তহনো আমাগো পক্কু পাকে নাই। দিন রাইত চিন্তা করি প্যাটফুলা ভুলারে কেমনে কইরা গুতান যাইবো। রাইতে পরিকল্ফনা ফানদি, আর দিনে তার বাস্তবায়ন নিই সুচারুভিঙ্গতে। তবে বাচোয়া এই যে ভুলার প্যাটবুঝাই আছিল কিমরি। যেজুইন্যে আমাগো নরম হাতের ঘুষি ভুলার গরম প্যাট ঠিকই হজম কইরা ফালাইতো। তে ভুলারে একিদন এমনে এমনেই নিষ্ঠুরের মতো গুতাইতাছি,বৈরান নদী থিক্