১।
মাত্র মাসছয়েক আগেও কম্পুকে ইউনিকোড কম্পাটিবল করতে প্রচুর মারামারি করতে হোত৷ ব্যাপারটা একসময় সহজ হবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা ভাবি নি৷ সেই জন্যে সবার আগে ওমিক্রোনল্যাবকে সেলাম জানাই৷
এখন মোটামুটি দু'তিনটে সহজ স্টেপেই কম্পুতে ইউনিকোড বাবাজিকে ধরে রাখা যায়৷
মাশীদাপু ও এডমিন,দুজনেই দেখিলাম নিজ নিজ খোমা প্রোফাইলে প্রদর্শন করিতেছেন!:-)
তাহাদের প্রেরণায় প্রাণিত হইয়া আমিও প্রোফাইলে আমার খোমা লাগাইলাম।
তবে কতদিনের জন্যে, সেইটা বলা মুশকিল!
দেখা যাক।