শিল্পী: সাবিনা ইয়াসমীন
গীতিকার ও সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
থাকবে নাকো দুঃখ দারিদ্র
বিভেদ-বেদনা-ক্রন্দন
প্রতিটি ঘরে একই প্রশান্তি
একই সুখের স্পন্দন।
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।
তোমার জন্য হবো দুরন্ত
তোমার জন্য শান্ত
প্রহরী হয়ে দেব পাহারা
যেথায় তোমার সীমান্ত।
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।
সুন্দর, সুবর্ণ, তারুন্য, লাবন্য
অপূর্ব রূপসী রূপেতে অনন্য
আমার দু’চোখ ভরা স্বপ্ন
ও দেশ, তোমারই জন্য।
|
মন্তব্য
গানটির গীতিকার ও সুরকারের নাম কেউ জানলে, অনুগ্রহ করে জানাবেন।
গানটা শুনতে পাচ্ছিনা কেন?
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
সুরকার এবং গীতিকার হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
এখানে দেখতে পারেন শুনতে পান কিনা।
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি!
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
@"s-s"
দুঃখিত। বোধহয় আমার ই-স্নিপ্স অ্যাকাউন্টের সেটিংস-এ কোনো সমস্যা হয়েছে। ঠিক করার চেষ্টা করছি।
@"দৃশা"
অনেক ধন্যবাদ।
ব্যাপার্না !
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
নতুন মন্তব্য করুন