ভবিষ্যত

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: বুধ, ১১/০৭/২০০৭ - ৭:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোর খেয়ালী ছেনালীপনায়
হিমালয়ে ভাঙে মরুঝড়
তবু তুই খেলে যাস
শুয়োরের বাচ্চা

পাহাড়ের পরে পাহাড়
অবাধে স্রোতের একমুখী বাণিজ্য
অর্ধলক্ষ বর্গমাইল আজ শুয়োরের খোঁয়াড়
তবু তোর খাই মেটে না

ঘোর কাটে না
জোটে না একবিন্দু আলো
তবু জপে যাস - আমি আছি ভালো
আমরা আছি ভালো

এক দুই তিন করে
পালানো সময়ে জীবনের ঘোর
তোর অর্ঘ্য দিয়ে দিয়ে ঠনঠনে কঙ্কাল
তা-ও নিয়ে যেতে চাস, নিয়ে যাস

এইবার ঠাস ঠাস কষাবো চড়
গিলে খাবো পিষে দেবো
খুলে নেবো পোশাকী ঝকঝকে দাঁত
তোর জীবাশ্ম হবে আমার ভবিষ্যত


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

তোর জীবাশ্ম হবে আমার ভবিষ্যত
ঐ একই কংকালে আবার নতুন চামড়া, নতুন মাংস । জলপাই জলপাই!!!

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অছ্যুৎ বলাই এর ছবি

সব জলপাই দিয়া তেল বানানো যাইবো না?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৌরভ এর ছবি

"তোর অর্ঘ্য দিয়ে দিয়ে ঠনঠনে কঙ্কাল"
লাইনটা মনে ধরছে।


আবার লিখবো হয়তো কোন দিন

শ্যাজা এর ছবি

আগে কখনো মানে ঐ পাড়াতে বলাইয়ের লেখা চোখে পড়ে নাই! অদ্ভুত!


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

অছ্যুৎ বলাই এর ছবি

বলাই ওই পাড়াতে ছিলো না। হাসি
সৌরভ, মনে ধরলে সম্প্রদান কারকে দিয়ে দিলাম।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

ঠাস ঠাস চড়!হা হা হা। চলেন, মাইরপিট করি।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বলাই দা, কবিতা বুঝিনা তেমন, এরপরও ভাল্লাগছে।
আপনার ইউরোপের ছোটোগল্পগুলো আবার চালু করেন।

অছ্যুৎ বলাই এর ছবি

তারেক ও শিমুল ভাই, অনেক ধন্যবাদ। আমার আসলে নিয়ম করে কিছু লেখা হবে না - এইটা বুঝে গেছি। কিছু একটা লিখতে ইচ্ছে করলেই একটানে এঁকে চোখ বন্ধ করে ছেড়ে দিতে হবে। ড্রাফটময় হয়ে ওঠবে বলাইয়ের ব্লগ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

বুট পরে কে যায়?
কে আবার? চশমাধারী মেজর।
তাকে বলো- তার বুটজোড়া আজ
থেতলে দিচ্ছে তারই মায়ের বুক।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

মেজরের তাতে কি আসে যায়? মা তো কবেই 'মাইনর' হয়ে গেছে
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।