পুরাতন কিছু সিরিজ শুরু করে শেষ করা হয় নি। দায়দায়িত্ব পুরোপুরি আমার আলসেমির। এখানে আমার কোনো দোষ নাই। অনেক দিন হয়ে গেছে, তাই ওগুলো নিয়ে আবার শুরু না করে এখন কি করছি তার উপরে ভাবলাম কিছু লিখি। তড়িৎ প্রকৌশল আমার কাছে অনেকটা জাদুর মতন মনে হয়। পেছনের কার্যকলাপ কিছুই আপাতদৃষ্টিতে দেখা যায়না (সব কিছু ঠিক ঠাক থাকলে) কিন্তু শেষে গিয়ে ঠিক মতন ব্যবহার করলে লাইট বাল্ব জ্বালানো থেকে শুরু করে কম্পিউটার চালানোর মতন চমকপ্রদ সব ঘটনা ঘটানো সম্ভব।
ডিসক্লেইমার : এই লেখা একান্তই রসকষহীন এবং বোরিং হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা (এখানকার মানুষজন এবং আমার বন্ধুবান্ধবদের তুলনায়) আমার খুব বেশি একটা নেই, কাজ করার অভিজ্ঞতাও বেশ সীমিত। তবে যতটুকু শিখেছি চেষ্টা করবো যতটা সম্ভব নির্ভুলভাবে তুলে ধরবার।
ডিসক্লেইমার: এইটা একটা ফাঁকিবাজি পোস্ট।
নৈতিকতা সম্পর্কিত আগের লেখা এখানে । আগের লেখায় প্রেক্ষাপট সম্পর্কে একটু বলেছিলাম। নৈতিকতা কি বোঝার আশায় কিছু পড়াশোনা শুরু করলাম। এই লেখায় বেন্থাম কপচানো হবে। সময় করতে পারিনা.. ছোটো ছোটো করে লিখতে হবে মনে হচ্ছে।
ডিসক্লেইমার: অনেকদিন পর লিখছি.. লিখতে ঠিক কখনোই পারতাম না... কাজেই এমনিতেই ভাঙা যন্ত্রে আরো জং ধরলে খুব একটা উচ্চমানের কিছু তৈরি হবার কথা না... এই লেখাও নিশ্চিতভাবেই খুব একটা উচ্চমানের কিছু হবে না তারউপরে খুবই নিম্নমানের দার্শণিক কচকচানি থাকবে.. পড়ে সময় নষ্ট করলে নিজ দায়িত্বে..
লজিক বা যুক্তি খুবই জটিল জিনিস। আমরা নিজেদের যুক্তিবাদি ভাবতে ভালবাসি। কথায় কথায় আমরা যুক্তি দেই, নিজেদের যুক্তিবাদী বলে দাবি করি। অনেক সময় একটা কথা বলে ভাবি "আহ্ কি যুক্তিটাই না দিলাম.. এইবার?"
কিন্তু সমস্যা হলো এইসব "মোক্ষম" যুক্তির অনেকগুলিই ফ্যালাসির দোষে দুষ্ট। হয়তো দেখে নিরীহ মনে হয় বলে অথবা আমরা এইসব "যুক্তি" দেখে এতই অভ্যস্ত যে দেখে ভাবি আসলেই "কড়া" যুক্তি। আমার চারপাশে ...
বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন থাকে "রি-অর্ডারিং" বা "রি-অ্যারেঞ্জমেন্ট নিয়ে।
উদ্দেশ্য অত্যন্ত সাধু এতে কোনো সন্দেহ পোষণ করছি না। কিন্তু এই প্রশ্নগুলো কতটা যুক্তিসঙ্গত এবং কতটা কার্যকর তা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে।
উদাহরণরূপে-
http://www.prothom-alo.com/detail/date/2010-08-25/news/89171
প্রশ্নটি হচ্ছে -
a) Shakespeare composed both tragedies and comedies.
b) By 1598 he was ranked the greatest dramatist.
c) Shakespeare was one of the greatest poets and dramatists of the world.
d) He possessed prop ...
বাকস্বাধীনতা নিয়ে অনেকে অনেক কথাই বলে, আমিও বলি.. যদিও বিষয়টা পুরাই এক ভ্রান্ত ধারণা... আমার মনে যা আসলো, আমি সেইটা বলতে পারি না... যেমন ধরেন আপনার বাড়িতে বইসা আমি আপনারে অবমাননা করে ব্যাঙ্গ করতে পারি না।
তো পাকিস্তানে বইসা কেউ পারভেজ মুশাররফকেও ব্যাঙ্গ করতে পারে না... যেমন পারেনা বাংলাদেশে বসে... সে যা হউক, সে নিয়ে অনেক কিচ্ছা হয়ে গেছে। নতুন যে কাহিনী দেখল...
%%%% এইটা একটা জন্মদিনের পোস্ট... মাঝে এগুলাকে ডানে বামে লটকানো হলো, এখন কি ঘটনা ঠিক বুঝতে পারছি না। ভুল হলে মডুরা দয়াপূর্বক ঠিক করে দিয়েন। %%%%%
আব্দুল হাই
করে খাই খাই
এখুনি খেয়ে বলে
কিছু খাই নাই
লাউ খায় শিম খায়
মুরগীর ডিম খায়
কাচা পাকা চুল খায়
খেয়ে মাথা চুলকায় ....
স্মৃতি থেকে লেখা.... বানান ও ফরম্যাটিংএ ভুল থাকতে পারে.. সেজন্য ক্ষমাপ্রার্থী।
ছোটবেলায় এইসব ছড়া পড়ে বড় হওয়া... এই ছড়াগুল...
অনেকদিন কিছু লিখিনা... ব্যস্ততার দোহাই দিয়ে সহজেই পার পেয়ে যেতে পারি, কিন্তু আসলে ঠিক ব্যস্ততা নয়। আলস্য? বলা যায় হয়তো... পুরোপুরি আলস্যও ঠিক নয়। ইদানিং কিছুই করতে ইচ্ছা করে না.. কেমন এক জড় পদার্থে পরিণত হচ্ছি।
বাইরে মোটামুটি ঠাণ্ডা ... -১২ ডিগ্রী সেলসিয়াস দেখাচ্ছে। বেশ বড়সড় তুষার ঝড়ের কবলে পড়ে এখানে এখন মোটামুটি সব স্তব্ধ। ক্লাস বন্ধ, জীবন অসার... সব কিছু যখন গতিময় থাক...
××× বিশুদ্ধ শৈল্পিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিখ্যাত দুষ্টু ছবি থাকার সম্ভাবনা ব্যাপক। সুতরাং ঢোকার আগে সাধু সাবধান।×××
উপরোক্ত কথাটি একটি ভুল ডিসক্লেইমার। এই সিরিজের কোনো ছবিতে দুষ্টু কিছু দেখার নাই, কিন্তু বুঝে নেওয়ার আছে
সিরিজ লেখা শুরু করেছিলাম প্রতিদিন একটা করে (অন্তত: একদিন পর একদিন) লেখা দেব ভেবে। কিসের কি! পরীক্ষা আসলো, পর্বত সমান চাপে তামা তামা হয়া গেলাম.. দাড়ি বড় হইত...
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
অস্বস্তিকর ভিডিও, প্রোফেনিটি আছে। সবার দেখার উপযোগী নয়।
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
খোমাবইয়ে আমি তেমন একটা নিয়মিত না। মাঝে মধ্যে যাই, দেখি এ-সে এই-সেই ছবিতে আমাকে ট্যাগ করে রেখেছে। আবার মাঝে মধ্যে অনেকে অনেক ভিডিও ও আপলোড করে দেয়। জানালার ফাঁকে দুপুরের অলস রোদ দেখার আগ্রহ নিয়ে দেখি, খুব একটা কমেন্ট করা হয় না। চলে আসি।
মাঝে মধ্যে দুয়েকটা ভিডিও দেখে হাসবো না কাঁদবো ঠিক বুঝ...