক্তই হতাম সন্দেহ নেই। কিন্তু দেখি এই মানুষটা বিরক্ত হন না, সব মুখ বুঁজে সহ্য করে যান। সবসময় মাথা ঠান্ডা। শিক্ষক হিসেবেও অনেক বেশি সিরিয়াস, বর্তমানে মুক্ত সোর্সকে ছড়িয়ে দেবার লক্ষ্যেও অনেক কাজ করে যাচ্ছেন। ছোট হোক, বড় হোক যেকোন সমস্যাতেই আমার ভয়াবহ মেজাজ খারাপ হয়, মাথা ঠিক থাকে না। অথচ এই মানুষটার জীবনদর্শন অন্যরকম, সমস্যা নাকি জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে নাকি লাভ নাই। মাঝমধ্যে ভাবি, এই মানুষটা এতো ধৈর্য্য কিভাবে পান?

যেহেতু এখন আমি দেশে নাই, কেক-কুকের আবদার করলাম না। যারা দেশে আছেন তারা উনার গুলশান অফিসে হামলা করতারেন, উনার ভার্সিটির ক্যান্টিনে অতি সুস্বাদু মুরগীর চাপ পাওয়া যায়। সবশেষে, এভাবে তাকে আরোও বিরক্ত করতে চাই, তিনিও ঠান্ডা মাথায় সব সহ্য করে যাবেন -এই এক দফা এক দাবীতে,


শুভ জন্মদিন ! হাসি


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন
শুভেচ্ছা

...........................
Every Picture Tells a Story

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন।

মুজিব মেহদী এর ছবি

শুভ হোক।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই । সামনের বছর গুলো সুন্দর কাটুক । আর আপনার অফিসের ঠিকানাটা দেন । দুইটা কাজে আসব । এক হল কেক-কুক খাইতে, দুই স্টিকার ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শেখ জলিল এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাইডি।

অভ্রনীল এর ছবি

জন্মদিন শুভ হোক!

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

কল্পনা আক্তার এর ছবি

শুভ জন্মদিন

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

রেনেট এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা শামীম ভাই! ভালো থাকুন।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুধুমাত্র মন্তব্য পড়ে আর ঠান্ডা মাথায় যেকোনকিছুর উত্তর প্রদানের ধরণ দেখেই যাকে ভার্চুয়াল বড়ভাইয়ের আসনে আসীন করেছি, তিনিই শামীম ভাই। প্রজন্ম ফোরামের শামীম ভাই, ইয়াহু থ্রি সিক্সটি'র শামীম ভাই, সচলায়তনের শামীম ভাই-- আপনাকে নিরন্তর শুভেচ্ছা। দূরের হয়েও আপনি অনেক কাছের।

ইমরুল কায়েস এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই ।


যারা দেশে আছেন তারা উনার গুলশান অফিসে হামলা করতারেন, উনার ভার্সিটির ক্যান্টিনে অতি সুস্বাদু মুরগীর চাপ পাওয়া যায়।

ঠিকানা দ্যান । আসতেছি কালকা কেক নিয়া । হাসি
......................................................
কোকিলের ঘরে কাক হয়ে বাঁচি

রায়হান আবীর এর ছবি

আমারও ব্লগিং এর হাতে খড়ি ৩৬০ তে।

শুভ জন্মদিন শামীম ভাই। হেফি বাড্ডে।

=============================

হিমু এর ছবি

মিয়া ভাইকে জন্মদিনে শুক্না লিনাক্সের শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

ব্যপক শুভ জন্মদিন!

যারা দেশে আছেন তারা উনার গুলশান অফিসে হামলা করতারেন, উনার ভার্সিটির ক্যান্টিনে অতি সুস্বাদু মুরগীর চাপ পাওয়া যায়।

ঢাকা-কাসেল টেম্পো রুট চালু করা হোক মন খারাপ



অজ্ঞাতবাস

বিপ্রতীপ এর ছবি

রেজিনা-গুলশান রিকশা রুট চালু হোক মন খারাপ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

তানভীর এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা। বাংলাদেশ ভরে যাক আরো অনেক মিমোহুতে হাসি

সুবিনয় মুস্তফী এর ছবি

শুভ জন্মদিন মিয়া ভাই!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন...!!!!

আবির আনোয়ার এর ছবি

শুভ জন্মদিন

ভূঁতের বাচ্চা এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই, দিনটা অনেক ভাল কাটুক !!!

--------------------------------

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই।

নিঝুম মজুমদার এর ছবি

শুভ জন্মদিন ভাই ।

অভিজিৎ এর ছবি

মিয়া ভাই - শুভ জন্মদিন !



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন

মাহবুব লীলেন এর ছবি

শুভজন্মদিন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন প্রিয় শামীম। ব্লগর ব্লগর করতে পারেন অনেকেই, কিন্তু দ্বায়িত্ব নিয়ে মন্তব্য করতে বা পোস্ট দিতে পারেন খুব কমজনই। এ'গুনটি আপনার আছে যা আমার ভাল লাগে। কাউকে হেয় করার উদ্দেশ্য নেই, কিন্তু কারো প্রাপ্য প্রশংসা করতে আমার কুন্ঠা নেই। ভালো থাকুন, আনন্দে থাকুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মৃদুল আহমেদ এর ছবি

বিশিষ্ট ভদ্রলোক শামীম ভাইকে শুভ জন্মদিন।
সচলাড্ডায় আমি যখন শিম্পাঞ্জির মতো তিড়িংবিড়িং করছিলাম, তখন তিনি ছিলেন শিম্পাঞ্জির খাঁচার বাইরে বাদামভাজা হাতে যেকোনো বিশিষ্ট ভদ্রসন্তানের মতোই ধীরস্থির এবং সংযত...
যা আমার নজর কেড়েছিল!
বড় হয়ে আমি শামীম ভাইয়ের মতো হতে চাই।
ডারউইনের তত্ত্ব অনুযায়ী একদিন নিশ্চয় তা ঘটবে... চোখ টিপি
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

কীর্তিনাশা এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সাইফুল আকবর খান এর ছবি

শুভ শুভ শুভ জন্মদিন শামীম ভাই।
ধন্যবাদ বিপ্রতীপ। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শামীম এর ছবি

সকাল থেকে ডিউটি করছি বড় কুটুমের। তাই দেখতে এ্যাতক্ষণ দেরী হয়ে গেল।

আমি অভিভূত। ধন্যবাদ।

দৌড়ের উপর আছি (জন্মদিনটা এর জন্য খানিকটা দায়ী।)।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অছ্যুৎ বলাই এর ছবি

শুভ জন্মদিন মিমোহু ভাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

s-s এর ছবি

আপনার লেখা লিনাক্স নিয়ে লেখাগুলো আমি আগ্রহ নিয়ে পড়ি, যদিও বুঝতে পারিনা বেশিভাগটাই। জন্মদিনের শুভেচ্ছা সহ এই কামনা রইলো, এরপর থেকে Layman's term এ লিনাক্স নিয়ে লিখবেন। হাসি শুভাশীষ।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

দৃশা এর ছবি

শুভ জন্মদিন।
--------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

একই দিনে শিমুল আর শামীম ভাইয়ের জন্মদিন!! ১৯ শে জানুয়ারী নিশ্চয়ই স্পেশাল কিছু।

শামীম ভাইকে একগাদা লিনাক্সসমৃদ্ধ শুভেচ্ছা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুশফিকা মুমু এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই, অনেক মজা করেন আর বেশি বেশি মুরগির চাপ খান হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন...

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তানবীরা এর ছবি

পরের বার দেশে এসে নিজ দ্বায়িত্বে মুরগীর চাপ খেয়ে যাবো, এখন আপনাকে জন্মদিনের বিশাল বিরাট একটা শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শামীম এর ছবি

অরুপ, মুস্তাফিজ ভাই, অনিন্দিতা চৌধুরী, মুজিব মেহেদী ভাই, শেখ জলিল ভাই, নিবিড়, দ্রোহী ভাইডি, অভ্রনীল, কল্পনা আক্তার, রেনেট, রায়হান আবীর, রাগিব, সুমন চৌধুরী, সুবিনয় মুস্তফী, অনিকেত, আবির আনোয়ার, ভূঁতের বাচ্চা, পান্থ রহমান রেজা, নিঝুম মজুমদার, অভিজিৎ দা, আকতার আহমেদ, লীলেন ভাই, এস.এম-থ্রী সুমন, কীর্তিনাশা, খেকশিয়াল, সাইফুল আকবর খান, বলাইদা (ভাই!), ধুগো, দৃশা, আহমেদুর রশীদ ভাই .....

শুভাশীষের জন্য সকলকে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।

তানবীরা: হুঁ .. উপরের ক্যান্টিনে সবসময় সব জিনিষ পাওয়া যায় না। তবে মুর্গী না থাকলেও চিন্তা নাই, সামনে BFC আছে (শর্ত প্রযোজ্য খাইছে )।

হিমু এবং জ্বীনের বাদশাকে লিনাক্স কৃতজ্ঞতা।

s-s : লিনাক্স নিয়ে একটু উপরের লেভেলে (!!) লিখবো বলে স্বপ্ন ছিল, কিন্তু আপনি আমাকে নিজের লেভেলেই থাকলে বললেন .... ঠিক্না ঠিক্না .... চোখ টিপি খাইছে

মৃদুল ভাই: মন্তব্যের শুরুতে "লেজ" কথাটা বাদ দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আম্মার বক্তব্য অনুযায়ী সামনাসামনি গোবেচারা দেখতে হলেও নাকি চিপা শয়তানী করতে আমি ওস্তাদ ছিলাম।

ষষ্ঠ পাণ্ডব: গুণের ক্ষেতে যে এই চারাটিও জন্মেছে সেটি দেখানোর জন্য থ্যাংকু।

তানভীর: কথাটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু। তবে আমার ক্ষেত্রে - "শর্ত প্রযোজ্য" যুক্ত করতে হবে। শর্তসমূহের জন্য আমার প্রাক্তন প্রেমিকা এবং বর্তমান মিসেসের (=একই ব্যক্তি) সাথে যোগাযোগ করা যেতে পারে ;)।

ইমরুল কায়েস এবং এনকিদু: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিম্যাপ

প্রকৃতিপ্রেমিক: এমন ছোটভাই পাওয়াও ভাগ্যের ব্যাপার। কোলাকুলি

বিপ্র: নিজের জন্য স্টেপার কিনেছি -- আর ফুলাবা না। (ছবি)

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

বিপ্রতীপ এর ছবি

তাইলে তো আর চিন্তা না, হাওয়া কমানোর মেশিন আছেই ... খাইছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

শামীম এর ছবি

তবে রে ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ফারুক হাসান এর ছবি

শুভ জন্মদিন!

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন।

তারেক এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই। খাওয়াদাওয়া কই হচ্ছে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রণদীপম বসু এর ছবি

আপনাকে শুভেচ্ছা জানালে অনেক সুখাদ্যপ্রাপ্তিযোগ আছে দেখছি !

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা শামীম ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

শুভ জন্মদিন শামীম ভাই।
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দময়ন্তী এর ছবি

আপনাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা৷

আমি লিনাক্স, ফেডোরা, উবুন্টু -- সব্বাইকে খুব ভয় পাই৷ মন খারাপ আর সব লিনক্সওলাই দেখি লোকজনকে ধরেবেঁধে জানলা থেকে নামাতে চায়৷ দেঁতো হাসি

-------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

শামীম এর ছবি

ফাহা ভাই, অতন্দ্র প্রহরী ওরফে বিডিআর, স্পর্শ -- ধন্যবাদ।

তারেক: জিনজিয়ানে হইলো।

রণদা: ধন্যবাদ। কী যে কন ... খাওয়া দাওয়া হল উপরওয়ালার রিজিক। বাকী সব উছিলা।

দময়ন্তী: জানালায় তো ধুলাবালি আর ভাইরাস জমেছে - ভয় তো ঐটাকে পাওয়ার কথা।
আমার ধারণা ধরে বেঁধে নামাচ্ছে না। লিনাক্সে ন্যায়সঙ্গত ভাবে সমস্ত সুবিধা পাওয়া যায় দেখে চুরির জানালা ছেড়ে লোকজন নিজ আগ্রহেই নেমে যাচ্ছে। শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

ঝরাপাতা এর ছবি

দেরীতে হলেও জানাই শুভ জন্মদিন... ভালো থাকুন সবসময়।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন শামীম্ভাই হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

স্বপ্নাহত এর ছবি

হেপি বাড্ডে, শামীম ভাই হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অমিত এর ছবি

শুভ জন্মদিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দেরি হয়ে গেল বোধহয় একটু... তাতে কী!
শুভ শুভ শুভ জন্মদিন!!!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার এখানে এখনো ১৯ জানুয়ারী।
অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।
কখনো দেখা হলে একসাথে জ্যোতিষির কাছে যাওয়া যেতে পারে। দেখি একই দিনে জন্ম নেয়া কার ভাগ্যে কী আছে চোখ টিপি
ভালো থাকবেন। নিরাপদে থাকবেন।

নজমুল আলবাব এর ছবি

আমার কোনো দোষ নাই। সব দোষ ইন্টারনেটের।

শিমুলরে শুভেচ্ছা জানিয়ে যখন নিচের পোস্টে এলাম, তখন ক্যাককরে নেট চলে গেলো। মন খারাপ

তাই আমি লেট লতিফের চেয়েও লেট হয়ে জনমদিনমোবারক জানাই শামীম ভাইরে।

মৃদুল'দা শামীম ভাইরে ভদ্র টাইপ কি একটা উপাধী দিয়েছে দেখলাম। তার জন্য আমার দুক্কু হচ্ছে। কারণ সে এই মিচকাভাইরে চিনে নাই। সচলাড্ডায় দেখা ভদ্র শামীম যে কেমন ভ্যামতালাবদমাশ সেটা দেখতে রনদার করা আড্ডারু পোস্টে গেলেই হবে। আমার মতো একটা নিরিহ মানুষরে সে ক্যামনে পঁচাইছে সেইটা দেইখা আসেন। আর তার পচানি ফটুক থেকে রক্ষা পেতে আমি কিকি করেছি, তা যদি বলতে পারতাম...

ভুল সময়ের মর্মাহত বাউল

শামীম এর ছবি

গতকাল এই পোস্টে ম্যালা হিট হয়েছে মনে লয়। ভাগ্যিস নেট চলে গিয়েছিল। .... মানির মান আল্লায় রাখছে। তবে নেক্সট টাইম ফটুক মিস করবো না ... আপনার মত নিরিহ মানুষ যে কি হিট-হট কাম করতারে - গতবার সেইটা আমার অনুমানে ছিল না। শয়তানী হাসি

শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!

শামীম এর ছবি

ঝরাপাতা, কিংকং, স্বপ্নাহত, অমিত, সন্যাসী ভাই, স্নিগ্ধা -- ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

শিমুল -- হুঁ। থ্যাংকু।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভেচ্ছা রইল ।
সরি , দেরি করে ফেললাম ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অমিত আহমেদ এর ছবি

দেরি করে ফেলেছি তাতে কী?
শামীম ভাইকে জন্মদিনের বিশাল শুভেচ্ছা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

শামীম এর ছবি

মানিক ভাই, অমিত: থ্যাংকু।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।