ভালোবাসি জীবনের মুগ্ধ প্রজাপতি
ভালোবাসি অনন্ত ঢেউ সুখের সাম্পান
জোয়ারের টানে ভাসে স্নিগ্ধ নদীকূল
জীবনের ঝাপটা লাগে পালের গহীনে
সময়ের টান পরে নায়ের রশিতে
স্রোতে ভেসে যায় দেহ, ভেসে যায় নদী
গোধূলী আকাশে ভাসে ভাটিয়ালী মেঘ
জলর...
একটি পাখির জন্য পথ চেয়ে থাকি
হঠাৎ চমকে উঠি দিগন্তে তাকাই
হেমন্তের ডাকবাক্স রোজ খুলে দেখি
এলো কিনা সেই পাখি, শূন্য, শূন্য, শূন্য...
অপেক্ষার শেষ নেই চোখে তন্দ্রা আসে
বিশখালি নদী হয় অনন্ত যৌবনা
রশি হয় টান টান পালে লাগে হাওয়া
সময় ...
দেয়ালে ঘড়ির ছায়া সময়ের নকশার মতো
জাগে অবিরাম -
মেঘের গম্ভীর ডাকে বিষধর পায়রার জলে
অশুভ প্রণাম ।
দুচোখে ঘুমের ঘোরে অগণিত অজগর এসে
আঁকে চারুকলা -
প্রবল প্রাণের স্রোতে সেই প্রিয় ঘড়িটার কাঁটা
ভীষণ উতলা ।
সৈয়দ আখতারুজ্জামান
akhter_bs...