ভূমিকাটুকুর আগে কৃতজ্ঞতা স্বীকার করি মৃদুল ভাইয়ের প্রতি, নামকরণের জন্য।
আমি ছড়া লিখি না, লিখতে পারি না। কিন্তু আজকে সচলায়তনে ছড়ার যে ঢল নেমেছে, আমি যার নাম দিয়েছি “ছড়া দিবস”- তাতে খুব ইচ্ছে হলো একটা ছড়া লিখি, ভালো হতেই হবে- এমন তো কোন কথা নাই! তবে এটা বলতে পারি, এরশাদের পর, এই দ্বিতীয়বারের মতো কোন সামরিক ব্যক্তিত্ব ছড়া-কবিতা লিখলেন!
লেখাটা মাথায় আসলো আজ অফিস থেকে বাসায় ফেরার পথে। গুলশান থেকে রওনা হয়ে, মহাখালী ফ্লাইওভারের কিছুটা আগে বিশাল জ্যামে পড়লাম। একজনের কাছে খবর পেলাম, সেই জ্যামের সূত্রপাত ক্যান্টনমেন্টের রজনীগন্ধা সুপারমার্কেটের কাছে। ওখানে নাকি বিশাল এক সমাবেশ (বা শোকসভা) হচ্ছিলো। কোন এক ‘জনদরদী’ নেতা নাকি মারা গেছেন (বা খুন হয়েছেন), জরুরি অবস্থার কারণে এতদিন চিল্লাপাল্লা করা যায়নি, আজ সেটা মনের সাধ মিটিয়ে মহাসমারোহে পালন করা হলো। মাঝখান থেকে ভোগান্তির শিকার হলাম আমরা, সাধারণ মানুষ। ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তা বন্ধ দেখে, সেখান থেকে গাড়ি ঘুরিয়ে বিজয় সরণী হয়ে বাসায় পৌঁছাতে সময় লাগলো অন্যান্য দিনের চাইতে দেড় ঘণ্টারও বেশি! মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে, সময়ের এই নিদারুন অপচয় দেখে! এ থেকে কী কোন মুক্তিই নাই?
ফ্লাইওভারের গোড়া থেকে
রাস্তাখানা গেছে বেঁকে
চলছে গাড়ি চারটে চাকা
ট্র্যাফিক জ্যামে বেহাল ঢাকা।
জটলা বাঁধায় হাজার গাড়ি
জানটা বেরোয় পৌঁছতে বাড়ি!
খবর আসে, মরসে নেতা
তাই জনগণ পুড়ছে খ্যাতা।
রাস্তাজুড়ে বাঁধা তুলে
ফাটায় গলা ভক্তকূলে
ইচ্ছে করে ওদের পেটাই
গুটিয়ে হাতা- ঝালটা মেটাই!
দেশপ্রেম আর রাজনীতির এ
যোগসূত্রের হিসাব মেলাই
থৈ না পেয়ে মেজাজ চড়ে-
ইচ্ছেমতন গুষ্টি কিলাই!
তবুও মনে ক্ষীণ আশা
হয়তো এদের হবে বোধ
কষ্ট মোদের আর দেবে না,
করবে না আর অবরোধ।
মন্তব্য
সচলে আজ হচ্ছে কী ?
বিডিআরও ছড়া লিখে ! মডুরা কই, করছে কী !
ছড়াকারের ছেড়াবেড়া, কবির ভাগের কাব্য শেষ
সীমান্তটা খোলা রেখে পাইলো এ কোন্ দিব্যাদেশ !
গদ্যকারের গদাই চালে
লাগলো এবার কোন্ খরা ?
ইয়ে যারা মারতো ইয়ে
ভুললো কি সব ফোন করা !
এই যদি হয় হাল
ইয়োগা কি বৃথাই গেলো, এ কোন্ বেসামাল !
তা হবে না তা,
ছড়াকারের ভাতটা মেরে বাজবে তা ধিন তা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণ'দা, কাল থেকে বিভিন্ন সব পোস্টের কমেন্টে, আপনি যেভাবে একের পর এক দুর্দান্ত ছড়া লিখেই চলেছেন... তাতে করে বিডিআর এর এই সামান্য ছড়া আপনার চিন্তার কারণ হয়ে গেলো?
নাহ্, ইয়োগা আপনাকে শুরু করতেই হবে আবার, একমাত্র ইয়োগাই দিতে পারে আপনাকে প্রকৃত মুক্তি
আমার পোস্টেও আপনার ছড়ার স্বাক্ষর রেখে যাওয়ার জন্য ধন্যবাদ
আমিও বলতে গেছিলাম আজকে ছড়া দিবস কিনা। ভালৈছে।
যাক, গান নিয়ে পোস্টটা আগে না নামাতে পারি, "ছড়া দিবস" নামটা তো আগে বলতে পারসি! থেংক্যু
এক্কেরে মনের কথা কইছেন। কোনদিন যদি সুযোগ পাইতাম...
আর ছড়া ভালো হইছে। আপনার দেখি অনেকমুখী প্রতিভা।
=============================
আসলে তোমার কথাই ভাবতেসিলাম লেখার সময়! মাথায় ঘুরতেসিলো-
ইচ্ছে করে- তোমারে পেটাই
গুটিয়ে হাতা, ঝালটা মেটাই!
সুযোগ তো সবসময় পাওয়া যায় না, সুযোগ বানায়া নিতে হয়। চলো, একদিন পেটাই ওইগুলারে ধইরা!
আমার প্রতিভা!!
পোলার মাথা-টাথা গেলো নাকি?
আঁর কি দোষ? আঁরে ফিডাইবেন কিল্লাই?
=============================
বাংলায় কও মিয়া!
আমি "নিউক্যালী"-র ভাষা বুঝি না!
সবটিরে ছড়ায় পাইসে ! আসরটা চমকাইতাসে ! ভাল হইছে ছড়াটা !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হ, সবার গায়ে ছড়ার বাতাস লাগসে, আপনেও বাদ থাকবেন কেন, একটা লিখ্যা ফেলান
থেংক্যু খেকু'দা
সাবাস! দারুণ! দুর্দান্ত! তোমারে কিন্তু আমি আগেই কইছিলাম তুমি একটা মিচকা শয়তান! মানে তোমার এই শান্তশিষ্ট ঠোটেঁ ভ্যাসলিন লাগানো হাসির নিচেই মি. হাইডের মতো এক বিটকেল সচল লুকিয়ে আছে... মিয়া, লুঙ্গি দিয়া ইজ্জত ঢাকা যায়,কিন্তু প্রতিভা ঢাকা যায় না... বুঝছ?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
এক্দম ঠিক্কথা । অতি সত্ত্বর বিডিআর এর লুঙ্গি খুলে নেয়া হোক এবং নিয়মিত ছড়া লেখার প্রতিজ্ঞা করিলেই কেবল তা ফেরত দেয়া হোক!
ছড়া অতীব মারাত্মক হইছে.. দুর্দান্ত !
বিডিআর কি লুঙ্গি পরে
পাহারা দেয়ার ডিউটি করে?
তাইলে তো ভাই খাইছে,
পাব্লিকে ডরাইছে!
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
@ আনিস ভাই
বিডিআর নিজেই ডরাইসে! সে আর জীবনেও লুঙ্গি পরবে না
সে এখন অন্যদের লুঙ্গি পাহারা দিবে
@ আকতার ভাই
হ, একদম ঠিক কথা।
কিন্তু সবাই আমার লুঙ্গির দিকে এমন (কু)নজর দিলো কেন!
নিয়মিত ছড়া লিখবো মানে!! একটা না হয় "ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে" মার্কা হয়া গেছে ফাঁকতালে... আবার লিখতে গেলে লোকজন আমারে পিটাইবে
বস, আপনার মতো অসাধারণ গুণী ছড়াকারের প্রশংসা পায়া খুবই প্রীত হইলাম।
@মৃদুল ভাই
খাইসে, আপনার এত্তো এত্তো প্রশংসায় তো গলে গেলাম রে ভাই
আপনার সাথে তখন কথা বইলাই আর কী লেখার ইচ্ছা জাগসিলো। তাই (দুঃ)সাহস করে লিখেই ফেললাম।
আমি মিচকা শয়তান? কি জানি, হইতারি
হোয়াট আ ডায়লগ!
আপনে আইসেন লুঙ্গি পইড়া, দেখবোনে লুঙ্গি পইড়াও ক্যাম্নে আপনে ইজ্জত ঢাকতে পারেন! চ্যালেঞ্জ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দ্যাশ আগায় নাই বস, আগের জায়গাতেই আছে অথবা আরো পিছাইসে! আসলে ছেঁড়াফাটা লুঙ্গি পইরা ক্যাম্নে ইজ্জত ঢাকা যায়, সেইটাই মৃদুল ভাইয়ের সাথে চ্যালেঞ্জ ছিলো।
কারো থেকে এখানে কেউ কম না।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
প্রথম ছড়া লিখলাম, কোথায় একটু সেইটা সম্পর্কে বলবেন, তা না, আপনিও যে কারো থেকে কম না- সেইটা জানায়া গেলেন!
ডিসেম্বরে আসতেছেন, না? বইলা রাখি, "চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে"
কি, ব্যাপারটা কি, বলি হচ্ছেটা কি ??? সব্বাই? সব্বাই স অ অ অ ব কিছুতে পারদর্শী হয়ে যাবে !
কিন্তু, ঈর্ষা বাদ দিয়ে বললে বলতে হয় - ভালৈসে
স্নিগ্ধাপু, ছড়ার রাজ্যে একজন ছড়াকারী বড়োই দরকার। লিখে ফেলেন একটা
ভালৈসে শুইনা ভাল্লাগলো
মজাদার ছড়া দিলো আমাদের বিডিআর,
আরও কতো প্রতিভা যে
লুকায়িত আছে লাজে!
ভাবি বসে - এর পরে আসবে কি সিডি তার?
এবার কোট করি আপনার ছড়ার শ্রেষ্ঠ চার লাইন। কী বক্তব্যে! কী গঠনে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আসবে, আসবে- একটু ধৈর্য ধরেন, সিডি আসবে। এখন রিহার্সেল চলতেসে...
আপনার মতো দুর্দান্ত ছড়াকারের যে আমার লেখা ছড়াটা এতোটুকুও ভাল্লাগসে, তা জেনে আমি অত্যন্ত ইন্সপায়ারড আর পুলকিত অনেক কৃতজ্ঞতা, সন্ন্যাসী'দা।
বাই দা ওয়ে, কিসের সিডির কথা বললেন আপনি?
- সন্ন্যাসী'দার কোটিঙের সঙ্গে সহমত। ছড়া দিবসে যারা কোবতে ল্যাখতে পারে না তাদের জন্য কোনো সিসটেম নাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মিয়া, ভাব নেন, না? অলরেডি তো নিজের ছড়া-প্রতিভা দেখায়া দিসেন, আবার কন যে লিখতে পারেন না! শাস্তি হিসাবে এখন আপনি আরো কয়েকটা ছড়া লিখবেন
মিয়া আপনে তো গাড়িতে বইসা ছড়া লিখতে পারছেন। আমি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ১৪ নং। সেখান থেকে সিএনজি নিয়া মিরপুর স্টেডিয়ামে যেতে হইছে। কী অলুক্ষণে যে কালকে মিরপুর যাওয়ার প্ল্যান করছিলাম! আর হাঁটতে হাঁটতে ঘটনা সম্পর্কে যা শুনেছি তা হইলো- রজনীগন্ধা মার্কেটের এক চাউল ব্যবসায়ীকে সন্ত্রাসীরা মার্কেটে ঢুকে গুলি করে মেরেছে। এর আগের দিনও ইব্রাহিমপুরের এক ব্যবসায়ী খুন হয়েছে সন্ত্রাসীদের গুলিতে।
হ্যাঁ, আসল কাহিনী পরদিন শুনসিলাম। আপনার কথা শুনে খারাপই লাগলো। অনেক ঝামেলা পোহাইসেন ওইদিন বোঝা গেলো...
জরুরী অবস্থা তুলে নেওয়ার সাথে সাথেই দেশের অবস্থা আবার খারাপ হওয়া শুরু হয়ে গেছে! মাস্তানদের দৌঁড় বাড়সে আবার...
আফসোস্!
আমি যদি ছড়া লিখতে পারতাম
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
হা হা হা। ভাই রাফি, আপনার আফসোসের কোনই কারণ নাই। চেষ্টা করেন, অবশ্যই ছড়া লিখতে পারবেন।
কিন্তু আফসোস, আমি হাজার চেষ্টা করলেও আপনার মতো সুন্দর কখনো লিখতে পারবো না
পুরা গুল্লি ছড়া।
পইড়া মনটা হইলো চড়া
খাইতে হবে এক কাপ চা
কড়া!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমার ছড়া যদি "গুল্লি" হয়, তাইলে তো আপনার গুলাকে বলতে হয় পুরা "অস্ত্রাগার"!
কিন্তু বিডিআর নিজেই এমুন ঝাক্কাছ
ছড়া লিখলে আমাদের মতো আক্কাছ
দের বিয়ার খাওয়াইবো কে?
ঐ ব্যাটা ছড়া লেখা বন্ধ রাইখা বিয়ার আইনা দে....
(এইটা কিন্তু হুমকি ছড়া)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
"হুমকি ছড়া" তো পোস্টের মূল ছড়ার চাইতেও মজাদার হইসে।
বিয়ার কই পামু মিয়া, আমি কী বিয়ারের ফ্যাক্টরী খুলসি নাকি?
আফসোস.......................মুই এট্টা পুরা ভোদাই!!!!!!!!!!!!!
কী ব্লগার? ডরাইলা?
- আজই, লুঙ্গি পরা শুরু করুন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আর-রে! গরীবের ব্লগে মেম্বরসাবের পা পড়সে!
প্রীত হইলাম, আর নিজের সম্পর্কে আপনার দাবী মানতে পারলাম না
মিয়া, লুঙ্গি দিয়া ইজ্জত ঢাকা যায়,কিন্তু প্রতিভা ঢাকা যায় না... বুঝছেন?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হ বস! কী দিয়া ঢাকা যায় বলবেন?
আসলেই ভাল লিখেছেন! আপনি দেখা যায় বহুগুনি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কী যে বলেন! আমি হইলাম বে-গুনী (যার কোনই গুণ নাই)!
বিডিআরের (দারুণ সুন্দর ছড়ার) প্রতি ঈর্ষান্বিত হইয়া...
এঁরা হলেন দেশের চালক -
সামরিক, আমলা, বিডিআর জওয়ান;
অতন্দ্র প্রহরী তারা
বেচে তেল, বেচে ডাল, গুঁড়ো দুধে মেলামিন।
পারিব না একথাটি নয়কো তাদের
গল্প, সাহিত্য, ছড়া আরও কত কাব্য কথা
টনক নড়ে না তবু,
এসে যায় না কিছু;
শুধু যদি কোন মতে নিজে পায় ব্যাথা।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
ধইন্যবাদ জিজ্ঞাসু ভাই.. কিন্তু এইবার যে আমার ঈর্ষান্বিত হওয়ার পালা!
এইটা আপনার প্রথম ছড়া?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জ্বী আফামনি, হাচা কতা!
এই ছড়া লেখার পরেও যদি বলেন ছড়া লিখতে পারিনে তাহলে আপনার কপালে সচল-গণ-পিটুনি আছে বলে দিলাম।
ভাবসাব কম নেন
নিয়মিত ছড়া দেন।
--------------------------------------------------------
আসলেই পারি না, তাই তো লিখি না। তবে আপনি যেভাবে গণপিটুনির হুমকি দিলেন, এখন তো না লিখে দেখি উপায় নাই! এখুনি সচলের নামীদামী সব ছড়াকারদের দ্বারে দ্বারে ঘুরব আমাকে একটা ছড়া লিখে দেয়ার জন্য, নাইলে ভূঁতের বাচ্চা আমাকে মেরে ফেলবে
যাই হোক, অনেক ধন্যবাদ ভাই ভূঁতের বাচ্চা, অনুপ্রেরণা পেলাম
থ্যাংকু বস। অন্যদের এতদিন গুল্লি খাইতে দেখতাম খালি, কিন্তু গুল্লি খাইতে যে এত মজা, আগে টের পাই নাই
নতুন মন্তব্য করুন