আজ সারা রাত অঝোর ধারায় বৃষ্টি পড়ুক
আজ সারা রাত কষ্ট গুলো ডানা মেলে
স্মৃতির সাথে ইচ্ছেমতো যুদ্ধ করুক।
আজ সারা রাত নির্ঘুম রাত একাই কাটুক
আজ সারা রাত আমায় ভেবে
দু চোখ বেয়ে একটু না হয় অশ্রু ঝরুক।
লোকে লোকারন্য,
সবাই অপেক্ষা করছে,
সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে।
ক্রমশই আমরা হারিয়ে যাচ্ছি,
হারিয়ে যাচ্ছি সত্য এবং সততার থেকে, ন্যায় এবং নীতির থেকে,
সুন্দর এবং সুশৃংখলার থেকে, সভ্যতা এবং উন্নতির থেকে
প্রতি মূহুর্তে হারিয়ে যাচ্ছি দ্রুত গতিতে।
কেউ জানেনা কতদূর পেছনে ফেলে এসেছি-
যেখান থেকে শুরু করেছিলা...