প্রিয় সচল, সচলায়তনের ব্লগার কৌস্তুভ অধিকারী অতি সম্প্রতি চুল পেকে যাবার জন্য দায়ী একটি জিন IRF4 চিহ্নিত করেছেন। এই উপলক্ষ্যে আমরা কৌস্তুভের একটা সাক্ষাৎকার গ্রহণ করেছি। সাক্ষাৎকারটি পোস্টে সংযুক্ত ইউটিউব লিংক থেকে দেখতে পারবেন।