অনিচ্ছায় বসে থাকা অর্থহীন জ্ঞানে
বুদ্ধিদীপ্ত মুখোশের আড়াল কোথায়!
খসে পড়ার গর্জনে গুঞ্জনরত সময়-
আত্মার ক্রন্দনে চেনা আমি হারায়।
বাহ্-রে-বাহ্...
বাহ্বা ফোয়ারা জন্মায়;
সামাজিকতার দায়ভার
জ্বলন্ত বিরক্তি সুপ্তাবস্থায়
ধন্যব...
মনের পাতায় সদা কাটা ছেঁড়া
নেই চিহ্ন- সবই শুধু দেজাভূ
মন যখন তখন যেখানে যেমন
নেই সীমানা, অনিয়মের নিয়ম
দিগন্ত অস্পৃশ্য,
মন-দিগন্ত হারায়
লেখাগুলো দৃশ্যত
বন্ধুর পথে নোঙর গাঁথা
ঢেউ এসে আছড়ে পড়ে
হেঁটে যায় মন অবলীলায়
অভিসার মুক্তির...
জলের দামে বিকি হয়ে গেছি সেই কবে
মূল্যের নিরুপণ তো শুরু হলো এই সবে!
ভেবেছিলে বুঝি খুব সস্তায় নিয়েছো আমায়
রঙহীন জল মূল্যহীন নয়- অমূল্য ভাবনায়...
এখন আমি ভীষণ ভাবি, বিকি-কিনি-পসরা!
ভাবনাদের আগলে রাখি সযতনে আপনাতে
মনের দেয়ালে ক্ষতচি...
আলো বড্ড চোখে লাগে
আঁধারের তৃপ্তির আবেশ।
দিনবদলের আলো স্নিগ্ধ
মায়া তরান্বিত হয়
সুদূরে নিয়ে চলে
সত্ত্বাকে দূরতম রহস্যে
ব্যস্ততার গ্লানি যায় মুছে
দেহের ক্লান্তি অস্পৃশ্য।
আলোতে কোনো ভয় নেই
আঁধারে কোনো পাপ নেই
তবুও পাপের ভয়...
পড়ন্ত বিকেল
চড়ুইদের কোলাহল
হলুদাভ পাতায় রোদ্দুর
অকৃত্রিম, অনিন্দ্য, অপূর্ব!
তবুও মানব আমি
ভুলে যাই সব,
ভুলে যাই বাঁচা
আকাশ দূরে সরে যাচ্ছে
যখন ইচ্ছে হয় ছুটে যাই
ছুটে চলি পথের খুঁজে।
সন্ধ্যা লগ্নে প্রার্থনায় মজি
গোধূলির আলো ...
ভিন্ন সময়
ভিন্ন মত
ভিন্ন মাত্রা
আমাতে এক অন্য আমি
তবুও অভিন্ন আত্মায় সবার যাপিত জীবন।
পুনর্মিলন, একের সাথে অনেকের সহমরণ!
কী ভালো, কী মন্দ!
ভালো আমি, মন্দ আমি
লড়াইয়ে পক্ষ খুঁজি
মরণপণ সে যুদ্ধ
পরাজয় শেষেও মন্দ আমি জ্বলে ওঠে।
অতঃপর
নীড়ে ফিরে আসা
আনন্দে ভেসে যাওয়া
নিজেকে আত্মস্থকরণের তৃপ্তি
বেশ ক'দিন
কী জ্বালা, যন্ত্রণা
নিজেকে হারানোর দংশন
রঙহীন রক্তক্ষরণ শরীর বেয়ে
এবং আবার
দহন হয়েছে অতীত
নিজেকে ছুঁতে পাওয়ার মুহূর্ত
এক অজানা আবেশে দিশেহারা
অ...
রোদের মাঝে হেঁটে বেড়াই রোদ হয়ে
জল ছুঁয়ে দিই জল হয়েই-
তবুও কেনো বুকের মাঝে শূন্যাঞ্চল!
মেঘের পানে দৃষ্টিতে ভাসি মেঘ হয়ে
ঘাসের নরোমে ঘাস হয়েই-
তবুও কেনো সত্ত্বা কাঁপানো দীর্ঘশ্বাস!
দলবদলের ভাবনা নেই দিনবদলের লগ্নে
মেঘ
ঘাস
পাত...
ক্লান্তি চুমু এঁকেছে কপালে-
(পরম যত্নের সেই আদর,
শিহরণ সমগ্র সত্ত্বা জুড়ে)
অবসর মিলে না কোনো।
কোথাও যেতে ইচ্ছে করে না
কিছু করতেও মন চায় না।।
গানের কথা ভেসে আসে
অন্তরাত্মা হতে-
বিবাগী মন নিয়ে জন্ম আমার...
শুধুই বলে,
আমায় ডেকোনা, ফ...
সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবসরে আমি তোমাকে চাই... দেখা না-দেখায় আমি তোমাকে চাই, না-বলা কথায় আমি তোমাকে চাই... অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই... শান্তি-অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই...
...