ইস্টি কুটুম গেলাস আমার
অমল ফেনায় ভরা
দে সারিয়ে বোধের অসুখ
মেধার তাবৎ জরা।
বাসবো ভালো
একশোয়েরো অধিক বছর
কথা দিলাম।
পাখির মতো
মুক্ত স্বাধীন
ফুলের মতো
রঙে রঙিন
ঝড়ের মতো
ওলট পালট
নদীর মতো
দু-কূল ভাসা
বাসবো ভালো
কথা দিলাম।
দূর আকাশের
নীলের মতো
বিস্তারিত সবুজ ঘাসের
শয্যা যেমন
তেমন করে বাসবো ভালো
তো...
গেলাসে অলৌকিক মদ
মদ নয় যেনো রক্ত
রক্তের'চে বেশী নীল বিষ
নীল বিষে শিস্ কাটে ঠোঁট।
**১৯৯৫ সালে প্রকাশিত 'নীল বিষে শিস্ কাটে ঠোঁট' বই থেকে নেয়া।
মাংস ও আধখানা চাঁদের কাবাব
আকাশ মোড়ানো গ্লাসে নক্ষত্র ময়ুরের নাচ
আর কিছু সেতারের শ্রাগ
তার কতটুকু আমার
ঠিক কতটুকু পান করে তবে
হারাবো আমি শরত সন্ধ্যার ভান