"ঐ মিয়া তুমার খপর আছে । বুঝছো?!" ডেবড্যুডের প্রথম কথা শুনেই শোওকাৎ চৌধ্যাত্তুরী ভয় পেয়ে গেল । এম্নিতেই সে কোথায় আছে বুঝতে পারছে না । তার উপর ধমক !
"আমি কি করছি স্যার?"
"কি করছো মানে?! মিথ্যা বলছো । তোমারে আইপি সহ ব্যান করুম। "
পাশেই ডেথড্যুড ছিল "সেটা কিন্তু আমার কাজ তুমি ভুলে যাচ্ছো কেন?"
ডেবড্যুড বলে ওঠেন "গলতিতে মিস্টেক ম্যান!এই লোক মরবে কিনা ডিসিশান পরে নেব!আগে জিজ্ঞাসাবাদ কইরা নেই। পত্রিকাওয়ালাদের তো কুনু FAQ বলে পৃষ্ঠা নাই! সবই অঘোষিত , ধোঁয়াটে , ঝাপসা নীতিমালা । "
শোওকাৎ চৌধ্যাত্তুরী একটু আশান্বিত হয়ে বললেন "তার মানে আমি মরি নাই?! "
"নাহ। তুমি এখন কোমায় আছো । দাঁড়িতে পাঠাবো কিনা তা এই আমি ডিসাইড করব । আর তখন দাঁড়িওয়ালা ডেথড্যুড দাঁড়ি দিয়ে দেবেন মানে আইপি সহ ব্যান করা হবে !" ক্লিনশেভড ডেবড্যুডে গালে হাত বুলাতে বুলাতে বলেন ।
শোওকাৎ চৌধ্যাত্তুরী বিনীত ভাবে লজ্জিত হেসে ঘাড় কাৎ করে হাত কচলিয়ে বলে ওঠে "স্যার । তাই তো বলি,কিছু টের পেলাম না ক্যান!"
"তুমি মরছ না বাঁচছো তাতে কারো কি আসে যায় হু?কেউ ই টের পায় নাই ! টের পাবার মত লেখক তো তুমি না!"
"জ্বি স্যার। তা আপনি ঠিক ই বলেছেন! কিন্তু আমার পরিবার তো দুঃশ্চিন্তায় থাকবে।"
"খ্যাক খ্যাক!টের পাইছে তোমার ফ্যামিলির লুকজন। তুমার মেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিছে "ড্যাড ইজ ইন কোমা" । তার কয়েক বান্ধবী অলরেডি সেইটা লাইক্স দিস করছে!"
শোওকাৎ ভাবে "কোমা থেকে বের হয়ে নেই ! ঐ সব বান্ধবীদের লাইক করা বের করব!"
"ঐ সব আজাইরা প্ল্যান প্রোগ্রাম পরে কইরো!এখন সইত্য কথা কইবা । যা যা জিজ্ঞাসা করব। বুঝসো? "
ডেথড্যুড বলে ওঠেন "তুমি কিন্তু টাইপোর দিকে খেয়াল রাখবা । কথার মধ্যে প্রচুর টাইপো হয় !ব্লগ তো আর পত্রিকা না যে প্রুফ রিড করা হবে!"
শোওকাৎ হাত কচলিয়ে কচলিয়ে গদগদ কণ্ঠে বলল "বলুন স্যার! কি জানতে চান?"
"হাত কচলাইবা না বুঝছো?!এইটা তুমার সম্পাদকের সামনে করতে হয় করো। বিজ্ঞাপন দাতাদের সামনে তোমার সম্পাদক করে করুক । আমার সামনে করবা না। এইসব আমি লাইক্স দিস করি না বুঝছো?"
ঘাড় কাৎ করে বলে "জ্বি স্যার বুঝতে পেরেছি ।"
"ভ্লা!"
ডেথড্যুড বলেন "মানে কি?"
"ভ্লা মানে ভালো!তুমি তো ডেথড্যুড । তুমি তো পত্রিকাওয়ালা না যে
আশে পাশের ঘটনার দিকে খেয়াল রাখবা না! একটু চুখ কান খুলা রাখো বুঝছো?! "
ডেথড্যুড একটু লইজ্জা পেয়ে বলেন "বুঝোই তো । মানুষ মারা বড়ই কষ্টের কাজ! এত চিল্লায়! মরার সময় এত হাদুমপাদুম করে ... "
"থাক! আর বলতে হবে না!এই সব এরশাদদাদু মার্কা পোস্ট বন্ধ! " ডেবড্যুড একটু আঁতকে উঠে থামিয়ে দেন ।
শোওকাৎ এর দিকে তাকিয়ে বললেন "আসল কথায় আসা যাক । তুমার লেখা গল্পখানা পড়ছি । এই শুক্রবার যেইটা ছাপা হইছে । "
শোওকাৎ চৌধ্যাত্তুরী ১০০ ওয়াট বাল্বের মত জ্বলে উঠে বলে "আপনি পড়েছেন স্যার?! কী সৌভাগ্য! আমার পরিচিতদের এত করে বলার পর ও তারা কেউ পড়ে দেখে নাই! সাহিত্য পাতা নামে যে একটা পাতা আছে তারা জানেই না!কোনমতে তারা হেডলাইন গুলার উপর চোখ বুলায় ! বাকি গুলা যেন শুধু কাগজ ওয়ালার কাছে বিক্রি করার জন্যই! আপনি ই সম্ভবত এই গল্পের একমাত্র পাঠক যার সাথে কথা হল! "
"এত কথা কও ক্যান? ব্লগরব্লগর পাতায় ও তো মানুষ এত কথা কয় না!বেশি কথা কইয়াই তো আয়ু আধা কমায়া ফালাইছো! প্রথম পাতা থেকে এই কারণেই তোমাকে সরায়া দেয়া হইছে! ডেথড্যুড তুমারে মারণের লেগা রেডি হয়া আছে । কথা কম কইবা!ঐ যে ওর হাতে রিমোট দেখতাছো,মডুগো চেয়েও পাওয়ার বেশি কিন্তু ,খালি টিপি দিব আর তুমি ব্যান খাইবা!কেউ ওর বিরুদ্ধে পোস্টাইতেও পারব না!"
শোওকাৎ চৌধ্যাত্তুরী বেশ ভয় পেয়ে যায় "জ্বি স্যার"।
"যা কইবা সইত্য কইবা বুঝছো? পত্রিকাওয়ালারা সইত্য কথা কয় না । এই যে লম্বা পিলারের মত দেখতাছ এইটা হইল সইত্যমিটার।মিথ্যা বললে লালবাত্তি জ্বলে উঠবে । তাই খুউপ খিয়াল কইরা কথা কইয়ো!"
"জ্বি স্যার । পত্রিকায় ঢুকার আগে মিথ্যা কি জানতাম-ই না! "
টুং করে শব্দ হল, লাল বাত্তি জ্বলে ঊঠল ।
ডেবড্যুড কিছু বলার আগেই ডেথড্যুড হুংকার দিয়ে ওঠেন "ঐ মিয়া? দিমুনি সুইচ টিপি?"
শোওকাৎ কেঁপে ওঠে । "সরি স্যার! অনেক দিনের অভ্যাস তো! তাই মিথ্যা না বলে পারি নি । "
ডেবড্যুড আনন্দিত কণ্ঠে বলেন "ওহে ডেথড্যুড তোমাকে জাঝা! এমন চমৎকার ধমক এর জন্য! তোমার পিঠ একটু চুলকে দিলাম!"
শোওকাৎ হাত কচলে বলতে লাগল "মানে আগেও মিথ্যা বলতাম । তবে পত্রিকায় ঢুকে মিথ্যার বিশেষজ্ঞ মানে সিনিয়র মিথ্যুক হয়ে গেছি!"
"হুমম! সবুজ বাত্তি !চলুক... " এই সময় তিনি বৃদ্ধ আঙ্গুল উচু করে করলেন ।
"তোমার গল্পে ছিল খালি একখান নাম নিয়া ব্লগে ঢুকলেই হয়া যায়, যা ইচ্ছা লেখা যায়! লিখছো না?"
"জ্বি স্যার । তাই তো হয়! "
টুং করে শব্দ হল, লাল বাত্তি জ্বলে ঊঠল ।
" দেখছো!!! তুমার খপর আছে বুঝছো?! রেজিষ্ট্রেশন করার পর ও কয় আমারে অতিথি হয়া থাকতে হইব! কপি পেস্ট লেখা দিয়াও ধরা খাইছি । পাব্লিশই করে নাই! এরা মনে হয় গুগ্লায়া দেখে!মানুষ জন যে এত বই পত্তর পরে আগে বুঝি নাই! নকল করার কুনু ওয়ে নাই! করলেই ধরা! একখান যাও পাব্লিশ হইল তাও দেখি কড়া সমালোচনা! এক তারা দিয়া ভরায়া ফেলছে। "
"খাইছে! স্যার আপনি কি সচলে গেছিলেন নিকি?"
"হ । ক্যান? "
"স্যার ঐটা তো শক্ত জায়গা! আমি একাধিক বার চেষ্টা করছিলাম!পুরাই ফ্লপ খাইছি! "
ডেবড্যুড রেগে ওঠেন "আইচ্ছা! তাইলে এইটা হইল কাহিনী! ব্লগে ফ্লপ খাইয়া তুমি ঐ সব আবজাব লিখছো?!"
"কি করুম স্যার কন!ব্লগে থাকলে কড়া কমেণ্ট সহ্য করতে হয়! মানুষ রেটিং দিতে পারে!আপনে জনপ্রিয় কিনা তা মানুষ জন হিট দেখে বুঝতে পারে! ভালো ব্লগারদের লেখা মানুষ নিজে তো পড়েই, আবার খোমাখাতায় শেয়ার করে ,ফলে হিট বাড়ে । আমার লেখার হিট জেবনেও একশ ছাড়ায় নাই । তার পর আবার রেটিং এর অবস্থা যাচ্ছেতাই!"
"হুমম বুঝলাম!ব্লগিং জিনিসটা সহজ না! আমি একজন ডেবড্যুড হয়া
ফ্লপ খাইলাম! কম সময় তো দিলাম না! আমার গল্প মানুষ জন বুঝে না । এরপর গল্পই কবিতা ট্যাগ দিয়া চালায়া দিলাম, কারণ মানুষজন তো কোবতে এমনিতেই বুঝে না! লাভ হয় নাই! হিট নাই, রেটিং নাই, কমেণ্ট নাই... ।"
"আপনে কিন্তু স্যার পত্রিকায় লেখালেখি করতে পারেন । পত্রিকায় লেখা লিখি করতে হইলে একখান সুশীল বা বুদ্ধিজীবি ট্যাগ থাকতে হবে এই আর কি! ধরেন কোন এক ইউনিভার্সিটির টিচার হলে তো কথাই নাই ! আপনার লেখা পত্রিকা ধুমধাম ছেপে দেবে! তবে কাহিনী হচ্ছে আপনার কিছু নিয়ম নীতি মানতে হবে এই আর কি! "
"নিয়ম নীতি? কি রকম? " ডেবড্যুড বেশ আগ্রহী , তার কথায় বোঝা যাচ্ছে ।
"তেমন বেশি নাই স্যার । এই ধরেন ঐ পত্রিকা যেই ব্যবসায়ী মানে শিল্পপতি ( উনাদের শিল্পপতি না বললে আবার উনারা মাইণ্ড খান!), তার কোন প্রতিষ্ঠানের সমালোচনা করা যাবে না, উনি যেই দল সাপোর্ট করেন সেই দলের পক্ষে লিখতে হবে ,ঐ পত্রিকা যাদের স্পন্সর পায় তাদের সমালোচনা করা যাবে না , যেমন ধরুণ মোবাইল কোম্পানীগুলার সমালোচনা কোন পত্রিকাতেই পাবেন না , কারণ সব পত্রিকায় এরা বিজ্ঞাপন দেয় !"
ডেবড্যুডের চোখ কপালে উঠে যায় "কস্কি মমিন! এত নিয়ম কানুন মেনে লেখালেখি করা যায় নাকি?! "
"কি বলেন স্যার! যায় মানে দৌড়ায়! তাই তো এত পত্রিকা, এত পাতা!
তবে মানুষজন পড়ে না ,এইটাই একমাত্র সমস্যা! বাকি সবই সুবিধা!!"
"সুবিধা?! কি সুবিধা? "
"পত্রিকায় লেখা মানেই টাকার বিনিময়ে ! কেউ সমালোচনা করলে সমস্যা নাই! ঐ পত্রিকায় জীবনেও ছাপা হবে না! রেটিং বলে কিছু নাই! হিট বলে কিছু নাই! আপনার লেখা ভালো খারাপ, জনপ্রিয় অজনপ্রিয় কেউ টের পাবে না! আপনার কাজ শুধু সপ্তাহে সপ্তাহে পৃষ্ঠা ভরা! সম্পাদক উপসম্পাদক ও কিছু বলবে না!"
"কস্কি মমিন! কোনো রেসপন্স নাই তাইলে কেম্নে কি?!আচ্ছা বল তো পাঠক এর আসল সংখ্যা কেমন?"
"স্যার ধরুন পত্রিকার ১ লক্ষ পাঠক আছে । তাদের মধ্যে শতকরা ৩০ ভাগ হেডলাইন ক্রস করে ভেতরের দিকে যায় । মানে ৩০০০০ জন ।
তাদের মধ্যে ১০% সব পাতায় চোখ বুলায় । মানে ৩০০০ জন । তাদের মধ্যে ... "
পুরো হিসেব শুনে ডেবড্যুড বলে ওঠেন "কস্কি মমিন! তোমারে তো ৫ তারা দেওনের কাম! যাও তোমারে পাঁচাইলাম! পত্রিকার লোক হয়েও সইত্য কওনের জন্য!"
শোওকাৎ হাত কচলিয়ে বলে ওঠে "থেংকু স্যার! জীবনের প্রথম পাঁচ তারা পাইলাম!"
কর্তিত অংশ :
ডেথড্যুড ডেবড্যুডকে বললেন "তোমার ব্লগিং এর কি অবস্থা?"
"সচল হবার ব্যাপারে আশাবাদী ।"
সাথে সাথে টুং করে শব্দ , লাল বাতি জ্বলে উঠল ।
"মানে সচলে থাকার ব্যাপারে আশাবাদী ! " একটু হতাশভাবে বলে ওঠেন ।
"আমারে তো হাচল ও বানায় নাই! মডু গুলারে ব্যানানোর সময় দেখবা ... মুহাহাহা ... "
ঠ্যাংনোট :
*পরীক্ষা খুব কাছে, তবুও না লিখে পারি নি , আমি সবার দোয়া প্রার্থী ।
*আপনারা ভরসা দিলে ডেবড্যুডকে নিয়ে আরো লেখার ইচ্ছে আছে।
#এই লেখার সব চরিত্র কাল্পনিক! বাস্তবের সাথে মিলে গেলে লেখক তো নয় ই কেউ ই দায়ী নয় , নিছক কাকতালীয় হিসেবে গণ্য করতে হবে
মন্তব্য
হাস্যরসের চেষ্টা আছে। তবে কথোপকথনের আকার লেখাটির ফরম্যাটিং আরেকটু পরিচ্ছন্ন হতে হবে। নইলে পাঠোদ্ধারে সমস্যা হতে পারে। প্রথম পাতায় প্রকাশিত।
এখন থেকে সব অতিথির লেখাতেই কি "প্রথম পাতায় প্রকাশিত" বা "নিজের ব্লগে প্রকাশিত" টাইপের বাণী থাকবে? প্রথম পাতায় প্রকাশিত, এটা তো সবাইই দেখতে পাচ্ছি
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আসমানী আপা আপনাকে দুইজায়গায় এইরকম করুণ কৈফিয়ত দিতে দেখলাম...এটা কি নতুন কোনও ব্যাপার স্যাপার? সব অতিথিদের লেখা প্রথম্পাতায় ছাপার জন্য কারণ দর্শাতে হবে এখন থেকে আপনাকে এভাবে?
আহারেহ্!!
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
আসমানীর মতো আমারও একই অনুভুতি । ইংরেজী শব্দে বেশ কয়েকবার হোচট খেয়ে এখন ড্রয়ারে জামবাক খুজি ।
(মানে যেইটা বলতে চাইতেছি সেইটা হলো আটপৌরে শব্দ ব্যবহার করলে এই একই লেখা খুব ভালো একটা লেখা হৈতে পারতো ।)
নীড়পাতা.কম ব্লগকুঠি
মন্তব্যের জন্য ধন্যবাদ হাসিব ভাই । ভবিষ্যতে খেয়াল রাখব ।
ইংরেজি শব্দ গুলো আনার পেছনে একটা অজুহাত হতে পারে, ব্লগীয় শব্দ গুলো ব্যবহারের দিকে বেশি মনোযোগী হতে গিয়ে খেয়াল করা হয় নাই ।
তবে ফরম্যাটিং বলতে কি শুধু ইংরেজি শব্দের ব্যবহার বলা হয়েছে নাকি সাথে লাইন ব্রেক/...এই সব ...এর কথাও বলা হয়েছে?
এই পোস্ট পড়ার পর ও বিষয়টা অত আয়ত্বে আসে নাই! কি করা যায়?!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ফরম্যাটিং খুব গুরুত্বপূর্ন আমার কাছে অত্যন্ত না । তবে সুন্দর ফরম্যাটিং বেশ আরামদায়ক । শুভাশীষ দাশ, মূলত: পাঠক এদেরকে এই বিষয়ে গুরু মানতে পারেন । বেশি কিছু না । শুধু প্যারা মাঝখানে গ্যাপ আর জাস্টিফাই দিয়েই অনেক দৃষ্টিনন্দন করে তোলা যায় লেখা ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
খ্যাক খ্যাক খ্যাক
শোওকাৎ চৌধ্যাত্তুরী
বাঁশ কাকে বলে !!!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এ বিষয়ে মুখফোঁড় চৌধুরীর হাতে একটি বাঁশ দেখার অপেক্ষায় আছি...
_________________________________________
সেরিওজা
:D
ধন্যবাদ ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
মজারু হইছে, পাক্কা পাঁচ তারা। এরাম আরো কয়টা স্যাটায়ার নামায়া দাও বস!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
থ্যাঙ্কু সাইব্বাই । তুমি কইরা বলার জন্য আপনারে পাঁচাইলাম!
দেবার ইচ্ছে আছে, চেষ্টা করে যাব ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
চমৎকার! অতি চমৎকার!!
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
- বেশ ভালো হয়েছে। মজার লেখা। কথোপকথনগুলো আলাদা আলাদা প্যারা করে দিলে হয় কি, পড়তে আরাম লাগে। কার কথা কোনটা, সেটাও স্পষ্ট বুঝা যায়।
কয়েকটা জায়গায় এসে ছন্দ পতন ঘটছিলো। "...বুঝছো" কথাটা বেশ কয়েকবার এসেছে কাছাকাছি সময়ে। এতো কাছাকাছি একই শব্দ বারবার আসতে থাকলে ভালো লাগে? এছাড়া পরপর তিনটা লাইনের মাঝেরটা বাদে বাকি দুইটা লাইনই শেষ হয়েছে "এই আর কি!" দিয়ে (চৌধুত্তুরী সাহেবের পত্রিকায় লেখার মাজেজা বর্ণনের সময়)। এটাও একটু দৃষ্টিকটু হয়েছে বোধকরি।
ডেবড্যুবকে নিয়ে আরও লিখুন। বেশ চমকপ্রদ লেখা হবে। তবে লেখার সময় জায়গা নিয়ে লিখুন। সচলের পাতায় অনেক জায়গা তো। এতো চাপাচাপি করে লিখেন কেনো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এমন বস পাঠক পেলেই তো লেখার উন্নতি হবে! অনেক অনেক ধন্যবাদ ধুগোদা । এবারে পরিষ্কার ভাবে বুঝতে পারলাম , ভুল গুলো ।
এরপর এই দিকটায় সজাগ দৃষ্টি রাখব ।
আর চাপাচাপি করে লিখবো না!
লেখাটা এম্নিতেই একটু লেট করে ফেলেছি তাই কাল তাড়াহুড়ো করে নামিয়ে দিয়েছিলাম ।
ভরসার জন্য ধন্যবাদ ।
বুকে বল পেলাম!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
দারুন, আপনার এ লেখাটাও বেশ পছন্দ করলাম। তবে যদি তুলনা করতে বলেন, তাহলে অবশ্যই বলব, প্রথমটা বেশী জোশশ্। কেননা, প্রথমটাতে আগা থেকে গোড়া পর্যন্ত ব্যাপক হাস্যরস ধরে রাখতে পেরেছিলেন। এখানে একটু কম মনে হল শেষের দিকে।
অবশ্য সেটা ব্যাপার না। আমার যেটা ভাল লাগছে, আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ফেসবুকীয় বা ব্লগীয় শব্দকে খুবই আকর্ষনীয় ভাবে উপস্থাপন করছেন আপনার লেখায়। মানে সঠিক জায়গায় সঠিক শব্দটির প্রয়োগ করছেন। এটা ধরে রাখুন এই জাতীয় লেখাতে।
আর ডেবড্যুড নিয়ে তো অবশ্যই আরো লেখা চাই।
পরীক্ষা ভাল হোক, দোয়া করি।
======================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!
অনেক অনেক ধন্যবাদ ।
আমিও আগের লেখাটাকেই এগিয়ে রাখব ।
একটু অযত্নে লেখা বলতে পারেন , কারণ একটু তাড়াহুড়ো করে লিখেছি।
শুভকামনার জন্য ধন্যবাদ ।
ভালো থাকুন ভাইয়া ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
পোলাপান লেখাপড়া বাদ্দিয়া খালি ব্লগায়... আমিও কাজ কাম ফালায়া... নাহ্... দুনিয়া থেকা ব্লগ উঠায়া দিতে হইবো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
একদম আইপি সহ!!!
ডেবড্যুডকে বলতে হইব! য্যান আইপি সুদ্ধা ব্যান করে!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ভাই আপ্নে সেই সামুর কাতুকুতু মার্কা স্টাইলের লেখা সচলেও দেন!! আর কত জোকারি করবেন!
ব্লগিং জিনিসটার সমস্যা গুলার একটা!!!
একদম সরাসরি মন্তব্য ! আমি এই ঘটনাই কিন্তু ফুটায়া তুলতে চাইছি এই গল্পে!
খারাপ লিখেও পার পাওয়া যায় না!!
আপনাকে ধন্যবাদ আপনার কমেণ্টের জন্য, সম্ভবত আরো অপেক্ষা করতে হবে! কারণ কয়েকজন চালাইতে বলেছেন , ভরসা দিয়েছেন ...যারা আমার চেয়ে লেখালেখিতে অনেক এগিয়ে, হয়ত কিছুটা হলেও ভদ্রতা করে, তবুও চেষ্টা করতে তো দোষ নেই!
যাই হোক আপনাকে নিরাশ করার জন্য দুঃখিত!
আপনার নামটা জানা থাকলে আরো ভালো লাগত ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
আপ্নে মিয়া খুব খ্রাপ!!!!!!!!!!!!!!!!
ক্যান বস? আমি কি করলাম!
খুইলা কন!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
অতি সুন্দর! চালায় যা...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
থ্যাঙ্কু থ্যাঙ্কু আপু।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
অন্ততঃ বাংলা পরীক্ষা নিয়া চিন্তা করার কারণ দেখি না কোন..শুভেচ্ছা রইলো।
মর্ম
হাহা! লইজ্জা পেয়ে গেলাম ।
কিন্তু আফসুস! বাংলা তো নাই
সোসিওলজির একটা কোর্স আছে অবশ্য ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হ।
তয়, শওকাত চৌধ্যাত্তুরী'র মহান গল্পে কিন্তুক বোহেমিয়ানের নামোল্লেখ আছে। কেনু কেনু কেনু? ......
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হাহা!! খালি বোহেমিয়ান না বাজিদ বোহেমিয়ান!!
এইটা সহজ মনে রাখার মতই নাম মনে হয়, তাই লিখছে মনে হয় ।
এই কারণে আমার লাগছে বেশি!!! তাই লিখতেই হইল!!!
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
লেখাটা আমার কাছে যথেষ্টই গতিময় মনে হয়েছে। তবে ঐ একটাই কথা - একটু সময় নিয়ে মাঝে-মাঝে একটু স্পেস ছেড়ে দিয়ে লেখলে দুইখান চর্ম চক্ষু আনন্দ পাইতো, এই আর কি !
ডেভড্যুডের কাহিনী আরো আসুক।
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
এই আর কি?! হাহা!
খেয়াল রাখবো এর পর থেকে ।
অনেক ধন্যবাদ ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
জটীল লেখা তো!! এতক্ষণে দেখলাম। হাসতে হাসতে পেটে খিল!!
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
থ্যাঙ্কু আপু । আপনার ভালো লাগায় আমিও খুশি হলাম ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
হুমম... কিছু বুঝলাম কিনা এইটা বুঝার চেষ্টা করতেছি। এই ফাঁকে আপনি আরো চালাইয়া যান...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনাকে না বুঝাতে পারাটা আমার ব্যর্থতা ।
চালাইতে বলার জন্য ধন্যবাদ রণদা ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
শুরু থেকেই জোর কদমে ছুটছিলো। শেষের দিকে কেমন যেন গড়াতে শুরু করল। তারপরেও চমৎকার।
ডেবড্যুড, ডেথড্যুড আর যত ড্যুড আছে সবাইকে নিয়ে আসেন।
পরীক্ষার জন্য শুভকামনা রইল।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ভুল গুলো বুঝতে পারছি । থ্যাঙ্কু আপু ।
অন্যদের ও নিয়ে আসব, সাবধানেই যাতে না গড়িয়ে পড়ে ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
লেখা ভাল্লাগছে তা আগেই কইছি। একটা কথা জিগাইতে ভুলে গেছিলাম। আইচ্চা, 'ডেথড্যুড' না হয়ে 'ডেডড্যুড' হলে ভাল হত না? death-dude হবে নাকি dead-dude? (অনধিকার চর্চা করলাম কিনা বুঝতে পারছি না। সেরকম মনে হলে দুঃখিত)
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আরেকবার এসে জানতে চাচ্ছেন এতেই আমি অনেক খুশি হয়ে গেলাম ।
কোন রকম অনধিকার চর্চাই না । বরং সাজেশন সবার জন্যই ভালো ।
এই সিরিজে অনেক ড্যুড আনার ইচ্ছে আছে ।
ডেথ ড্যুড আপাতত মানানসই মনে হচ্ছে, কারণ সে ডেথ ঘটায় , ডেড ড্যুড তো নিজেই মরে আছে
তবে ভালো একটা নাম পাওয়া গেল, ভবিষ্যতে ব্যবহার করা যেতে পারে ।
(কৃতজ্ঞতা স্বীকার করেই করব )
অনেক ধন্যবাদ অনার্য ভাই ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
এদিকেও সবুজ বাত্তি !চলুক।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
সবুজ বাতির জন্য ধন্যবাদ ওডিন ভাই ।
চলবে...
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
পুনরায় হা হা প গে..........
পুনরায় অনেক অনেক ধইন্যাপাতা ।
ভালো থাকেন বড় ভাই ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
বহুত মজা প্লাম
অনেক অনেক ধইন্যাপাতা প্রহরী ভাই ।
(কমেণ্ট খানা বহু পরে চোখে পড়ল বলে উত্তর দিতে দেরি হইল )
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
নতুন মন্তব্য করুন