অমরত্ব

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: বুধ, ১১/০৭/২০০৭ - ৯:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভাবতে থাকো
একদিন দুইদিন করে
শ' খানেক বছর পরে
একদিন যমুনায় নাচবেই জল
কোলাহলী গদ্য সম্ভারে
উড়বেই সোনালী কবিতা
ঠনঠনে শূন্যতায়
জাগবেই প্রাণ
রাশি রাশি হাসি মেখে ফিক ফিকে অনুভব

আমার সময়ের বড় অভাব
মুহূর্তের পলক গুণি

একদিন জ্বরা ধরে অনুভবে
তারপর উড়ে যায় সব
পোড়া পালকের গন্ধ
ছন্দের মন্দ
অযথা কাব্যতা
গালাগাল ভালোবাসা
হিংসা অহিংসায় আমি অমর হই


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটাও।

অছ্যুৎ বলাই এর ছবি

সর্বোনাশ। এইটা তো প্রথম পাতায় দেই নাই। হাসি
ভালো লাগার জন্য ৫।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ঝরাপাতা এর ছবি

বেশ ভালো লেগেছে। সবকিছুই শেষ হবে একদিন।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।