ক্রেসিডা এর ব্লগ

ব্ল্যাঙ্ক

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ২৭/০৫/২০১২ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

 

ব্ল্যাঙ্ক 


চিঠি

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ২৫/০৫/২০১২ - ১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চিঠি
------------

একখানা সমুদ্র ছিল তবু
তার ঘর ছিল না;
একখন্ড কুয়াশায় গোপনে গোপনে
ছিল না আড়াল;
রক্তের কোলাহলে আগুন ছিল, কেন হায়
ছিল না তাপ?


ক্যাফে

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৪/০৫/২০১২ - ৯:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্যাফে
--------------

অনেকদিন পর বৃষ্টি এল লাল মেঘে
সবুজ কুয়াশায় কাঁচ জমে

সিড়িঘরে ভিজে গেছে পুরনো মেহেদি

সিড়ি ও ঘরে ধুলো হেটে আসে পাগুলো
পাগল পুরনো বন্ধুর


চুমু - ২

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২২/০৫/২০১২ - ৮:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

চুমু - ২
---------------------

কসমেটিক্স প্লাবনে হারিয়ে গেছে লাবন্য
আমাদের চেনা প্রিয় অবসরের দিনে
জাকিয়ে বসেছে শীত; যেন দুর্দান্ত ঘুমোনোর দুপুরে
দরজায় কড়া নাড়ে অনাকাঙ্খিত অতিথি!

মাংসের উপমা নিয়ে মেধার মাঝে
ঢুকে গেলে জোড়া পাপ
গভীর স্থলনে আমার খুব ক্লান্ত লাগে।

স্তব্ধতার ঋজু গাছে থোকা থোকা
অবিশ্বাস; আলিঙ্গনের কেন্দ্র বরাবর দূরত্বের
মর্মভেদী জ্যা,


চুমু

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: সোম, ২১/০৫/২০১২ - ৭:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চুমু
---------------

গোলাপি ঠোঁট ঘুমুচ্ছে।
প্রজাপতি ছুঁয়ে যাচ্ছে ছায়া-শরীর;
আয়নায় সব প্রাপ্তি স্পর্শহীন।

জানালায় জোড়া চোখে আজ শুধুই
অভিমান থাকবে;
ছাদে নব্য শালিক জুটি এক হয়ে
শরীর মেলায় আড়ালে।

শৈল্পিক সংজ্ঞা নেহায়াৎই অনুপস্থিত।


ডমিনাস শপে একদিন

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৭/০৫/২০১২ - ১০:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

 

ডমিনাস শপে একদিন

__________________

 

চৌকোনা টেবিলের মুখোমুখি একলা
ডমিনাস শপে, নীচে
মোজাইক আকাশ, ঝকঝকে কৈশরের মতো
কাঁটা চামচের সঙ্গীত ও
                অনুরোধের গানের সুর য্যানো অবিরাম মেনুর


নামতা

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: সোম, ১৪/০৫/২০১২ - ৯:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:


আমি একটি কাঁচপোকা ভালোবেসেছিলাম

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ১১/০৫/২০১২ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি একটি কাঁচপোকা ভালোবেসেছিলাম
__________________________________

রঙিন শিকলে আমার শৈশব বাঁধা পড়ে আছে
দামাল উড়ন্ত ঘুড়িতে বাঁধা পড়ে আছে স্নিগ্ধ সুসময়

একদিন আমি খুব আয়োজন করে প্রেমে পড়েছিলাম
একটি কাঁচপোকার;
স্বচ্ছ জলছাপের মতো অথবা চিবুকে জমা আর্দ্র
ঘামের মতো; এই কবিতার প্রতিটি বিচ্ছিন্ন শব্দের মতো
একটি কাঁচপোকা ঢুকে গিয়েছিল আমার ভালোবাসার ঘরে -
তখনো জানতামনা নারী বা নারী-দেহ ভালোবাসায়
আরো সুখ। আমাকে নির্দ্বিধায় বোকা বলতে পারো
সত্যিই আমি ব্যপক ফলনের মতো
ভালোবেসেছিলাম একটি ছোট্ট কাঁচপোকা।


এক মুঠো সোনালি জরি

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ১৫/০৪/২০১২ - ৮:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক মুঠো সোনালি জরি
_____________________

মেঘের কাছে চিঠি দিও

অম্লভাব চোখের জমিনের কোমল ছোঁয়ায়
লবন শুষে নাও অমল রুমাল

হাওয়ায় উড়িয়ে দাও মলিন মখমল। মল বাজাও । মল জড়ানো
ভেজা পায়ে গোলাপের ঘ্রান জড়িয়ে নাও

যে চুড়ি বাজে না, শুধু কাঁচ হোক
ছড়িয়ে দাও শস্য ক্ষেতে

কিছু দানা হোক, কিছু দেনা হোক
অসময়ের খামে।

মেঘের কাছে চিঠি দিও
আজ সারাদিন পাখিদের স্নান -

আমরা দুজন শুধু বারান্দা!

লেখক: ক্রেসিডা


চুপচাপ

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: সোম, ০২/০৪/২০১২ - ৯:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

চুপচাপ
----------------

চুপচাপ আছি
চুপচাপ;

এর কোন মানে নেই, কোন গল্প নেই
হঠাৎ উঠে আসা প্রশ্নে

কোন আগ্রহ নেই;