জন্ম আমার ধন্য হলো মাগো ...
গীতিকারঃ নইম গহর
সুরঃ আজাদ রহমান
________________________
জন্ম আমার ধন্য হলো
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।
সাবিনা ইয়াসমিনের কন্ঠেঃ
|
অন্য শিল্পীর কন্ঠেঃ
|
মন্তব্য
কন্ঠ শাহানাজ রহমতউল্লার কিনা ঠিক নিশ্চিত হতে পারছি না...কেউ শুনে জানান...ঠিক করে প্রথম পাতা থেকে সরিয়ে দেবো...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
অনেক, অনেক, অনেক ধন্যবাদ বিপ্রতীপ!! আমার অসম্ভব প্রিয় গানটা দেয়ার জন্য!
আপনার দেয়া ভার্সনটা আগে কখনও শুনিনি। আমার কাছে আছে অন্য একটি। পুরনো। তবে আদিতর আরও একটি ভার্সন আছে। সেটি নেই আমার।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার কাছেও একটা পুরাতন ভার্সন ছিল, ঠিক বুঝতে পারছি না। তবে আমারটা মনে হয় শাহানাজ রহমত উল্লা'র গাওয়া...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমারও মনে হচ্ছে শাহনাজ রহমতুল্লাহ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এটা শাহনাজ রহমতুল্লাহ'র গলা না।
পোস্টের জন্য ধন্যবাদ। আমার দারুণ প্রিয় গান।
এই গানটি মূলত সাবিনা ইয়াসমিনের গাওয়া। সাবিনা ইয়াসমিনের বিখ্যাত দেশের গানের মধ্যে অন্যতম এটি। শাহনাজ রহমতউল্লাহর কোনভাবেই না। এরকম ভুল সবার হলো কি করে?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সাবিনা ইয়াসমিনের গাওয়া।
মূল গানটি সাবিনার গাওয়া। কিন্তু বিপ্রতীপের দেয়া ভার্সনটি কি সত্যিই সাবিনার? গলা শুনে তো মনে হচ্ছে না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বিপ্র ভাইয়ার দেওয়া ভার্সনটা না সাবিনা'র, শাহনাজ রহমতউল্লাহ'রও না।
এই ভার্সনটা শুনলেই মনে হয় কনফিউশনটা কেটে যাবে।
আমার মনে হয় বিপ্র ভাই অরিজিনাল সিঙ্গারের ট্র্যাকের লিঙ্ক রাখাটাই সবচেয়ে ভাল হবে। কারো মধ্যে আর কনফিউশন কাজ করবে না।
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আজকেই অরিজিনাল ট্র্যাকটা আমিও খুঁজে পেলাম। সম্পাদনা করে দিচ্ছি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
হ্যাঁ, দি অরিজিনাল অ্যান্ড দ্য বেস্ট!
ধন্যবাদ, বিপ্রতীপ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধন্যবাদ সন্ন্যাসীদা...
পাশাপাশি নতুনটাও রাখলাম, অনেকে আবার ভালো সাউন্ড কোয়ালিটিকেও প্রাধান্য দেন। আমার অবশ্য দুইটাই ভাল্লাগছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমার কাছে মনে হয়- বাংলাদেশের সেরা দেশাত্নবোধক গান এটা। কী যে গভীর! আর, সুরটাও যে কী পরিমাণ পরাণ-মোচড় দেয়া!
কতোবার যে নিজে নিজে একলা ঘরে নিজের ভালোলাগার তীক্ষ্ন আবেগে এই গান গেয়েছি আর এখনও গাই!
ধন্যবাদ বিপ্রতীপ, এমন সুন্দর একটি পোস্টের জন্য।
-----------------------------------
আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন