এইসব ছুটিকাহিনী

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: সোম, ২৪/০৩/২০০৮ - ৩:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভোরের আলো দেখে দিনের গতিপ্রকৃতি ঠাহর করা গেলেও পয়লা জানুআরির ছুটি দেখে পরের কয়েকমাসের গোয়িং-টু-হ্যাপেন ঠাহর করা অত সহজ কম্ম নয়। জানুআরি-ফেব্রুআরি পুরাপুরি ছুটিলেস কাটানো পাবলিক অধীর আগ্রহে বসে থাকে মার্চের দিকে। কারণ, ইস্টারের ছুটি এইবার মার্চে। শুক্রবার, সোমবার আর মাঝের উইকএন্ড পুরাটা মিলায়া ৪ দিনের প্যাকেজ; সাথে মহাপ্যাকেজওয়ালারা পরের সপ্তাহটাও বাং মারে। ৪ দিনের খরচায় টানা ১০ দিনের অফিসানুপস্থিতির সুযোগটা সাধারণত কেউ হাতছাড়া করতে চায় না।

তবে আমগো বাঙালিরা ৪ দিনের খরচায় না গিয়া বরং এক্কেরে ফ্রি ফ্রি যা পাওন যায়, ওইডার সদ্ব্যবহারে পাই-টু-পাই প্ল্যান প্রোগ্রাম করি। বন্ধুরা অন্য শহর থেকে আসে। দেশের বাইরে আসার পর এক শহরে একত্রে পড়াশোনা শেষে চাকুরীসূত্রে বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে যাওয়াদের তাতে একটা পুনর্মিলনের সুযোগও ঘটে।

প্রোগ্রামের বড় অংশে থাকে খাওয়া দাওয়া। সাথে ক্রিকেট। সামার তুখোড় হইলে ফুটবলও। ক্রিকেট খেলার মত উপযুক্ত স্থান পাওয়া গেলেও খেলোয়াড় সংকট প্রায় সারাবছরই লেগে থাকে। ইন্ডিয়ান কিছু পোলাপানকে দাওয়াত দেয়ার পরেও দেখা যায় টোটাল খেলোয়াড় সংখ্যা দুই দল হয়ে খেলার জন্য অপ্রতুল। সুতরাং এরকম গেট টুগেদারে আমাদের টার্গেট থাকে অন্তত দুইদিনব্যাপী একটা 'টেস্ট ম্যাচ' খেলার। সাথে গান, অশলীল কৌতুক, তাস পিটানো। কিছু মনোপলি অ্যাডিক্টেড এর সৌজন্যে এবার যুক্ত হয়েছে মনোপলি খেলা। পুরা ইনডোর আউটডোর প্যাকড প্রোগ্রাম।

তবে ফাইনাল say সেই 'তাঁহার'। মিকাইল বাবাজীকে তিনি বোধ হয় বলে দিয়েছেন এই আদম সন্তানগো লগে এইবার একটু ঠাট্টা তামাশা করা যাক। ওয়েদার ফোরকাস্ট দেইখা ১০ দিন আগে থাকতে বুঝতেছিলাম সামনে শনি। এইটুকুন এক একটা ২৪ ঘন্টার ছোট্ট দিন। তার মধ্যে কি নাই! গুড়া বৃষ্টি, ঝাপায়া বৃষ্টি, কাপায়া বাতাস, শিরশিরে বাতাস, মিনিট পাঁচেক রোদ্দুর, তার লগে বুড়া বয়সে ভীমরিতর মত শুরু হইছে আরেক জিনিস - তুষারপাত। ডিসেম্বর-জানুআরি খবর নাই, মার্চ-এপ্রিলে আইসা মনে পড়ছে আয় হায়, এই বছর তো তুষারের দেখা পাইলো না পাবলিক। অতএব, ঢালো!

মিকাইল বাবাজীর এই খেলার শিকার হইয়া গত তিনদিনে ইনডোর থাইকা আউটডোর করতে পারি নাই ১৩/১৪জন মানুষ। ক্রিকেট মাঠে একবার রেকি করতে গিয়া কাপায়া বাতাসের ধাক্কায় ফিরা আইতে হইছে। বারে বারে দেউলিয়া হওয়া পাবলিকেরাও মনোপলির বিকল্প খুঁইজা পায় নাই। একবার তাস খেলছিলাম, জমে নাই। তয় গতকাল টেবিল টেনিস খেইলা হালকা আনন্দ পাওয়া গেছে, যদিও ওই খেলায় আমি ইউজুয়ালি পঞ্চম খেলোয়াড়, সোজা বাংলায় দুধ-ভাত; চতুর্থ জন ইনজুরিতে পড়লেই আমাকে প্রক্সি দিতে হয়।

ছুটির তিনদিন কাটায়া আজ চতুর্থ দিনের সকালবেলা চোখের উপরে আলোর চাপ পইড়া ঘুম ভাইঙ্গা দেখি চকচকা রোদ্দুর। ওয়েদার ফোরকাস্টেও মিকাইল বাবাজী বড় একখান সূর্যের ছবি ঝুলায়া রাখছে। দেইখা মনডা আরো খারাপ হইয়া গেলো। দোস্তরা সব একটু পরেই যার যার ফিরতি ট্রেন ধরবে। আমি হালায় কাজকাম নিয়া বিজি হয়া পড়বো আর নেক্সট এমন বড়ছুটির জন্য ওয়েট করতে থাকবো!


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

রঙিলা ।

অছ্যুৎ বলাই এর ছবি

এই মুহূর্তে পুরা সাদা সাদা। আবার তুষারপাত শুরু হইছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

হুম...



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

ঠিকাছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শেখ জলিল এর ছবি

প্রবাসকথন বেশ ভালোই জমছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অছ্যুৎ বলাই এর ছবি

কাকু, থ্যাক্স। আমরা অবশ্য এই প্রায় এপ্রিলে ঠান্ডায়ই জমে যাচ্ছি। বসন্তকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। কী যে হইলো দুনিয়াটার!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসান মোরশেদ এর ছবি

ছুটির মেজাজে ছুটি,দু হাত বাড়িয়ে ছুটি
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অছ্যুৎ বলাই এর ছবি

আজ ছুটির শেষ দিনটা! মন খারাপ

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তারেক এর ছবি

ইটুকুন এক একটা ২৪ ঘন্টার ছোট্ট দিন। তার মধ্যে কি নাই! গুড়া বৃষ্টি, ঝাপায়া বৃষ্টি, কাপায়া বাতাস, শিরশিরে বাতাস, মিনিট পাঁচেক রোদ্দুর, তার লগে বুড়া বয়সে ভীমরিতর মত শুরু হইছে আরেক জিনিস - তুষারপাত।
গড়াগড়ি দিয়া হাসি

কিরিকেট কেলতে পারেন নাই যে এটা কুব বালো হয়েচে।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অছ্যুৎ বলাই এর ছবি

সামনের উইকএন্ডে খেলুমই খেলুম!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

বিপ্লব রহমান এর ছবি

বেচারা! মন খারাপ


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই এর ছবি

কী আর করা! বইসা বইসা মুভি দেখি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

+৫ ডিগ্রীতে স্নো পইড়া রাস্তা আরো কাদা কাদা হইতাছে মন খারাপ



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমাদের ছুটি ছুটি
নেবই নেব লুটি...

........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

আপনার কষ্ট দেইখ্যা(পইড়া) মজা লাগলো।
মাইন্ড খাইয়েন না আবার চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- আইজকা সূয্যি দেখলেন কৈ? নাসা শুনলাম আইএসএস-এ তুলার চাষ করছে, সেইটার ফলনও নাকি ভালো হৈছে। সেই তুলা প্রজেক্ট নাকি ক্যামনে ক্যামনে ফাইট্টা বাইর হয়া গেছে। আর ফাটবি তো ফাট, এক্কারে এঙ্গেলা বরাবর! ফলাফল তো দেখতেই আছেন, এবং পুরা সাপ্তাই দেখবেন!
_________________________________
<সযতনে বেখেয়াল>

রাশেদ এর ছবি

মজাই পাইছি পইড়া।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।