স্বর্গে যেতে চাইনা মাগো আমি

বিপ্রতীপ এর ছবি
লিখেছেন বিপ্রতীপ (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বর্গে যেতে চাইনা মাগো আমি
তোমার কোলে রাখতে দিও মাথা
মিছে আমি স্বর্গ খুজে বেড়াই
স্বর্গ সেতো লাল সবুজে গাঁথা ।
এদিক সেদিক সারা বিশ্ব ঘুড়ে
পাইনি কোথাও চেনা মাটির ঘ্রান
সবুজ ছোঁয়া বাংলা মায়ের কোলে
তাই খুঁজে যাই শেকড়ের সন্ধান
ঠিক যখনি থাকি মায়ের কোলে
স্বর্গ দেখি তার আঁচলে বাধা
স্বর্গ সেতো লাল সবুজে গাঁথা
স্বর্গে জানি অনেক কিছু পাবো
অনেক পাওয়া দেখবে দু’টি চোখ
কে ভড়াবে মনের অলি গলি
কে শোনাবে হৃদয় ছোঁয়া শ্লোক
সব পেয়ে যাই আমার মায়ের কোলে
স্বর্গ দেখি তার আঁচলে বাধা ।
স্বর্গ সেতো লাল সবুজে গাঁথা

গীতিকারঃ জুলফিকার রাসেল
সুরঃ বাপ্পা মজুমদার
কন্ঠঃ আনা
গানটি শুনতে পাবেন এখানে

shorgo.wma

[গানের লিঙ্ক এবং লিরিক দৃশা আপুর ব্লগ থেকে সংগৃহীত। উপপৃষ্টা হিসেবে যুক্ত করে দিলাম]


মন্তব্য

জারা [অতিথি] এর ছবি

সব পেয়ে যাই আমার মায়ের কোলে
স্বর্গ দেখি তার আঁচলে বাধা ।
স্বর্গ সেতো লাল সবুজে গাঁথা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।