অছ্যুৎ স্বপ্নের সাথে তীব্র বসবাস বাঁশ সহবাস ঘুমন্ত স্বপ্নের কুঁড়ি ছিঁড়ে ফেলা শ্বাস তারপরে আ-বারো আশ্বাস বিল পাস অধিকারে অধিকারে সয়লাব মস্তিষ্কের সব অবকাশ অনন্ত অম্বরে ফেরী করে চলি দীর্ঘশ্বাস
সাব্বাস!
অনন্ত অম্বরে ফেরী করে চলি দীর্ঘশ্বাস।
ঝাক্কাস।
খাস! ----------------------------------- 'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
------------------------------------- জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক, বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ঝরুর লাইনটা অ্যাড করে দিলাম। কবিতা একটু বেশি পেসিমিস্টিক হয়ে গেল - তারপরেও।
সুমন ভাই ও হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ।
--------- চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মন্তব্য
সাব্বাস!
অনন্ত অম্বরে ফেরী করে চলি দীর্ঘশ্বাস।
ঝাক্কাস।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
খাস!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ঝরুর লাইনটা অ্যাড করে দিলাম।
কবিতা একটু বেশি পেসিমিস্টিক হয়ে গেল - তারপরেও।
সুমন ভাই ও হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
নতুন মন্তব্য করুন