- হ্যালো বার্থডে বয়!
- হে!হে! আপনি এসএমএস করেছিলেন, তাই না?
- আমি জানি তুমি চিনতে পারোনি
- আমি তো তখন পাঁড় মাতাল! চেনার কথা কি?
- ঠিক আছে, পরে তো চিনলে
- হু
- আমেরিকা থেকে দুটো এসএমএস এসেছিলো, একই এরিয়া কোডের, প্রথমটা ভাইয়ার, আরেকটা কে হতে পারে ভাবছিলাম..
- আরেকটা "গল্পদাদু"
- হু, আর কেই বা হতে পারে
- আপনি কনইয়াক খান?
- খুব ভক্ত নই
- আমিও না, একজন উপহার দিলো কিনা..
- আমার পছন্দের জিনিস ভদকা
- কি যে ...
আমি কিন্তু জানতাম আপনার সিনেমাটা আর দেখা হবে না, আর আপনি জানতেন সূর্যটা আরো লাল হয়ে ঢলে পড়ছে পশ্চিমে।
তারপরও আমরা সবাই আশা করেছিলাম...
[০]
"Hola গল্পদাদু"
"Comostas!.. কি খবর?"
"খবর আর কি.. যেমন ছিল তেমন, রেদাং দ্বীপে গেছিলাম বউকে নিয়ে, খোলা সাগরে লাল-নীল মাছ দেখে আসলাম...এই সব..."
"ভালোই তো.."
"না ভালো না, আপনি ...
শহীদ রফিক উদ্দীন (আলোকচিত্রী: আমানুল হক)১৯৫২ সালে আমানুল হক ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজে আর্টিস্ট কাম ফোটোগ্রাফার। একটা ভাঙ্গা বক্স ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান আর ছবি তোলেন। বিয়ে থা করেননি (এখনও চিরকুম...[img_assist|nid=12127|title=শহীদ রফিক উদ্দীন (আলো