মরে যে এমন ধরাটা খেয়ে যাবে তা কামরুল বোঝে নাই । এখন সে সব টের পাচ্ছে! তাকে বসিয়ে রাখা হয়েছে বেশ শক্ত মত একটা টুল জাতীয় কিছুর উপর । কামরুল এর ঠিক বিপরীত এ বসে আছে লম্বা চওড়া কয়েকজন দেবদূত । একজন ক্লিন শেভড, বাকি সবার দাঁড়ি আছে ।দেবদূতেরা যেখানে বসে আছে তার ঠিক পেছনে দুটো লম্বা পিলার আছে। বেশ স্বচ্ছ পিলার দুটোর গায়ে অনেক কিছু লেখা আছে । কামরুলের বাম ও ডান পাশেও কিছু দেবদূত বসা আছে। তবে এরা দেখতে একটু ছোটখাটো । উচ্চতায় হয়ত কামরুলের কাছাকাছি ই হবে ।
মাঝখানের শান্তমতন চেহারার দেবদূত (হয়ত সবার নেতা) বলে ঊঠলেন
"জনাব কামরুল , আপনি কি শুনতে পাচ্ছেন ?"
"জ... জ্বি" ( ভাইভা দিতে গেলে কামরুলের সব সময় ই কাঁপাকাপি হয় । যদিও এখন যুগটাই কাঁপাকাঁপির !কেন যে খালি রিটেন টেস্ট হয় না!)
"গুগল ট্রান্সলেটর তো ভালই কাজ করতেছে হে!!!" শান্ত স্বভাবের দেবদূতটি পাশের জনকে বলে উঠলেন ।
ক্লিন শেভড যিনি, তিনি বললেন "হেহে!আমার মত রেডিও ফুরুত যদি লিসেন করতা! তবেই তো আর এসবের নেসেসিটি পড়ত না ড্যুড! আড়যেরা এমেজিং বাংলা টক করে!"
"কি বলছ এ সব?! ওরা তো বাংলাই বলে না!"
"দ্যাট ইজ হোয়াই আই এম টকিং এবাউট ইট ড্যুড! বাংলা তেমন নাই, মোস্ট অভ দ্য পার্টস আর ইন ইংলিশ! তাও ড়ং ইংলিশ! কিউল ! এনিওয়ে কাজ স্টার্ট করা যাক । তোমার পার্ট আগে ফিনিশ হোক ম্যান সরি ডেবড্যুড! "
শান্তমতন দেবদূতটি বলে উঠলেন "জনাব কামরুল । আমাদের পেছনে যেই দুটো পরিমাপক যন্ত্র দেখতে পাচ্ছেন তার একটি হচ্ছে পাপ পরিমাপক যন্ত্র অন্যটি পুণ্য ।"
ক্লিনশেভড দেবদূত বলে উঠলেন "একটাকে আমরা পাপোমিটার খল (call)করে থাকি, আরেকটাকে পুইন্যমিটাড় খল করে থাকি!"
মাঝখানে বসা শান্ত দেবদূত বললেন " আপনার ভয়ের কোন কারণ নেই। আমরা খুব নিঁখুত ভাবে সব কিছু পরিমাপ করব "
" ইয়েস! সেন্ট পার্সেণ্ট নিঁখুত । ডোণ্ট ওয়ারি ম্যান! ও ইয়েস! ইউ আর এ ম্যান! আশে পাশে সব ই ডেবড্যুড! ম্যান বলার চান্স ই পাই না! থ্যাঙ্কস গড! ওয়ান্স ইন এ হোয়াইল মর্টাল ম্যান এর দেখা পাই! "
ক্লিনশেভড এর বারবার বাগড়া দেয়ায় শান্ত দেবদূত কিঞ্চিৎ বিরক্ত হলেন বলে মনে হল । তিনি বললেন "এখন পর্যন্ত রিপোর্টে আপনার জন্য সুখবর আছে!"
কামরুল একটু নড়ে চড়ে বসে ।
ক্লিন শেভড এই জায়গাটায় একটু ভিলেনী হাসি হাসলেন! "আগেই এত হ্যাপি হবেন না মিস্টার! পিকচার আভি বাকি হ্যায় মাই নন ফেইসবুক ফ্রেন্ডো!! "
"এইটা কোন ভাষা?! " মাঝ খানের জন্য অবাক হয়ে বললেন ।
"বাংলা ই মনে হয়! রেডিও তে অনেক বার লিসেন করেছি তো!"
"ও আচ্ছা! আমরা আবার পরিমাপনে ফিরে আসি । তো যা বলছিলাম আপনার এখন পর্যন্ত বিচার বিশ্লেষণ ধনাত্নক । "
কামরুল ধনাত্নক মানে মনে করার চেষ্টা করে। চিন্তায় তার মাথা থেকে সব বের হয়ে গেছে ।
"ধনাত্নক মানে কি?" ক্লিনশেভড দেবদূত জিজ্ঞেস করেন ।
"মানে ইতিবাচক"
"বেংগলি ওয়ার্ড তো?!এফএমে কিন্তু লিসেন করি নাই ! ডাউট হয় সামটাইমস এই সব ইয়ারে এলে! ইউ নো ড্যুড! "
"তোমার সকল কথাও আমি কিন্তু বুঝতে পারছি না! গুগল অনুবাদক কিন্তু সফল হচ্ছে না তোমার বিশেষ ভাষা অনুবাদে ! "
"এনিওয়ে ড্যুড মুভ অন! আমরা নেক্সট সং মানে নেক্সট পোর্শনে চলে যাই!"
"ঠিক আছে!জনাব কামরুল । আপনার পার্থিব ঘটনা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আপনি অন্যায় কাজ তেমন করেন নি ! "
"স্ট্রেঞ্জ!" বলে ক্লিনশেভড দেবদূত অবাক হয়ে ঘাড় নাচালেন ।
কামরুল খুশি হয় । কথা সত্যি। সে তেমন খারাপ কাজ করে নাই!
"এর কারণ আপনি আসলে সুযোগ পান নি!!যেমন মনে করুন সরকারি চাকরি পাবার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন , তাই ঘুষ খাওয়া হয় নি আপনার! বেসরকারি চাকরি করে বসের ঝাড়ি খেয়ে দিন পার করেছেন!"
কামরুল খুশি হয় । ভাগ্যিস সরকারি চাকরিটা তার হয় নাই! বিসিএস ফেইল করার কারণে তার বাপে তাকে কতই না ঝাড়ি দিয়েছিল!
"কিন্তু বস কে লুকিয়ে লুকিয়ে অকথ্য ভাষায় গালি দিয়েছেন ! "
কামরুল দেখল পাপোমিটার এর কাঁটা একটু উপরে উঠে গেল ।
বেশ ভাব নিয়ে ক্লিনশেভড জন বলে ওঠেন "দ্যাটস হোয়াই হেল এ গেলে আপনাকে "এমপি" পয়েণ্টে সাইজ হতে হবে!"
"এমপি পয়েণ্ট বলতে উনি বুঝাচ্ছেন সংসদ সদস্যদের গালির উদ্দ্যেশে
সন্মান (!) প্রদর্শন করে নরকে যেই এলাকা নির্মিত হয়েছে, সেই এলাকায় আপনাকে শাস্তি ভোগ করতে হবে !উনারা আবার এই জন্য বিখ্যাত কিনা !"
"সাকা পয়েণ্ট বলে একটা পয়েন্ট আছে । আপনার লাক ভাল যে সেইখানে পড়েন নাই! নরকের কুখ্যাত গালিবাজদের ঐ খানে সাইজ করা হয়!সেই দৃশ্য আবার আমরা ডেভটিউবে ওয়াচ করি। সো কিউল!!"
শান্তমতন দেবদূত বললেন "আপনি মেয়েদের দিকে তেমন তাকান নি ! আপনার বিরুদ্ধে নারী ঘটিত কোন অভিযোগ আসে নাই । "
কামরুল খুশি মনে দেখল পুণ্যমিটার এর পয়েণ্ট বেশ খানিকটা উপরে উঠল ।
"ইউ নো! যদি লুলামি করতেন ! তাহলে আপনাকে এরশাদ পয়েন্টে নিয়ে সাইজ করা হত! এনাদার কিউল প্লেস!" ক্লিনশেভভ উৎসাহের সাথে বলে ওঠেন ।
এইভাবে করে দুজন মিলে নানা দোষ গুণ বিশ্লেষণ করলেন । পাপোমিটার আর পুণ্যমিটার এর কাঁটাও উপর নিচ করল । শেষ পর্যন্ত হিসেব নিকেশ করে দেখা গেলো কামরুল পৃথিবীতে বেশ ভাল মানুষ হিসেবেই জীবন যাপন করেছিল । তার পুণ্য এর পরিমাণ বেশি নয়, কিন্তু পাপ এর পরিমাণ ও কম ।
পাপ এর চেয়ে পুণ্যের পরিমাণ বেশি আছে । কামরুল তো খুব খুশি ।
"ওয়েল মিস্টার খামরুল! এত হ্যাপি হবার কারণ নাই । টিল নাউ
আমরা শুধু অফলাইন ওয়ার্ল্ড এর কথা টক করেছি! নাও লেটস ঠক এবাউট অনলাইন ওয়ার্ল্ড ! ফেইসবুকে আপনি কি কি করেছেন তার উপর পাপ পুণ্য মেজার করা হবে!?! "
এই কথা শুনে কামরুল এর গলা শুকিয়ে গেল ।
"আই লাভ টু কল মাইসেলভ ফেইসবুক ডেবড্যুড । রিয়েল লাইফে আপনি মেয়েদের দিকে তাকান নি। লজ্জা পেতেন বলে। বাট দেখা যাচ্ছে ফেইসবুকে আপনি সেই রকম এক্টিভ । শুধু মুখ কিংবা বুক নয় ... "
শান্তমতন দেবদূত কেশে ওঠেন " আমরা গভীরে না যাই!"
" কামন ম্যান! সরি ডেবড্যুড! বি এ ম্যান! ইউর কারণে তো কথাই ঠিকমত বলা যায় না! আমাদের সব পাপের কথা এক্সপোজ করতে হবে! এনিওয়ে । ডিফরেণ্ট টাইপ এর পাপ মানে সিন এর জন্য আমাকে সাহায্য করার জন্য আজ আমাদের স্টুডিওতে প্রেজেন্ট আছেন রিপোর্টার ডেবড্যুডগণ! (দু পাশের সারিতে বসা দেবদূতদের দিকে ইঙ্গিত করলেন তিনি ) এট ফার্স্ট এরশাদ নেট ওয়ার্ক এর ডেবড্যুড "
বাম পাশের সারির প্রথম জন দাঁড়িয়ে বলা শুরু করলেন
"যত মেয়ের ফেইসবুক প্রোফাইল ভিজিট করেছেন এই জন্য তত পয়েণ্ট পাপ হবে! তার বিশাল ফ্রেন্ড লিস্ট ছিল । এরমধ্যে মেয়েদের সংখ্যাই বেশি । তাই প্রোফাইল ভিজিট করার করার হার ও বেশি! তার বন্ধুদের মধ্যে আছে সুনেত্রা দত্ত ,রেডলিপ ক্রিস্টিনা, উঁচুবুক খাতুন,
... (পাপোমিটার এর কাঁটা তড়তড় করে উপরে উঠতে লাগল। )
শান্তমতন দেবদূত বেশ জোরে কেশে বলে ওঠেন "আমরা আর গভীরে না যাই!"
" যতগুলা মেয়ের ছবি লাইক করেছেন ততগুলা পাপ পয়েণ্ট!! "
পাপোমিটার এর কাঁটা উপরে উঠতে থাকে!
"যতগুলো বালিকাকে প্রেমময় মেসেজ দিয়েছেন সব গুলার জন্য পাপ পয়েণ্ট!"
এইভাবে তিনি বিভিন্ন পাপ এর কথা বলতে লাগলেন আর পাপোমিটার এর কাঁটা উপরে উঠতে লাগল ।
ক্লিনশেভড দেবদূত বললেন "বাহ বাহ!! এরশাদ পয়েণ্টে আপনার যাবার সেই রকম চান্স আছে বলে মনে হচ্ছে!" বলেই চোখ টিপল।
"নাও গ্রুপ বিষয়ক ডেবড্যুড তার রিপোর্ট প্রেজেণ্ট করবেন ।"
বাম পাশের সারির প্রথম জন দাঁড়িয়ে বলা শুরু করলেন
"তিনি অনেক আজে বাজে গ্রুপ খুলেছেন । যেমন কাম রুলজ বলে একটি গ্রুপ খুলেছেন! সেই গ্রুপে যত আজেবাজে কাজ হয়েছে তার জন্য পাপ পয়েন্ট!
কামরুল পাপোমিটার এর দিকে তাকাতে সাহস পাচ্ছে না । তবে কাঁটা যে খুব তড়তড় করে উঠছে তা সে খুব ভালভাবেই বুঝতে পারছে । সেই দেবদূত নাম বলেই চলেছে "রূপবতী বালিকা, দেখব তোমার খালি গা//লুঙ্গি ই সেরা ,কারণ হাওয়া খেলে ..."
শান্তমতন দেবদূত এবার না কেশেই বলে ওঠেন "আমরা আর গভীরে না যাই!"
" এই সব গ্রুপে সদস্য হবার জন্য পাপ পয়েন্ট! " অন্য দেবদূত তার কথা শেষ করেন ।
ফেইসবুক ডেবড্যুড বললেন "থার্ডলি ডেয়ারিং শেয়ারিং ডেবড্যুড। "
বাম পাশের তৃতীয় জন দাঁড়িয়ে বলা শুরু করলেন " ধন্যবাদ আমাকে ফ্লোর দেবার জন্য! সচল নামক সাইটের বিভিন্ন ১৮+ লেখা শেয়ার করেছেন তার জন্য পাপ পয়েন্ট!"
এই ভাবে তিনি নানা সাইট/লিঙ্ক এর কথা বলে যেতে লাগলেন ।
পাপোমিটার এর কাঁটাও নড়তে লাগল ।
ফেইসবুক ডেবড্যুড বললেন " শেইম ম্যান! শেইম !আমরা কোন ব্রেক নিব না । ঈশ্বর কতৃক স্পন্সরড হবার মজা! নাও ফোর্থ ডেবড্যুড । তিনি এসেমেস সরি রিপোর্ট করবেন ফ্যান হওয়া নিয়ে"
আরেকজন দেবদূত দাঁড়িয়ে বলা শুরু করলেন "মনিকা বেলুচ্চি, অদ্রে হেপবার্ন, মারিয়া শারাপোভা থেকে শুরু করে আই লাভ সেক্স ... "
শান্তমতন দেবদূত অনেক জোরে কেশে ,তার চেয়েও বেশি চেঁচিয়ে বলে ওঠেন "আমরা আর গভীরে না যাই!"
পাপোমিটার নড়ছেই! উপরের দিকে ।
সেই দেবদূত বলতে লাগলেন "তিনি ঈশ্বরের অফিশাল ফ্যান পেইজের সদস্য হন নাই!"
ফেইসবুক ডেবড্যুড বললেন "শেইম ম্যান! গড এর ফ্যান পেইজ এ নাম্বার তিন অঙ্কের আর মনিকার ১০০ মিলিয়ন! তাই তো হেল এ একটা মনিকা পয়েন্ট আছে! সেইখানে সাইজ করা হবে । নাও নেক্সট এসেমেস সরি রিপোর্ট । এবারের ডেবড্যুড এর রিপোর্ট এর বিষয় এপ্লিকেইশন। ফেইসবুকে যত ফাউল এপ্লিকেইশন দিয়া মানুষকে ডিস্টার্ব করছেন তা নিয়ে "
বেশ ষণ্ডামত এক দেবদূত দাঁড়িয়ে " মব ওয়ার্স ... দিয়ে চুরি ডাকাতি খুনোখুনি... ফার্মভিলা দিয়ে... মানুষকে ছবিতে ট্যাগ করে... "
কামরুল ঠিকমত কথা গুলো শোনে না। তার কান দিয়ে ধোঁয়া বেরুতে থাকে ।
অন্যদিকে পাপোমিটার এর কাঁটা উঠছে তো উঠছেই! এত দ্রুত কাঁটা নড়ছে ,মনে হচ্ছে যেন কাঁপছে! (কাঁপাকাঁপির যুগ! )
ফেইসবুক ডেবড্যুড এবার বলে ওঠেন "শেইম ম্যান! আর কোনো নতুন এসেমেস সরি রিপোর্ট আছে?"
আরেকটা ছোটখাটো দেবদূত বলে ওঠেন " জ্বি স্যার। আরো আছে! উনার ফেইক প্রোফাইল ছিল ! "
"ড্যুড, ইউ আর সো ডেড! রাজাকার পয়েণ্টে যাইতে হবে! রাজাকার পয়েন্ট কিন্তু আর রেটেড! ডেভটিউবে আমাদের ওয়াচ করার অনুমতি নাই! আমরা চাইও না! রিয়েল পরিচয় হিডেন করে অন্য পরিচয়ে ঘুরে বেড়াও! হুমম?!! সো এন্টিকিউল!" ফেইসবুক ডেবড্যুড বেশ সিরিয়াস ভঙ্গিতে বলতে থাকেন ।
সেই ছোটখাটো দেবদূত তবু থামে না , বলেই চলে "স্যার এখানেই শেষ নয়। এর মধ্যে একটা মেয়ে প্রোফাইল আছে! যার ফ্রেন্ড সংখ্যা ৩০০০ এর উপর! "
এটা বলার সাথে সাথেই "ঠাস" করে শব্দ হল ।
পাপোমিটার ভেঙে গেছে!
উৎসর্গ : আমার ফেইসবুক অন্তঃপ্রাণ বন্ধু শিমন কে । দোস্ত এই গল্পটি তোর জন্মদিনের উপহার ! তোর চর্বিতে ভরপুর হৃদয় গলাতে নয়, মানিব্যাগ এর বাঁধন ...
ঠ্যাংনোট ঃ ফেইসবুক নোটিফিকেশন চেক করিতে ব্যস্ত থাকায় লেখক ঠ্যাংনোট লিখতে পারেন নি । এ জন্য তিনি আন্তরিক ভাবে দুঃখিত!
মন্তব্য
:D
কিপ্টামির শাস্তি হওয়া উচিত!! একটা অটোগ্রাফ দিয়েন ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ঠিকাছে, জমা থাক্লো ঃ)
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আপুর ভালো লাগল, আমারো ভালো লাগল।
লেখার সময় অনেক মজা পেয়েছিলাম ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
সত্যিই দারুণ মজার!!!
ফেসবুকে শেয়ার করলাম......
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
থ্যাঙ্কু থ্যাঙ্কু!!
খুব খুশি হলাম আপু ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আইজ থিকা অনলাইনেও সাবধান হমু।
কওনতো যায় না...ডাবড্যুডতো থাকলেও থাকতে পারে।
লেখা চরম হইসে।
হ ! সাবধান থাকেন। থাকতে তো পুরাই ধরা। না থাকলেও অবশ্য আফসুস করার সুযোগ নাই , কিন্তু লস হয়ে যাবে!
ধইন্যাপাতা তৌফিক ভাই ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
দারুণ লাগলো।
কার যেন ছায়া দেখতে পেলাম একটু!
শিমুলকে জন্মদিনের শুভেচ্ছা...
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
থ্যাঙ্কু থ্যাঙ্কু আপু।
হুমম! লেখা লেখি খুব সময় সময় ধরে করার ফল, আরো অনেক সময় দিতে হবে ।
শিমন কে জানিয়ে দেব ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আপনার গল্পটা পড়লাম এবং পড়ে শোনালাম। ভালো লাগলো।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
অনেক অনেক ধন্যবাদ ।
পড়ে শোনানোর মত লিখতে পেরেছি বলে খুব ভাল লাগছে।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
দারুন
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অনেক অনেক ধন্যবাদ তাসনীম ভাই ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
কিছু কিছু জায়গায় অনেক মজা পেলাম। বেশ ভালো...
(লইজ্জা)
ধইন্যাপাতা অপ্র ভাই ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
দারুউউউউউউউউন
খুব ভাল লেগেছে
ফেসবুক ব্যবহারে সতর্ক হতে হবে মনে হচ্ছে---হে হে হে
এইজন্যেই বুঝলাম দুনিয়ার অবস্থা এত্ত খারাপ ক্যান---
দেব-Dude আর ঈশ্বর তাদের সময়ের বেশির ভাগ সময় ফেসবুকে কাটান তত্ত্ব-তালাশ করে। সেইজন্যে দুনিয়ার বাকি সমস্যার দিকে তাদের সময় দেবার সময় হয় না---
ঈশ্বরের গুমোর ফাঁক (বাংলা 'ফাঁক' কিন্তু---খুউপ খিয়াল কৈরা) করে দেবার জন্য বোহেমিয়ানের কপালে ৭২০ জন হুর বরাদ্দ করা হইল---
সবতে কন, আমেন--!!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
@অনিকেতদা অনেক ধন্যবাদ ।
সহমত!
৭২০=১০*৭০+ ২০
আহা!! আনন্দে তো আট না ৭২০ টুকরা হয়ে গ্লাম!
@ধুগোদা আমেন বলেন!!! মানুষ জন খুব খ্রাপ!!! কি হয় দিলে?!! একটু কম এই অভ্যাস করেন! এই পোস্ট মানুষ জন ফেইসবুক ব্যবহার ছেড়ে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে!!! তখন শেয়ার করা ছাড়া কোন উপায় ই থাকবে বলে দিচ্ছি!!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
খুব মজা পেলাম।
ভাল লেগেছে।
অনেক ধন্যবাদ আপু ।
ভাল থাকুন ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ভাল লাগল।
এরকম স্যাটায়ার আরও চাই।
বাউলিয়ানা ভাই ধন্যবাদ ।
ইচ্ছে আছে, চেষ্টা থাকবে ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হা! হা! হা!
চরম মজা পাইসি... সিগগির-ই আরও লিখেন।।
ধন্যবাদ গালিব ভাই ।
চেষ্টা থাকবে ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
দুর্দান্তিস
ওরেরে! লীলেন্দা বললেন দুর্দান্তিস!!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হা হা...
মজা পাইলাম...এবং ফেসবুকিং এ সাবধান হতে হবে মনে হছে।
---------------
শুভ্রসাদা
সাবধান হন!!
অনেক ধন্যবাদ ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
:)
পড়ার এবং কমেণ্টের জন্য ধন্যবাদ বর্যাপু ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ভাই, আপনাকে দিয়ে হবে। আপনি সচলে আরো বেশী বেশী সময় দিন, আর এরকম লেখা পোস্ট করতে থাকুন। পরকালে মানুষকে খুশী করার জন্য আপনার পূণ্য-মিটার ভেঙে যাবে।
নেট এর যন্ত্রণায় না পারছিলাম কমেণ্ট দেখতে, না পারছিলাম কমেণ্টের উত্তর দিতে । সকালে যখন এই কমেণ্ট তা দেখলাম গর্বে বুক ভরে গেল!!
আপনারে দিয়ে হবে
বেশি বেশি সময় দেব ।
বেশি বেশি লিখব, তার চেয়েও বেশি পড়ব । (এখন অবশ্য পড়াই হয় বেশি! )
অনেক ধন্যবাদ পিপিদা ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
সিরিয়াস মজা পাইসি ---
কঠিন কঠিন হৈসে ড্যুড !!
---------
উপরোক্ত কয়েকটা লাইনে গড়াগড়ি খাইয়া হাসলাম
http://www.sachalayatan.com/modules/smileys/icons/24.gif
--
ইমতিয়াজ মির্জা
থ্যাঙ্কু থ্যাঙ্কু ইমু ভাই ।
লইজ্জা পায়া গেলাম!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আরে কড়া হইছে রে। ফাটাফাটি।।
তারা দিলাম, এর বেশি কিছু দেওয়ার ক্ষ্যামতা নাই।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
মন্তব্য ও রেটিং দুটোই অনুপ্রেরণাদায়ক ।
অনেক ধন্যবাদ রাফি ভাই ।
জীবনানন্দের এই কবিতাটি আমার খুব প্রিয় ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
পরকালে যেমন তেমন! ইহজগতেই খোমাখাতা আর ব্লগিং-এর 'ক্যারিয়ার' এইবার সিরিয়াসলি বিবেচনা করা হবে, বিবাহের পাত্র বাছাইয়ের সময়। আমার যে কী হবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খোমাখাতা মোটাতাজাকরণ প্রকল্প হাতে নেন!!!
আর সব বালিকারে ডিফ্রেন্ড করেন ।
তাইলে বিবাহের সময় প্রব্লেম হবে না!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
সো কিউল ম্যান
আপনাকে অনেক ধন্যবাদ ।
তবে নামটা জানা থাকলে আরো ভাল লাগত ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
খুব ভালো লাগলো
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
অনেক অনেক ধন্যবাদ রেনেট ভাই ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
মন্তব্য না করে থাকা গেল না!
জটিল্স।
তায়েফ ভাই!!
অনেক অনেক থ্যাঙ্কস মন্তব্যের জন্য ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হাসতে হাসতে খান খান হয়ে গেলাম...আমার পিচ্চি মাইয়াগুলা ঘুম থেকে উঠে গেছে হাসি শুনে। আপনের পাপোমিটারের পারদ চড়লো...
থ্যাঙ্কু থ্যাঙ্কু!
মামণিদের ঘুম ভাঙানোর জন্য নিজেকে মাইনাস!
খাইছে!! এখন পাপোমিটার না ভাঙলেই হয়!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
পাপোমিটার প্রযুক্তিটা পছন্দ হয়েছে..........
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ধন্যবাদ নীড়সন্ধানী , আমারো!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হা হা হা হা প্রচন্ড মজার৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ দময়ন্তী আপু ।
ভাল থাকুন
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হইসে, ড্যুড!
বিচারকার্য চালাইয়া যান।
কৌস্তুভ
অনেক ধন্যবাদ কৌস্তভ ।
ভরসা দিলে , চলবে ...
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
সাবাস!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
গুরুর মুখে প্রশংসা শোনার আনন্দ ই আলাদা।
থ্যাঙ্ক ইউ ভাইয়া ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
সিরাম হইছে মামা।
ইরাম একখান গিফট দিয়া তো বসের মন জয় করে ফেল্লা। আমরা পার্লাম না।
হেহে!!! ধইন্যা পাতা দোস্ত ।
ভচ এর মন বলে কতা!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
সিরাম হইছে মামা।
ইরাম একখান গিফট দিয়া তো বসের মন জয় করে ফেল্লা। আমরা পার্লাম না।
মারাত্মক লিখছেন ব্রো। জাস্ট কিউল! laughআইতে laughআইতে শ্যাষ!
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বস মানুষের বস কমেন্ট!
কমেণ্ট লাইক্স করলাম!
অনেক অনেক ধন্যবাদ
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আপ্নেও মনে হচ্ছে আমার মতো চাষবাসবিদ্বেষী মানুষ! যদি হয়ে থাকেন তাহলে
এইটা লেখার জন্য আপনে আমার কাছে একটা লাঞ্চ পাবেন- কসম!
ম্যান, ইউ আর সো এন্টিকিউল!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ড্যুড!!
খাওয়াটা কিন্তু হবেই! সচল ও আছে, আমিও আছি, আপনেও আছেন...সো...রেডি থাইকেন!!!
আমি আবার খাওয়ার কথা ভুলি না!!!
যদিও খাওয়ানোর কথা ভুলে যাই (প্রায়ঃশ না, সব সময় ই! )
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আহা সেরকম মজা পেলাম। সিমনকে চিনি বলে কিনা আরও মজা লাগলো
থ্যাঙ্কু থ্যাঙ্কু । ওর স্বভাব তো জানেন ই!!!
সেই রকম ফেইসবুক পাগল পাব্লিক!!
(ভাইয়ার কমেন্ট আগে খেয়াল করা হয় নাই তাই জবাব দিতে এট্টু লেট হইল )
__________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
নতুন মন্তব্য করুন