প্রিয় সুধী,
মুক্তিযুদ্ধের উপর অনলাইন আর্কাইভে আপনাকে শুভেচ্ছা জানাই।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্র
Bangladesh Liberation War Library and Research Centre
ফেসবুক পেজ
প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে; বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণা এবং প্রচার নিয়ে কাজ করছে এই সংগঠন।
আমাদের দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ব্যাপক বিকৃতি হয়েছে এবং বর্তমান সময়েও একটি দেশদ্রোহী মহল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করে যাচ্ছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির এই অপচেষ্টাকে ব্যর্থ করার জন্য, মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে ও সর্বস্তরে পৌঁছে দিতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার খাতিরে আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক "অনলাইন-পাঠাগার/ সংগ্রহশালা" উদ্যোগটি গৃহীত হয়েছে, যার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের বই, দলিল, ছবি, অডিও, ভিডিও 'বিনামূল্যে' তরুণ প্রজন্মের হাতের নাগালে পৌঁছে দিতে চাই।
গত ০৪ মে, ২০১৪ তে আমরা মুক্তিযুদ্ধের উপর আমাদের অনলাইন সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করি। [ওয়েবসাইট লিংক]
www.liberationwarbangladesh.org মূলত: মুক্তিযুদ্ধের বই, দলিল, ডকুমেন্টারী, ভিডিও, অডিও, মুভি ও ছবির একটি সংগ্রহশালা; যা বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত।
এখানে যে বই, দলিল, ডকুমেন্টারী, ভিডিও, অডিও, মুভি ও ছবি পাওয়া যাচ্ছে, তার কিছু অনলাইনে আগেই বিভিন্নজন আপলোড করেছিলেন এবং বাকিগুলো আমাদের আপলোড করা।
এম.এম.আর. জালাল ভাই, মাশুকুর রহমান, purposesother, সুমন মাহমুদ, ICSF-এর ওয়েবসাইট, আমার বই ডট কম, গ্রন্থ ডট কম, দেশের বই ব্লগস্পট ডট কম, আমার ব্লগের ইবুক সংগ্রহশালা, বাংলা গ্যালারী ডট কম ও অনলাইনে মুক্তিযুদ্ধের বিভিন্ন বই, দলিল, ডকুমেন্টারী, ভিডিও, অডিও, মুভি, ছবি আপলোড করেছেন, এমন সকল "ব্যাক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের" কাছে আমরা কৃতজ্ঞ।
আমাদের অনলাইন-পাঠাগারের কোন কিছুর জন্য পাঠক থেকে কোন অর্থ আমরা নিই না এবং কারো থেকে কোন অনুদানও আমরা গ্রহণ করি না।
মূলত: আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরার জন্যই আমাদের এই উদ্যোগ।
আমাদের মুক্তিযুদ্ধের ই-আর্কাইভ ঘুরে আসবার আমন্ত্রণ রইল।
ধন্যবাদ।
ভালো থাকুন।
নিরন্তর শুভ কামনা।
- সাব্বির হোসাইন।
প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্র।
আহবায়ক সদস্য, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম।
_________________________________________________________________________
আমাদের এই উদ্যোগটি বাস্তবায়ন করার পিছনে যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়-
মাহবুবুর রহমান জালাল
মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষক
অনলাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক দলিল ও তথ্য-উপাত্তের কাজ প্রথম শুরু করেন।
কাজী মুকুল
সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
সাব্বির খান
আন্তজার্তিক সম্পাদক, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
শওকত বাঙালি
যুগ্ম সাংগঠনিক সম্পাদক, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
ডা: নুজহাত চৌধুরী
শহীদ বুদ্ধিজীবি ডা: আবদুল আলীম চৌধুরীর কন্যা
যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে আন্দোলনে একদম প্রথম হতে যুক্ত।
রায়হান রশীদ
ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটাজিক ফোরাম।
আমাদের সাথে থেকে উৎসাহ যুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
_________________________________________________________________________
এখন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে যা যা আছে-
[ এই লিংকে যেয়ে কনটেন্টের নামের উপর ক্লিক করলে নতুন একটি উইন্ডোতে সেই কনটেন্টটি খুলবে ]
মুক্তিযুদ্ধ বিষয়ক বই
০১. দালাল আইনে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী-এ এস এম সামছুল আরেফীন।
০২. একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল।
০৩. একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম।
০৪. আলবদর ১৯৭১- মুনতাসীর মামুন।
০৫. মুক্তিযুদ্ধে ছাত্রলীগ ও বাংলাদেশ লিবারেশন ফোর্স (বি.এল.এফ.)- শেখ মোহাম্মদ জাহিদ হোসেন।
০৬. চরমপত্র- এম আর আখতার মুকুল।
০৭. যুদ্ধাপরাধ ও গণহত্যা ১৯৭১- আজাদুর রহমান চন্দন।
০৮. মুক্তিযুদ্ধ ও নারী- রোকেয়া কবির ও মুজিব মেহেদী।
০৯. পাকিস্তানী জেনারেলদের মন- মুনতাসীর মামুন।
১০. একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগষ্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর- কর্নেল শাফায়াত জামিল, বীরবিক্রম।
১১. অসমাপ্ত আত্মজীবনী- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
১২. অসহযোগ আন্দোলন: একাত্তর - রশীদ হায়দার।
১৩. নৃশংস একাত্তর- মোস্তফা হোসেইন।
১৪. অপারেশন জ্যাকপট- সেজান মাহমুদ।
১৫. বাংলাদেশের জন্ম - রাও ফরমান আলী খান।
১৬. জনতার আদালতে জামাতে ইসলামী- শাহরিয়ার কবীর।
১৭. একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়।
১৮. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস- লুৎফর রহমান রিটন।
১৯. আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম।
২০. গণআদালতের পটভূমি - শাহরিয়ার কবির।
২১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র - সম্পাদক: হাসান হাফিজুর রহমান - তথ্যমন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
২২. ডিসেম্বরের দিনগুলি- নুরুজ্জামান মানিক।
২৩. মুক্তিযুদ্ধ ও চারু মজুমদার- নেসার আহমেদ।
২৪. মুক্তিযুদ্ধের পূর্বাপর : কথোপকথন।
২৫. ১৯৭১: চুকনগরে গণহত্যা- মুনতাসীর মামুন।
২৬. বেহাত বিপ্লব: ১৯৭১- সলিমুল্লাহ খান।
২৭. ছয় দফা- অফিসিয়াল ইশতিহার।
২৮. Bangladesh: A Legacy of Blood- Anthony Mascarenhas.
২৯. Witness to Surrender- Siddiq Salik.
৩০. রাইফেল, রোটি, আওরাত - আনোয়ার পাশা।
৩১. ২৬ টি চিত্রে বঙ্গবন্ধু।
৩২. বঙ্গবন্ধু কর্মসংকলন।
৩৩. আমি মুজিব বলছি- কৃত্তিবাস ওঝা।
৩৪. বঙ্গবন্ধুর অপ্রকাশিত চিঠিপত্র- ড. সুনীল কান্তি দে।
৩৫. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ: সমকালীন সাংবাদিকের দৃষ্টিতে- আমির হোসেন।
৩৬. সংবাদপত্রে বঙ্গবন্ধু।
৩৭. একাত্তরের কন্যা জায়া জননীরা- মেজর কামরুল হাসান ভূঁইয়া।
৩৮. একাত্তরের কিশোর মুক্তিযোদ্ধা- হামিদুল হোসেন তারেক বীরবিক্রম।
৩৯. ফাঁসির মঞ্চে তেরজন- আনোয়ার কবির।
৪০. মুখোশের অন্তরালে জামাত- মাওলানা আবদুল আউয়াল।
৪১. মওদুদী-জামাত ফেৎনার স্বরূপ- আনোয়ার কবির সম্পাদিত।
৪২. সেই রাজাকার- জনকণ্ঠে প্রকাশিত রিপোর্টের সংকলন।
৪৩. শাহবাগের সাথে সংহতি- সম্পাদনা: রেজওয়ান তানিম।
৪৪. বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস ১৮৩০ থেকে ১৯৭১- ডঃ মোহাম্মদ হাননান।
৪৫. জনযুদ্ধের গণযোদ্ধা- মেজর কামরুল হাসান ভূঁইয়া।
৪৬. আমি আল বদর বলছি।
৪৭. পাকিস্তানী যুদ্ধাপরাধী ১৯১ জন- ডঃ এম এ হাসান।
৪৮. The Vanquished Generals and The Liberation War of Bangladesh- Muntassir Mamoon.
৪৯. গণহত্যা (Genocide)- অ্যান্থনি ম্যাসকারেনহাস।
৫০. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর- আবুল মনসুর আহমেদ।
৫১. আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম - হুমায়ুন আজাদ।
মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারী
০১. Dispatches: War Crimes File।
০২. মুুক্তিযুদ্ধের ডকুমেন্টারী: বাঙলার জয়।
০৩. Dateline Bangladesh ডেটলাইন বাংলাদেশ।
০৪. একাত্তরের যুদ্ধাপরাধের উপর Asian News International (ANI)-এর ডকুমেন্টারী।
মুক্তিযুদ্ধ বিষয়ক ভিডিও ফুটেজ
০১. একাত্তরের একুশে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ফুটেজ।
মুক্তিযুদ্ধ বিষয়ক অডিও
০১. চরমপত্র- ২০১৩।
০২. বাহাত্তরে দেশে ফিরে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের অডিও।
_________________________________________________________________________
সবার প্রতি মুক্তিযুদ্ধের ই-আর্কাইভটি ভ্রমণের আমন্ত্রন রইল।
মুক্তিযুদ্ধের ই-আর্কাইভ: http://www.liberationwarbangladesh.org/
_________________________________________________________________________
মন্তব্য
মডারেটরদের কাছে অনুরোধঃ
'বিশেষ বিবেচনা'য় এ 'একাউন্ট'-টিকে 'সচল' করে নেয়া যায় না! নামের শেষে 'অতিথি' শব্দটা একেবারেই অস্বস্তির লাগছে। তেমন হলে না হয় 'সচল' করে দেয়া হল- কিছু 'সুবিধা' কম করে দেয়া হল, সত্যিকারের 'সচল' করে দেয়া পর্যন্ত! ব্লগজগতে মডুরাই সর্বেসর্বা, কাজেই এটা 'অসম্ভব' হওয়ার কথা না।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
চমৎকার উদ্যোগ! আগে শশরীরে গিয়ে পড়তে না পরলেও এখন সেই সুযোগ হাতের মুঠোয় এনে দেবার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ। সাইটটা ঘুরে আসলাম, আর কি কি পড়ব সেসবের একটা তালিকাও মনে মনে করে ফেলেছি।
আচ্ছা, সবকিছু না হোক, কিছু কিছু বিশেষ জিনিস কি বাংলার পাশাপাশি ইংরেজিতেও লিংক করে রাখা যায়?
তাহলে, এই জিনিসগুলো আমাদের পাশাপাশি অন্য ভাষার মানুষের সামনেও তুলে ধরা যেত।
শুভেচ্ছা :)
খুব ভালো সাজেশান দিয়েছেন।
ইংরেজী কনটেন্টগুলো বাঙলার পাশাপাশি ইংরেজীতেও রাখা হবে।
ধন্যবাদ।
[সাব্বির হোসাইন]
ইংরেজী সেকশান চালু করা হলো।
ধন্যবাদ।
ইংরেজী সেকশানের লিংক: http://www.liberationwarbangladesh.org/search/label/English
অসাধারণ কাজ হয়েছে। আপনারা যেটা করেছেন, করছেন সেটাও আর এক প্রবল যুদ্ধ। এ যুদ্ধে আপনাদের সর্বাঙ্গীন সাফল্যের আকাঙ্খা রাখি।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
(জাঝা) (Y)
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
অসাধারন, এখন শুধু ব্যপক প্রচার দরকার।
-আরাফ করিম
এই উদ্যোগটির কোন প্রশংসাই যথেষ্ট নয়, যখন মুক্তিযুদ্ধকে দলীয় কৃতিত্ব বানানোর আপ্রান চেষ্টায় মেতে থাকে রাজনৈতিক দলগুলো, যখন মুক্তিযুদ্ধের ছিন্ন-বিচ্ছিন্ন ইতিহাস মনমন পরিমার্জন ও পরিবর্ধন করে পরিবেশন করা হয়, তখন দিশেহারা নতুন প্রজন্মকে পথ দেখাতে পারে এই সংগ্রহশালা, মুক্তিযুদ্ধের আলোয় আলোকিত করতে পারে তরুণ হৃদয়!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
উদ্দোগটি ভাল। কিন্তু আর্কাইভে যে সব বই রয়েছে তা ইমেজ ফর্মেডে। ফলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে এই অন লাইনের মাধ্যমে বই পড়ে মুক্তি যুদ্ধের ইতিহাস জানা সম্ভব না। তাই অন লাইনের বইগুলোকে এক্সেসেবল করার জন্য দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পক্ষে অনুরোধ জানাচ্ছি।
এ এস এম আশিকুর রহমান অমিত।
পরামর্শের জন্য ধন্যবাদ।
নতুন একটি আইডিয়া দেবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
কাজটি সময় সাপেক্ষ হবে কিন্তু আমরা চেষ্টা করে যাবো।
ধন্যবাদ।
ভালো থাকবেন।
নিরন্তর শুভ কামনা।
[সাব্বির হোসাইন]
\জয় বাঙলা, জয় বঙ্গবন্ধু/
দেরি হোক, সমস্যা নাই। কিন্তু শুরু হওয়াটাই খুব বেশি দরকার। কারণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তিদের এই ধরণের বিষয় গুলোকে কেউ গুরুত্ব দেয় না। সবাই শুধু আশ্বাস দেয়, কেউ বাস্তবায়ন করে না। আশা করি এই বেলায় আর সে রকম হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন
এ এস এম আশিকুর রহমান অমিত।
নতুন মন্তব্য করুন