মেঘ করে আসে
আমার আকাশে
জানালার ফাঁক গলে
মনে মনে ছুঁয়ে দেই
তার কপালে আমার ঠোঁট।
বৃষ্টির শুরু কবে
পাইনা তা টের। আমি বসে
জানালার সামনে আকাশ-
বাতাসের ছাঁটে বৃষ্টির অণুজল
আমায় ভিজিয়ে দেয়;
অথবা বলে যায়
ভুলে যাওয়া কোন
স্বপ্নের কথা।
...
জানালার পাশে আমি বসে নিশ্চুপ,
বৃষ্টির ফোঁটা এসে বলে যায়, ‘টুপ’।
সামনে গাছের ডালে পাতাদের ফাঁকে,
মেঘের সারথি ঘুম চোখ নিয়ে ডাকে।
হাতে পড়ে থাকে কাজ, মিছে আঁকিবুকি,
অতীতেরা গুটি পায়ে এসে দেয় উঁকি।
আঁধারে লুকাই মুখ বৃষ্টি চাদরে,
সেও ...
প্রেমের গন্ধ মাতাল না নীল?
শ্বাসের আকাশে ধোঁয়ার মিছিল।
আমি রোদ চাই, আমি রোদ চাই।
শেকল বিছানা যাপিত জীবন
চিনিখোর পিপড়ার ক্ষুধা নিবারণ।
পাপের স্বপ্ন স্বগত না ভোগ?
চোখের ভেতরে ক্যাকটাস রোগ।
আমি চিনি চাই, আমি চিনি চাই-
জঙ্গলে কানা...
পুরনো সে ভুল
আজ যেন ফুল
হয়ে থাকে স্মৃতি জুড়ে,
যে দীর্ঘশ্বাস
মাঝে বসবাস-
তাই নিয়ে যায় দূরে।
চারপাশে সব
মৃত অনুভব
এর মাঝে হৃদিহারা,
মেঘের বালিকা
যেন মরীচিকা-
মরু বুকে জলধারা।
স্রোতেলা সময়
কারো দাস নয়
কখন যে চলে যায়,
মুগ্ধ বালক
...
কোন মানে নেই কবিতা লেখায়
কোন মানে নেই গানে,
রাতের আকাশে ভরাট জোছনা
তারো নেই কোন মানে।
কোন মানে নেই কষ্ট পাওয়ায়
মানে নেই মনে রাখায়,
কোন মানে নেই তুলির আঁচড়ে
হৃদয়ের ক্ষত আঁকায়।
কোন মানে নেই কারো পথ চেয়ে
অপেক্ষা আজীবন,
কোন মানে ন...
তোমার আছে খেলনা শত শত,
তারপরও বলবে, তুমি আমাদেরই মতো?
আমাদের আছে হাতে গোনা কিছু,
তাও তোলা থাকে বাক্সে।
খেলা করার সময় কোথায়?
থাক সে কথা, থাক সে।
তোমার আছে অনেক বাড়াবাড়ি,
সকাল বিকেল হিসেব মেটাই তারি।
মুখে তোমার কথার তুফান,
ঈষৎ বাঁক...
এখন আমি জানি আকাশ অনেক বড়,
তবুও পাখি আসে মাটির কাছে ফিরে,
এখন আমি জানি প্রবল ঝড়ের রাতে
নিজের খেয়াল মত বজ্র আকাশ চিরে।
এখন আমি জানি ঘাসের ফুলে ফুলে
অগোচরে কত রঙ জমানো থাকে,
এখন আমি জানি স্মৃতির অন্তরালে
দেখা হবে কোন চেনা পথের বাঁক...
বিন্দু বিন্দু গড়ে ওঠা নদী
আজকে চলার পথে থামে যদি
আমার সরল প্রেম তবু জেনো
থামবেনা পেলে বাধা কোনো ॥
তোমার চোখের বক্ররেখা
দিগন্ত দূরে যত যায় দেখা-
আমি তার সমান্তরাল পথে
ত্রিভূজ প্রেমের সূত্র হতে
বদ্ধ ক্ষেত্রটাকে ছিন্ন করে
তোমা...