২৭ ডিসেম্বর, ২০১৩, শুক্রবার
ল্যাটিচিউড ২১ ডিগ্রী ০১ মিনিট নর্থ, লংগিচিউড ৯১ ডিগ্রী ২০ মিনিট ইস্ট
২০১০এর শীতকাল, জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা।
মানুষ মুছে গেলে অসহায় লাগে -
জানি চলে যাওয়া মানে প্রস্থান নয়, তারপরও চলে যাওয়া মানে প্রস্থানই। যতই মনে করি জলন্ত স্মৃতিগুলো, ঝরে যাওয়া বন্ধুটি ফিরে আসবে না, মুছে গেছে সে চিরতরে আমাদের জীবনপ্রবাহ থেকে। একদিন তো আমরাও চলে যাব চিরবিদায়ের পথে, খানিক আগে আর পরে, এই-ই যা।
গোল্ডফিশ - ১
পাড়ার দুই মুরব্বী কথা বলছেন--
-- যাই কন ভাই, দেশটা খালেদা- হাসিনার চেয়ে এরশাদের সময় লাইনে ছিল, ভালই ছিলাম।
-- ঠিকই বলেছেন, মাইয়া মানুষ কি দেশ চালাতে পারে! আর্মির জেনারেল হচ্ছে বাপের ব্যাটা। সবাইরে পেদিয়ে লাইনে রাখত।
ঠিকই, আমরা আসলেই গোল্ডফিশের জাতি।
গোল্ডফিশ - ২
ঐ শুনেছিস, এরশাদ আবার দল বদল করেছে !
- কতক্ষণ আগে?
মানে? আজ দুপুরেই তো শুনলাম।