সবুজ বাঘ এর ব্লগ

প্রেম-৯

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: রবি, ২৯/০৯/২০১৩ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রেম ...পাকিজা শাড়ির তলায় লুকিয়ে ছিল
আমি তাকে ধরে নিয়ে এলাম বেদনাহত কবুতরের বাচ্চার ডিমে তা দিয়ে
অথবা নার্গিস বন পেঁয়ারার ডালে বসে থাকা ডাবল পেঁয়ারা
মৌটুসী তুমি নেমে এসো জলদি
গভীর অনকূলহীনতা হামাক পিছু ডাকে
অভিমান..স্বপ্নহীনতাকে ঘিরে ধরে নিয়তই চাবকায়
ওগো ঘোড়া তোমার গোলাপী হৃদয় কেবলই দৌড়ায় মাঠ পেরিয়ে দূরের মাঠে
তবু তুমি ক্লান্ত নও...তুমি কি জানো না বেদনায় নীল হয়ে গেছে চীন সাগর


মা আমাকে কোলে নিয়ে হাঁটছে

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ০৩/০৫/২০১৩ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি তখন অনেক ছোট। স্কুলে পড়ি কি পড়ি না আমি ঠিক জানি না। একদিন খুব সকালে মা আমাকে ঘুম থেকে টেনে তুলল। তারপর আমার ইজেরে হাত দিয়ে পরখ করে দেখল আমি হিসি করেছি কিনা। মার মুখটা বরাবরের মতোই গম্ভীর হয়ে গেল। তারমানে আমার মাজায় কালো সূতা দিয়ে বাঁধা তাবিজটা কোনও কাজ করছে না। অথচ এই তাবিজটা মাকে প্রায় জোর করে ধরিয়ে দিয়েছিল আমার নানী হায়েতুন্নেসা। তার ধারণা ছিল, এতে আমার বিছানায় মূত্রত্যাগের রোগ চিরতরে সেরে


সিলসিলা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বুধ, ৩০/০১/২০১৩ - ১১:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মৌরিতানিয়ার মতো হয়ে যাচ্ছে পৃথিবীর নদী ও নারী
গহ্বর থেকে উঠে আসছে সাপ
উঠে আসছে পাপ
বিলাস দ্রব্যের মতো আমাদের চায়ের কাপ
শুষে নিচ্ছে যাবতীয় কনডেন্স মিল্ক
সিলসিলা ড্রেসের মতোই রঙিন
বড় রঙিন সন্তোষে কাটানো বালকবেলা
আহা সিলসিলা কাপড়ে ঢাকা মেয়েরা
তুমাদের মনে পড়ে

....কবিতার নাম মরে যাবার আগে ও পরে


নিস্তলরয় বনাম ফুটবল ও পিস্তল অথবা নাইলোটিকা মাছ

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বিষ্যুদ, ১০/০১/২০১৩ - ১১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

নাইলোটিকা মাছের গভীরে জমে আছে লাল
অথবা আমাদের পিস্তল পবিত্র পিস্তল আমার
এখানে কুমুদিনী গার্লস কলেজের সামনে একা দাঁড়িয়ে
তোমাকে দেখব বলে এই ঘনঘোর অন্ধকার
নিশাচর পাখির মতো তন্দ্রাহীন
প্রখর রোদে

এই যে বিকেলবেলাগুনি ধসে গেল
এই যে নির্দয় প্রেম একদিন ফুরিয়ে গেল
এই যে অকস্মাৎ মানুষের মন
শনপাপড়ির মতো থোকা থোকা
মিষ্টি হয়ে ঝরে পড়ে মানুষেরই মনে
অরণ্যে ভরনপোষনের দায় কে কাহারে দিছে


বানরের বাচ্চা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বিষ্যুদ, ১৩/১২/২০১২ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দৃশ্যত পাখির বাচ্চা মনে হলেও মানুষ কিন্তু বানরের বাচ্চাই বেশি ভালোবাসে
মানুষ তাই তার বানরের বাচ্চারে বিছ্যাকলাখিলায়
দুধভাত খিলানের কথা ভাবে কিন্তু খিলায় না
খিলায় নিজেরে কিংবা স্ত্রীপুত্র দুলাভ্রাতাগণকে

তাই হে বিছা কলা হে পরমেশ্বর হে শান্তিপূর্ণ বিজ্ঞানছানা
তুমি নিচ্চই লাঈলী মজনুরে চিন? তাদের প্রেমখেলা দেখেছো?
দেখেছো ডাইনশুয়ারকে ঘাস খেতে?


তাইগ্রিস নদী ও পবিত্র ঘুড়ার ডিম

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বুধ, ০৩/১০/২০১২ - ২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি জানি, কাল সকালেই একটা মৃত বালক এসে
হামাক জিজ্ঞাসিবে, ভাই আমারে তাইগ্রিস নদীটা দেখিয়ে দাও
আমি তাকে একটা নীল রঙের ঘুড়ার ডিম উঁচু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে ফেটে যায়
তারপর হেঁটে যায় মানবিক সমাজে তার সিন ও সিনাওয়াত্রা দেখিয়ে বলব
আরও পিছনে হটো, ঘটে যাওয়া ঘটনার মতো
তুমি এক পালঙ শাক খেকো বালক তুমাকে মানায় না তাইগ্রিস নদীতে সাঁতার কাটা
তুমি বরঙ ঝিনাই নদীতে সাঁতার কাটো


গেম

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শুক্র, ২৯/০৬/২০১২ - ১২:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গেম হেরে গেছি বহু আগেই
কেবল মৌরসিপাট্টাই বাকি
তবু সেম গেম এলে এখনও মুষড়ে পড়ি খেলিবার তরে


নাইলোটিকা

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বিষ্যুদ, ২১/০৬/২০১২ - ১২:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অতএব স্বাস্থ্যপান করি
পৃথিবীর মদের দোকানের
জলপাইগুঁড়িতে বসে
যেভাবে রাজকুমার স্বাস্থ্য পান করে
চাপাতার বনে
তাই আমরা পৃথিবীর নাইলোটিকামাছের স্বরূপ জানতে ছেলেবেলায় ফিরে যাই
আমাদের বাড়িঘর যুদ্ধবিধ্বস্ত বাড়িঘরের মতোই অগোছালো বাবাটা অনেক তাগড়া
যোয়ান মর্দের মতোই বিকেল অনেক ফুটবল খেলা শান্তিকুটিরে শান্তিরা চারবোন টুকপলান্তি খেলা শোভাদির বুকে বিশাল জাম্বুরা সবুজ সবুজ সবুজ


আপাতত শিনঝুয়ান নদী তীরে

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: শনি, ০৩/০৩/২০১২ - ১০:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আপাতত শিনঝুয়ান নদীতীরে ঘুরে বেড়াই
তারপর দেখা যাবে কোথা যাওয়া যায়
পটেমেকাস কিম্বা শরপেনটাসের বাড়িতে দুফুরের খানা খাওয়া যায়
গরমাগরম জিলাফাদ্বারা
যদিও ওরা দুফুরে ভাতপান করে কি-না, জানি না
আর জানলেই বা কী? হয়তো ওরা হামাক কুনো কিছুই খিলাবে না, নিজেরা নির্ঝঞ্ঝাট খাবে বলে
তখন কী হবে? তখন ওদের বয়কা টোশবিস্কুট গরমজলদ্বারা চেটেপুটে ফের শিনঝুয়ান নদীতীরে


মৌরিতানিয়াগো

সবুজ বাঘ এর ছবি
লিখেছেন সবুজ বাঘ (তারিখ: বুধ, ২২/০২/২০১২ - ১২:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মায়োনিজ মাখানো ঘুড়ার ডিম দ্বারা ভাত পান করার পর
শইল্যে একটা মৌরিতানিয়া বাসা বাঁন্ধে
আমি তারে বললাম, মৌরিতানিয়াগো...আমি তুমাকে ভালোবাসি
ভালোবাসি তুমার আধার কালো চোখ মিটিমিটি হাসি
বাসি ফুলসদৃশ নধর অধর গিধরের ন্যায় পান করিতে
তাহার পর টাইগ্রিস নদীর জলে চান করিতে
আমাগো চাইরপাশে তখন ফ্যান্টাশটিক সব দৃশ্যাবলি