'সুশীল' শব্দটাই গালি হয়ে যাবে একদিন -
যদিও পাড়া মহল্লায় জোতদার ভূঁইফোড় সমাজসেবক
কিংবা উঠতি পিএইচডিরা গড়ে তুলে সুশীল সমাজ
যদিও অবৈধ মুলা সরকারের গোদা
জনগণের জীবন নিয়ে চা ফুঁকেন সুশীল ঠকেদের সাথে
যদিও চ্যানেলে চ্যানেলে টক শোতে সুশীল জয়গান
ছোট্ট শিশুর ঘুমপাড়ানি মাসিপিসি লাগে না আর
স্কুলে উনিফর্মে সুনসান চুপিসারে
রাস্তায় ক্লাবঘরে ক্রিকেটে ফুটবলে
সুশীল হত্যা চলে
- যেমনটা হয়েছে হাইল হিটলার কিংবা বদর রাজাকার
সুশীল রিক্সায় টুংটায় চাপা পড়ে
কারখানাবন্ধফেরা সজারু মাথাগুলো
ভাঙ্গে রাংস লাশগুলো ঝুলে রয় সুশীল নিশঃব্দে
স্বপ্নেরা আকাশে যেন উড়ে যায় দূর-গেরোবাজ হয়ে অন্নের থাল
খাঁচায় পোষা সুশীল কাকাতুয়া তবু দোল খায় গান গায়
নগরে বস্তিতে গমগমে অনাগরিক বুট
চকচকে পালিশে ঝকঝকে চোখের ঠোকরে টক্করে
দেখো একদিন ঠিকই লেফটরাইট শেষে হাঁটু বসে যাবে মাটিতে
উচ্ছিষ্টে আক্রান্ত সুশীল কাকেরা মড়া খেতে খেতে ভুলে যাবে জীবনের স্বাদ
দেখো সুশীল শব্দটাই গালি হয়ে যাবে একদিন
মন্তব্য
চমৎকার।
আপনাকে সুশীল ধন্যবাদ দেবো কি না, তা-ই ভাবছিলাম
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দিতে পারেন। আমিও সেইটা সুশীলভাবে নিবো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- আগে জিগাইয়া লই, 'ফিরছেন নি!'
তারপরে ঠিক করুম, কি লেখুম 'সুশীল' বিষয়ে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফিরেছি। ফিরেই জ্বর গায়ে অকাজের অথৈ সমুদ্রে ...
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দেখো একদিন ঠিকই লেফটরাইট শেষে হাঁটু বসে যাবে মাটিতে
উচ্ছিষ্টে আক্রান্ত সুশীল কাকেরা মড়া খেতে খেতে ভুলে যাবে জীবনের স্বাদ
দেখো সুশীল শব্দটাই গালি হয়ে যাবে একদিন
darun....darun!!!!!!!!!!!!!
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
ভাই রে কবিতা দারুণ হয়ে তো লাভ নাই। এই সুশীলগো যন্ত্রণায় পাবলিকের জীবনের অবস্থাই যে করুণ!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুশীল - গালিইতো!
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সাধু।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
কাকু, ধন্যবাদ। দেশে গিয়ে আপনার সাথে দেখা হলো না। কিভাবে একমাস সময় পার হয়ে গেলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুশীল গালি হয়ে যাবে না
হয়ে আছে বহুদিন
আর লোকায়ত অর্থ হলো আপনার নিক
'অচ্ছুৎ বালাই'
কিংবা 'হইতে সাবধান'
রোগ বালাই হইতে সবাই সাবধান, স্পেশ্যলি সুশীল সমাজ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এই গালিতে অনেকের আবার বুকের ছাতি ফুইলা যায়। বুইঝা শুইনা ইউজ কইরেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
কবিতাতে ১০ এ ১০ ।
তবে সুশীল যে এখনও গালি হয় নি , এটা শুনে আশ্চর্য হলাম । আমি তো বহুদিন ধরেই সুশীল বলে গালি দেই ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দারুন।। সত্য।।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
কিন্তু সমসাময়িক কাহিনী হইলো, সত্য জিনিসটা খুব চাপে আছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
কবিতাটা একেবারে গরু ভুনার সাথে গরম পারাটার মতো মচমচে স্বাদু হয়েছে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আবার সেই খাবার-দাবারের গল্প!
দেশে থাকতে এমুন কোনো আত্মীয়-স্বজন নাই, অসন্তুষ্ট হয় নাই। কারণ একটাই। অনেকে দাওয়াত দেয়ার জন্য সিরিয়াল পায় নাই। অনেকে আবার যত আইটেম রান্না করেছে, আমার মত মহাখাদকও তার সবক'টা পরখ করার মত এনার্জি পায় নাই। আর এখন ফিইরা আইসা .....
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আগে কইতেন তো সঙ্গে যাইতাম ।
কওয়ার মত টাইম ও ছিলো না। একদিনে ৪ টা দাওয়াত পর্যন্ত হ্যান্ডেল করতে হয়েছে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন