চাঁদ জ্বলে। নারকেলের কচি পাতায় চকচকে; কিংবা নিস্তব্ধতার শান্ত শয়ানে, গহীন বনে, পায়ে হাঁটা অচেনা পথে পথে। চাঁদ জ্বলে। বাঁদুড়েরা শিকারে নামে, নিরীহ অভ্যাসে জ্বলজ্বলা চোখে জল খেলে ঢল নামে, ভয় দেখা ভ্যাম্পায়ার। হয়তো ভোরে দু'ডানা দু'ধারে জ্বলে পুঁড়ে, ইলেকট্রিক বরে, অভিশাপে। চাঁদ তবু জ্বলে। এ রাতে। গহীন বনে, চকচকা নদীর ধারে।
ছেড়ে যাওয়া। ভুলে যাওয়া। ফেলে যাওয়া। ভালো লাগে না। স্মৃতির অভ্যাস। অনভ্যাসী অজানার ভয়। ভীতি। আকাঙ্ক্ষা। আগ্রহ। তবু অভ্যাসের জয়। চাঁদ আসে। কখনও রাতে। মাক্স প্লাঙ্কের চূঁড়া ফুঁড়ে, আপেল বনের মাথা ছুঁয়ে, ঝকমকা ঘাসের বুকে। চাঁদ আসে। হাসে না। হাসায় না। হয়তো ফাঁসাতেও চায় না। তবু ফাঁসে, হাপিত্যেসী হাতুড়ি পেটা। হয়তো ভেসে যেতে চায়।
তবু ভাসা হয় না। কূলের সাথে গাঁটছড়া বাঁধা জীবনের নৌকো চাঁদের বিভ্রান্তি ঝেড়ে ঝেড়ে ফেলে। চোখগুলো জ্বলে। চাঁদও জ্বলে জ্বলে যায় প্রচন্ড অভ্যাসে।
মন্তব্য
চাঁদের বিভ্রান্তি ঝেড়ে ফেলে জীবন......
চোখ জ্বলে(চাঁদের জন্য কি?)
চাঁদও জ্বলে, অভ্যেসমত......
.........ভালো লেগেছে।
কালবেলা
চাঁদের জন্য না হয়তো। রাতের দর্শন দিনে অচল, তবুও হয়তো জীবন এমনই যে, শুধু চেয়ে যেতে হয়, চাওয়ার অবজেক্ট যা-ই হোক, চাওয়ার আকাঙ্ক্ষাটাই হয়তো মানুষকে বাঁচিয়ে রাখে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
চাঁদ জ্বলে।...
..ভাল লাগলো..!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরুদা, থ্যাংক্স।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হু ভাসা হয়না, ভাসা যায়না। ভাসতে পারলে দারুন হতো।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মিয়া, ভাইসা যাইবেন কই? ছোটবেলা খুব ভাবতাম মেঘের দেশে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াতে কতোই না মজা! কিন্তু এখন জানি, ওখানে হাঁটতে গেলে সেকেন্ডের মধ্যেই জইমা বরফ হইয়া শিলাবিষ্টির লগে ভূপতিত হমু। ভাইসা যাইতে ডর লাগে। মানুষ তো। পরিবর্তনকে মেনে নেওয়ার ঝুঁকিটা থাকে। মরলেই বেহেশত পাইবো, এই কথা শুইনা কেউ আজতক সুইসাইড করে নাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ভাইসা কই যাওন যায় সেইটা ভাইবা কেউ ভাসে নাকি? বেটায় কি কয়? তয় বস বরফ হই আর যাই হই চান্স পাইলে মেঘের উপর হাটনের চান্সটা আমি হারামু না। কোনভাবেই না। আমি হাটবই হাটবো মেঘের জমিনে। আগে পাও দিমু পরে না ভূপাতিত হওন...
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
তাইলে লন এক কাম করি। মেঘ তো মেঘ, এক্কেরে মহাশূন্যে স্পেস ওয়াক করে আসি। আমি কন্ট্রোল প্যানেলে থাকুম, আপনি খানিকক্ষণ হাঁটাহাটি কইরেন।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ব্যবস্থা করেন বস। আমি যাই সাদা কাপড় বানানির অর্ডার দেই।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অসাধারণ !
চাঁদ, পূর্ণিমা, মেঘের ওপর দিয়ে হাঁটাহাঁটি নিয়ে আমিও মাতোয়ারা।
কিন্ত এইরকম কবিতা মাথায় বাড়ি দিলেও বের হবে না।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেকদিন পর 'খুচরামি'।
জাঝা
- আর কী! গুটে বেসারুং!!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন