স্বেচ্ছানির্বাসিত আমি
বিয়ের পর এই প্রথম দেখলাম তোমাকে
চাপা এক আনন্দ তোমার চোখে মুখে
তোমার ভারি নিঃশ্বাসে গতরাতের সুখস্বপ্ন
শাড়ি চুয়ে পড়ে তোমার বেদ...
অরণি আনো, আগুন জ্বালি
তুমি বিকেলের পড়ন্ত রোদে ঘুমন্ত এক অবুঝ শিশু
তোমাকে কোলে নিয়ে আমি পাড়াময় ঘুরে বেড়াই
কখনোবা তুমি আমার কড়ে আঙ্গুল ধরে হাঁট
খরগোশের ...