আজ বাউল গানের জীবন্ত কিংবদন্তী শাহ আবদুল করিমের জন্মদিন…

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: রবি, ১৫/০২/২০০৯ - ৮:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto


আজ ১৫ ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৯৪ তম জন্মদিন। কালনীর তীরে বেড়ে উঠা বাউল শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহুরে মানুষের কাছে জনপ্রিয়তা পায় মাত্র কয়েক বছর আগে কিছু রিমিক্সের বদৌলতে। তার লেখা গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন এমন শিল্পীর সংখ্যাও কম নয়। অনেক সময় তার লেখা গান অনেকে ‘সংগৃহীত’ বলেও চালিয়ে দেয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ আছে।

বাংলা উইকিতে বাউল শাহ আব্দুল করিম সম্পর্কে বাংলায় কোন নিবন্ধ না থাকায় বিভিন্ন সাইট থেকে কিছু ইংরেজি তথ্য বাংলায় অনুবাদ করেছি। হাতে সময় না থাকায় তাড়াহুড়ো করে হাতের কাছে যা পেয়েছি তাই তুলে দিলাম। ব্যস্ততা কমলে ঘষামাজা করে যুক্ত করে দেব বাংলা উইকিতে।

বাংলা বাউল গানের এই জীবন্ত কিংবদন্তীর জন্মদিনে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা…

______________________________________

জন্মঃ
বাউল গানের জীবন্ত কিংবদন্তী শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহন করেন। বাউল শাহ আবদুল করিমের সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। বাউল সম্রাটের প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা।তিনি তাকে আদর করে ডাকতেন ‘সরলা’। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, দুঃখ, প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়,অবিচার,কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে।

সংগীত সাধনাঃ
স্বল্পশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন।কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। সাম্প্রতিককালে এ সময়ের বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন।

প্রকাশিত বইঃ
বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৬টি গানের বই প্রকাশিত হয়েছে।বইগুলো হলো- আফতাব সংগীত, গণ সংগীত, কালনীর ঢেউ, ভাটির চিঠি, কালনীর কূলে এবং দোলমেলা।

শাহ আবদুল করিমের জনপ্রিয় কিছু গানঃ
• মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
• আগে কি সুন্দর দিন কাটাইতাম
• গাড়ি চলে না
• আমি কূলহারা কলঙ্কিনী
• কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
• কোন মেস্তরি নাও বানাইছে
• কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
• বসন্ত বাতাসে সইগো
• আইলায় না আইলায় নারে বন্ধু
• মহাজনে বানাইয়াছে ময়ুরপঙী নাও
• আমি তোমার কলের গাড়ি
• সখী কুঞ্জ সাজাও গো
• জিজ্ঞাস করি তোমার কাছে
• মানুষ হয়ে তালাশ করলে
• আমি বাংলা মায়ের ছেলে

সম্মাননাঃ
বাউল শাহ আব্দুল করিম ২০০১ সালে একুশে পদক লাভ করেন।বাংলা একাডেমি তার দশটি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে।এছাড়া দ্বিতীয় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই বাউল সম্রাটকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।এছাড়াও ২০০০ সালে কথা সাহিত্যিক আবদুর রউফ চৌধুরি পদক পান।বাউল সাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বর্তমানে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন।বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ঠ নয়।উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে ‘জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম’ নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তাঁর বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেয়া হয়।

____________________________

ইন্টারনেটের গতি ভালো থাকলে ইউটিউব থেকে প্রায় ৫ মিনিটের 'কালনী থেকে টেমস' নামের এই প্রামাণ্যচিত্রটি দেখতে পারেন। এর শেষদিকে শাহ আবদুল করিমের নিজের কন্ঠে গাওয়া একটি গানের কিছু অংশ আছে।

বহিঃসংযোগঃ
http://www.shahabdulkarim.tk/
http://www.thedailystar.net/2006/05/18/d605181401121.htm
http://en.wikipedia.org/wiki/Shah_Abdul_Karim

ছবিসূত্রঃ
ফেসবুকের বাউল শাহ আবদুল করিম গ্রুপ থেকে সংগৃহীত।


মন্তব্য

দৃশা এর ছবি

গুরুকে অযুত নিযুত সহস্র কোটিবার সালাম, আর জন্মদিনের অফুরান শুভেচ্ছা।
এই দেশাত্মকবোধক গানের প্রজেক্ট শেষ হলে আর একটা নতুন প্রজেক্ট হাতে নেওন যায়, নাকি কন বিপ্রতীপ ভাই?
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

বিপ্রতীপ এর ছবি

শুরু করেন...আছি চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

রাফি এর ছবি

এই মহান সংগীত সাধকের প্রতি শ্রদ্ধা।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কারুবাসনা এর ছবি

গুরু আমরা আছি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

পরিবর্তনশীল এর ছবি

কী অসাধারণ সব গান লিখেছেন। কোন তুলনা নাই। জন্মদিনে শ্রদ্ধা জানাই।

গানের লিস্টে ''আগে কি সুন্দর দিন কাটাইতাম''আর ''গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান'' দুইটা কী আলাদা গান?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অনিন্দিতা চৌধুরী এর ছবি

না দুটো আসলে একই গান।

বিপ্রতীপ এর ছবি

দুঃখিত, তাড়াহুড়ো করে আর খেয়াল করিনি...ঠিক করে দিলাম। ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জন্মদিনে শ্রদ্ধা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

শতকোটি প্রনাম, জন্মদিনে শ্রদ্ধা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পলাশ দত্ত এর ছবি

বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে
সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে

ভাবতেই আনন্দ হয় যে আমি তাঁর সময়ে বেঁচেছিলাম। তাকে সশঙ্ক প্রণাম সহস্র।

আচ্ছা এই যে ভিডিওচিত্র এটা আমার কম্পিউটারে ডাউনলোড করার কোনো পদ্ধতি নাই?

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পলাশ ভাই, এই ডাউনলোড ম্যানেজার দিয়ে ট্রাই করতে পারেন।

বিপ্রতীপ এর ছবি

ইউটিউব থেকে গান নামানোর জন্য এখানে একটা টিপস আছে, আমি অবশ্য ব্যবহার করে দেখিনি। ব্যবহার করে দেখতে পারেন। আমি অবশ্য ফায়ারফক্স ব্রাউজারে ডাউনলোড হেল্পার অ্যাড অন ব্যবহার করে সব নামাই। এইটাই বেশি ব্যবহার বান্ধব মনে হয় আমার কাছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

নুরুজ্জামান মানিক এর ছবি

জন্মদিনে শ্রদ্ধা !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ফারুক হাসান এর ছবি

পোষ্টের জন্য বিপ্রতীপকে ধন্যবাদ, আপনার উদ্যোগ সফল হোক।

এখানে শুনতে পাবেন হাবিবের গলায় শাহ আবদুল করিমের গান কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া

অনিন্দিতা চৌধুরী এর ছবি

গান গাই আমার মনরে বুঝাই
মন থাকে পাগলপারা
আর কিছু চাই না মনে গানছাড়া ।।

এই অসাধারণ গানের স্রষ্টাকে শুভদিনে শ্রদ্ধা।

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন।

কীর্তিনাশা এর ছবি

শ্রদ্ধা.............

অন্তরের অন্তস্থল থেকে এই গুনীকে শ্রদ্ধা জানাই।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পুতুল এর ছবি

প্রণাম গুরুজী কে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতন্দ্র প্রহরী এর ছবি

শ্রদ্ধা জানাই।

শান্ত [অতিথি] এর ছবি

দেকা দেওনা কাছে নেওনা আর কতো তাকি দূরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে
কেমনে চিনিব তোমারে।

মায়ার জালে বন্দি হইয়া আর কত দিন থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুজে নেব।।

আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তেমোরে

তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই
শাস্ত্র গ্রন্থ পড়ি যতো আরো দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছো লাই ভাবতেছি তাই অন্তরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে
কেমনে চিনিব তোমারে।

পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে
নতশিরে করজোড়ে আছি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনহে
কেমনে চিনিব তোমারে।

বিপ্রতীপ এর ছবি

এই গানটা অবশ্য কারো কন্ঠে শোনা হয়নি মনে হয়...ধন্যবাদ শেয়ার করার জন্য।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বাউল শাহ আব্দুল করিমের গান ভাটি অঞ্চলে জনপ্রিয় হলেও শহুরে মানুষের কাছে জনপ্রিয়তা পায় মাত্র কয়েক বছর আগে কিছু রিমিক্সের বদৌলতে।

বেজায় লজ্জার কথা, আমিও এই শহুরে গোত্রের একজন মন খারাপ
তবে তাঁর গানের সুরে মজে গেছি শুরু থেকেই।

জন্মদিনে সশ্রদ্ধ অভিনন্দন জানাই এই অমর সঙ্গীতস্রষ্টাকে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

অনেক প্রিয় গানের জন্মদাতার জন্মদিনে সশ্রদ্ধ প্রনাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফকির ইলিয়াস এর ছবি

তাঁর প্রতি অসীম শ্রদ্ধা ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।