বাঙালীর ভ্যালেন্টাইন'স ডে।

বকলম এর ছবি
লিখেছেন বকলম [অতিথি] (তারিখ: সোম, ১৬/০২/২০০৯ - ১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদা এক প্রজাদরদি রাজার খেয়াল হইল যে তিনি নিয়মিত প্রজাদের দর্শণ দিবেন। যেই কথা সেই কাজ। তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শকগণের বুদ্ধি অনুযায়ী হাজার হাজার সীমান্তরক্ষী কাজ কাম ফেলিয়া লাগিয়া গেল প্যান্ডেল টাঙ্গাইতে। সৈন্যসামন্ত লাগিয়া গেল পুলিশের কাজ করিতে। অবশেষে এক শুভ বিষু্্যদবারে রাজা-রাণী বসিলেন মন্ত্রী,সাংসদ আর নৃপতিদের লইয়া।

একে একে সুপারিশকারীরা আসে আর্জি লইয়া, আর রাজার নির্দেশে মন্ত্রীগণ উপযুক্ত ব্যাবস্থা করেন। এইরূপে করিতে করিতে বৈকাল প্রায় অতিক্রান্ত, এমন সময়ে দিনের শেষ সাক্ষাৎকারী হিসাবে গ্রাম্য কোটায় আসিল এক কৃষক। রোদে পোড়া কুচকুচে কালো দেহে শীর্ণকায় কৃষক যখন প্রবেশ করিল, সূর্য তখন অস্তগামী আর পরিষদগণ পরিশ্রান্ত। তথাপি সকলের মাঝে হঠাৎ চঞ্চলভাব লক্ষ্য করা গেল। কারণ কিছুই না, কৃষকের পরনে শুধু একটি নেংটি। প্রজাসংশ্রব বিবর্জিত সভার অভিজাতগণ বুঝিবে কিভাবে তাহার নেংটি পরার হেতু! তাহাদের মনে গভীর কৌতুকভাবের উদ্রেক হইল। পেট ফাটিবার উপক্রম হইলেও তাহারা সকলে আট্টহাসি সম্বরন করিল- আচরণবিধি বলিয়া কথা! রাজা হাসে মুখে রুমাল দিয়ে, রাণী হাসে আঁচল টিপিয়া, মন্ত্রী হাসে পাগরী টানিয়া।

সবাইকে এইরূপে হাসিতে দেখিয়া কৃষক ভাবিল, এইটাই বোধ হয় নিয়ম। সেও নেংটি খুলিয়া, মুখে দিয়া, মুখ টিপিয়া হাসিতে লাগিল।

পুনঃশ্চ - গল্পটি আমার এক শিক্ষকের কাছে শোনা।


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- হেহ হেহ হেহ
কপাল ভালো কৃষক ব্যাটা গিয়ে রাণীরে ঐ অবস্থায় প্রেম নিবেদন করে নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

লেখায় উত্তম জাঝা!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অনিশ্চিত এর ছবি

দারুণ লিখেছেন। ধুসর গোধূলির মন্তব্যে পাঁচ তারকা।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

কীর্তিনাশা এর ছবি

গল্পটা মজার।

তবে কৃষকের কথা ভেবে কষ্ট লাগলো।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অভ্রনীল এর ছবি

গল্প ভাল্লাগসে... তয় ব্যালেন্টাইনের লগে এইটার লিঙ্কটা কই? চিন্তিত বুঝবার পারলামনা...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

বকলম এর ছবি

কৃষকের না বুঝে হাসা আর আমাদের ভ্যালেন্টাইন পালন একই রকমের অপ্রাসঙ্গিক এবং অন্ধ অনুকরন।

হিমু এর ছবি
রণদীপম বসু এর ছবি

হাহ হাহ হা !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

গল্পটার সাথে কোনো সম্পর্ক নেই, তবে ভ্যালেনটাইনের সাথে আছে। একটা জোকস শোনাই।
ভ্যালেন্টাইনের আগের দিন কার্ডের দোকানে কার্ড কিনতে উপস্থিত এক সুন্দরী যুবতী। সেলসম্যানকে জিগ্যেস করে সে, “ আচ্ছা, এমন কোনো ভ্যালেন্টাইন কার্ড আছে আপনার দোকানে, যাতে লেখা থাকবে, ‘আমি তোমাকে ,শুধু তোমাকেই ভালোবাসি’ ।
“হ্যা, আছে। দেখাবো ম্যাডাম ?”
“না দেখাতে হবে না। আমাকে ঐ কার্ড এক ডজন প্যাক করে দিন”।

মাল্যবান

তানবীরা এর ছবি

ঠিক কথা । বকলমকে ভালো করে ঝেজে দিলাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।