সে রাতের আকাশটাতে চাঁদ ছিলো না, ছিলো না কোন তারা-ও। কালিগোলা অন্ধকার যেন হামাগুড়ি দিয়ে নেমে আসছিলো মাথার উপরে, পুরু এক চাদরের মতো। অনেকদিন বাদে ওর সাথে কথা বলার তৃষ্ণা জাগলো। প্রচন্ড-রকম। হাতড়ে, মনের গভীরে লুকিয়ে থাকা, খুব চেনা, অভিমানী সংখ্যাগুলো সাজিয়ে তুলে, পাঠিয়ে দিলাম ওর উদ্দেশ্যে।
- হ্যালো।
বিস্মৃতির অতলে চাপা পড়া অস্পষ্ট সেই স্বর নিমেষেই ছড়িয়ে পড়লো আমার সমস্ত অস্তিত্ব জুড়ে।
কিছু বলি না আমি। দীর্ঘশ্বাস ছাড়ি ধীরে ধীরে, উত্তাপটুকু মাখিয়ে দেই রিসিভার জুড়ে, যেন ওপাশ থেকে অনুভব করতে পারে ও।
বুঝতে পারে ও।
- হ্যালো! কী, কথা বলবি না?
নিশ্চুপ আমি তখনো। চোখের কোণে জ্বালা করতে থাকে, কোন কারণ ছাড়াই।
আরো কয়েক মুহুর্তের নীরবতা।
- কথা যদি না-ই বলতে চাস, তাহলে ফোন করিস কেন এভাবে?
নীরবতা ভাঙ্গি না আমি, তারপরও। নৈঃশব্দ্যের জমাট বাঁধা কান্না মিলিয়ে যায় দূর অন্ধকারে।
কয়েক আলোকবর্ষ পরে, হঠাৎ করেই, বুকের মাঝের হাহাকারটা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। বুঝতে পারি, আমার শূন্যতা, কিংবা এই ব্যাকুলতা কখনোই জীবন-মৃত্যুর বিভেদরেখার ওপারে, ওর কাছে, পৌঁছুবে না!
--------------
* প্রিয় বান্ধবী, তোকে বলছি, যেখানেই থাকিস, ভালো থাকিস। স্বার্থপরের মতো যাওয়াটা কি খুব বেশি দরকার ছিলো?
মন্তব্য
- আসলে ফোন করেন নাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বস্, আমার কেন জানি খুব বলতে ইচ্ছা করতেসে... "চাপা মারা চলিব কিন্তু চাপায় মারা বিপজ্জনক"
- এইটা বললে তো মকদ্দমা হয়ে যাবে, তাও আবার দেওয়ানি আদালতে।
ইট্টু ফাইজলামি করার শখ আমারও যে হয় নাই তা'না তবে ছাড়ান দিলাম আপনেরে এই যাত্রা। পরেরবার কৈলাম আর মাফ নাই। বুইঝেন কইলাম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওরে বাপ-রে, ভয় পাইসি কিন্তু!

বস, মন চাইলে ফাইজলামি করবেন, মন খুইলা... আপনারা ফাইজলামি করেন বইলাই তো মন খারাপের সময়ও ইট্টু হাসতে পারি, হালকা হইতে পারি আপনাগো কাছে আইসা... নাইলে তো মন খারাপের সময় সবকিছু বন্ধ কইরা ধ্যান্দা মাইরা ঘরে বইসা থাকতাম... তাই বলি, হিসাবী হওনের কাম নাই... পরেরবার যদি আপনি অ্যামনে পাশ কাইটা যান, তাইলে কিন্তু বুইঝেন কইলাম...
- হ হ নিজের ধ্যান্দামারা কাটাইয়া কাটাপাতলা দেন আমার আমি পইড়া থাকি ম্যান্দা মাইরা! ঐত্তা নাই, এখন থাইকা আম্রিকান স্টাইল। খাওয়ার পরে বিল দিবো যার যারটা সে সে। খাতির নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকাসে, আম্রিকানই সই... তাইলে সেই কথাই থাকলো
আমার এক কলীগ একটা জোক মারে... তারে যদি কোন কারণে বলা হয় "তাহলে সেই কথাই থাকলো"... সে কয়, "হ্যাঁ, নগদ ২০০০০ টাকা আর ছোট মেয়েটা" (গ্রামের দুষ্টু চেয়ারম্যানের মতো আর কী)
মনে করছিলাম একটু ফাইজলামি করব। না থাক।
আপনার ঘটনা কী?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
থাকবে কেন! ঘটনা পরে শুইনো, কী ফাইজলামি করতে চাইসিলা, প্লিজ সেইটা আগে বলো তো!
ভাল থাকে যেন...
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
হুমম... কিছু শুভকামনা আমারেও দিও!
সুন্দর অনুভুতিগলো অনেক সময়েই কষ্টকর হয়।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ঠিক বলেছেন তীরুদা... এমনটাই বুঝি হয়... বেশিরভাগ সময়...
খুবই ভালো লাগছে।
অ-নে-ক ধন্যবাদ শিমুল ভাই, আপনার মন্তব্যে যে আমার কী পরিমাণ ভাল্লাগসে, বলতে পারবো না...
অ্যা??
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
কী??
এটা কি গল্প ছিলো!
... নাকি সত্য ব্যাপার?... ঘটনা কি তোমার??
_________________________________
| নাদানের ছোট্ট জগৎ |
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ঘটনাটা যে কী রে ভাই... ক্যামনে বলি... পরে কখনো...
অনুভূতিটুকু ছুঁয়ে গেলো খুব...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক অ-নে-ক ধন্যবাদ...
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনার মন খারাপ করে দিলাম জেনে এখন তো নিজেরই অনেক কষ্ট লাগতেসে...
হুমম, ঠিকই বলসেন, পৃথিবীতে আসলে সবাই স্বার্থপর... মানুষ যে কেন এমন করে তা মাঝে মাঝে আমিও বুঝি না... চিন্তা করে খালি কষ্ট পাই...
লেখা পড়ে লেখকের মতই বুকের ভেতর হাহাকার বোধ জন্ম নেয়! এখানেই লেখার সামর্থ পরিষ্কার!
জীবন থেকে নেয়া হলে দুঃখ লাগল।
ওই মিয়া, তোমার লেখায় আগে (না জেনে) পুতুপুতু কমেন্ট দিতাম জন্যে কি এখন একই কাজ কইরা শোধ তুলতে আসছো?
টিলু ভায়া... অনেক ধন্যবাদ
সারা সপ্তাহ দৌড়ানোর মাঝে থাকি। সচলায়তনে এসে সব পড়া হয় না। শুক্রবার আমার মুভি দেখার দিন। মুভি না দেখতে গেলে সচলায়তনের বকেয়া হিসেব মিলাই।
সেই সূত্রে এ লেখাটা পড়তে এলাম।
মন খারাপ হল।
বেশ খারাপ।
হয়ত একেবারে তোমার আপন কিছু ব্যথা।এ রকম নাজুক অনুভুতি নিয়ে সামনে আসতে পারেনা সবাই---পাছে কষ্ট পায় আরো। আমি তোমার সেই সাহসের প্রশংসা করি।
তোমার চমৎকার সংবেদনশীল একটা মন আছে। তাই তোমাকে নিয়ে ভয়। এই রকমের মানুষরা প্রায় সারা জীবনই কষ্ট পায়।কিন্তু কষ্ট যেন তোমাকে হারাতে না পারে।
কষ্টকে জিততে দিওনা।
ভালো থাক-----
আপনার মন খারাপ করে দিলাম শুনে আমারো মন খুব খারাপ হয়ে গেলো...
সেটাই... কষ্টকে যেন হারাতে পারি... আপনার চমৎকার মন্তব্য মনে খুব করে গেঁথে গেলো...
অনেক ধন্যবাদ অনিকেত'দা... আপনিও ভালো থাকুন
দীর্ঘশ্বাস!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
উত্তাপটুকু অনুভব করলাম... সন্ন্যাসী'দা... অনেক ধন্যবাদ...
দিলাম পাঁচতারা।
যদিও লেখা পড়ে মন খারাপ হয়ে গেল।
যাই হোক আপনার মন এখনও খারাপ থাকলে একটু বৃষ্টিতে ভিজে নেন। এক্ষুনি সব ঠিক হয়ে যাবে দেখবেন।
তবে ভিজে যদি ঠান্ডা জ্বর বাধান, তাইলে কিন্তু আমি নাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেক ধন্যবাদ কীর্তিনাশা ভাই... তবে মন খারাপ করে দেওয়ার জন্য দুঃখিত
ওহ, কালকের কথা আর বইলেন না... অনেকদিন বাদে এরকম কাকভেজা ভিজলাম... তবে ভাল্লাগসে... দারুন উদ্যোগের জন্য... প্লাস... আপনাদের সবার সাথে পরিচিত হয়ে... তবে এইসব ভেজাভেজিতে আমার জ্বর-টর আসে না... আজকে অফিস ফাঁকি মারসি যদিও জ্বরের অজুহাত দেখায়া...
নতুন মন্তব্য করুন