এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না সোনার বাংলারে আজ রক্তে রক্তে ভরা,
মানুষের এই দুঃখ দেইখা কান্দে চন্দ্রতারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
নদীর দেশ এই বাংলাদেশে ভাই সবুজ মায়ায় ভরা,
আর আজ পদ্মা-মেঘনা-যমুনাতে বহে রক্তের ধারারে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
কত সাধের ছাওয়াল আমার রাস্তায় পইরা মরে,
শকুনের দল ছিঁড়িয়া খায় বাঁচায় না কেউ তারেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল
দুঃখে আমার পরাণ কান্দেরে।
শিল্পীঃ বিপুল ভট্টাচার্য্য
কথা ও সুরঃ অজানা
ভিডিও
[গানটি 'মুক্তির গান' চলচ্চিত্র থেকে সংগৃহীত। এই চলচ্চিত্রে উঠে আসে, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামক সংগঠনটি বিভিন্ন জায়গায় গান গেয়ে মুক্তিকামী বাঙ্গালীদের অনুপ্রেরনা যোগাত। তাদের পরিবেশিত বিভিন্ন গানের মাঝে এই গানটিও ছিল]
মন্তব্য
bipul bhattacharya has left Bangladesh without any honor towards an endless journey...did he not deserved Ekeshey padak?Swadhinata Poroskar?....my beloved country...u still remains beyond 1971
বিপুল ভট্টাচার্য্য, তাঁর গলায় এই গানটা শুনলে চোখে জল চলে আসে। শিল্পীর প্রতি শ্রদ্ধা!
গানটির রচয়িতা মোশাদ আলী (Md Moshad Ali)
নতুন মন্তব্য করুন