রোজকার মতো ইলেকট্রিক হিটারে পানি গরম শেষ করে কফির বোয়েম শুন্য দেখে মেজাজ খিঁচে যেতে যেতেও সামলে উঠি; হঠাৎ বোকা হয়ে যাওয়ার মজাটা উপভোগের চেষ্টা করি, দার্শনিকটাইপ হাসি হাসি মুখের চেষ্টায় ঠোঁটের কোণাকানছি অল্প-বিস্তর বিস্তৃত হয়। ক্ষোভ-টোভ জাগে না তেমন। এক সকাল কফি না খেলে মহাভারতের কাহিনীতে আঁচড় পড়ার সম্ভাবনা অ্যাবসল্যুট জিরো।
বউ রাগ করে আমার শ্বশুরের হোটেলে গিয়ে উঠেছে। ছেলেমেয়েদুটো মায়ের ন্যাওটা, আমাকে তেমন দেখতে পারে না। কিছু জিজ্ঞেস করলে কেমন স্থির চোখে তাকিয়ে হা-হু উত্তর দিয়ে সামনে থেকে পালায়। নানাবাড়ি গিয়ে ভালো থাকলে থাক। ফিরিয়ে আনার জন্য পিড়াপিড়ি করি নাই। অতি-উৎসাহকে অতি ঘৃণা করি এমনটা নয়, তবে উৎসাহী হওয়ার উৎসাহটা শরীরের কোনো হরমোনকে আর আন্দোলিত করে না তেমন।
অফিসে যাওয়ার জন্য বাসস্টপে দাঁড়িয়ে আছি। বিশাল লাইন। বাস আসে। লোক ভর্তি। লাইন তেমন আগায় না। ঘড়ি দেখি। রোজকার মতো আজও বসের ঝাড়ি খেতে হবে। কতোবার ভাবি; কিন্তু ভোর ৫টায় ওঠার অভ্যেসটা আর এ জনমে করা হবে না।
বাসস্ট্যান্ডের পাশেই ট্যাক্সি দাঁড়ায়। এখনো কিছু ক্যাব আছে। ক্যাবওয়ালারা দার্শনিক ভঙ্গিতে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে। স্টার ফিলটার। কোনো তাড়াহুড়া নাই। মিটার বন্ধ। অফিস আওয়ারে তারা ফিক্সডপ্রাইজ মেইনটেইন করে।
লাইন ভেঙ্গে সেদিকে এগোই। ভাড়া নিয়ে দরদাম করি না। লাভ নেই। পুষিয়ে নেয়া যাবে। অফিসে রহমান সাহেবের বিলটায় এখনও সিগনেচার করি নি। রেটটা একটু বাড়িয়ে দিতে হবে।
মন্তব্য
আরে বাহ!
শেষটায় তো পুরা উলটে দিলেন।
জব্বর হইছে।
জাঝা।
আমরা আসলে এইরম ঠ্যাকের বাজারে আছি। সবকিছুই স্বাভাবিকভাবে মেনে নেই আর তক্কে তক্কে থাকি মেরা নাম্বার কাব আয়ে গা!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পুরা।
অনেক দিন পর শেষ হইয়াও হইল না শেষ টাইপ এক গল্প পড়লাম। দয়া করে একটা সিরিজ বানিয়ে ফেলেন
ছুটা কাজের বুয়ার মত আমার ব্লগরব্লগরও ছুটা। সিরিজ বানাইতে গেলে লেজেগোবরে হইয়া যাইতে পারে। তবে আপনার সাজেশন মাথায় থাকলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হ্যা, রেটটা প্রতিবারই একটু একটু বাড়িয়ে দিতে হচ্ছে।
খুব ভাল লাগল আপনার গল্প।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক ধন্যবাদ, তীরুদা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
মাথাতো ঘুইরা গেছিলো। ভাবলাম, কেম্নে কী! এইসব কবে হৈলো! আমি কি তাইলে লম্বা একটা ঘুম দিয়া উঠলাম নিকি!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রেডিমেড
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অসাধারণ! এককথায় বললাম।
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
থ্যাংক্স, সুজন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
দারুন মজাদার লিখছেন !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
বাহ! শেষটা মারাত্নক!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হ, শেষে গিয়া বসে বুঝতে পারছে ঝামেলা ঠিক কোথায় করতে হবে। পড়ার জন্য ধন্যবাদ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শেষটা জটিল! দারুন লিখেছেন!
অনেক ধন্যবাদ। আপনার 'জ্যেতি' পোস্ট পড়লাম। প্রথম লেখায়ই ছক্কা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ধূসর গোধূলি আপনার কি হয়?---------
গল্পটা বেশী ভাল।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
ধূসর গোধুলি আমার শালীপ্রার্থী। গল্পের ওই অংশে হে বিশাল টেনশন খাইছে। ভাবছে, অনেকদিন পার হয়ে গেছে, আমার শালী আবার অন্য কারো হয়ে গেল কিনা।
আপনাকে বেশি বেশি ধন্যবাদ।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- ঠিক বুঝলাম না, আপনে আমার 'বাজার'টা সাইজ কইরা দিলেন কিনা!
ভাই, আরেকটু শুভ শুভ কওয়া গেলোনা! কে জানে কোথায় কী লুকানো আছে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আরে না! টেনশনের কিছু নাই। শালী বাজেটে ঠিক হইছে, জার্মানি খাতেই সর্বাধিক সাপলাই থাকবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- যেইভাবে জনগণ একজনেই দুই দুইটা কইরা শ্লট বরাদ্দ চাইতাছে, তাতে বাজেটে বরাদ্দ বেশি দেওয়া ছাড়া কোনো উপায় তো দেখি না।
তয় আপনে ময় মুরুব্বি মানুষ, এট্টু খেয়াল কইরা যদি এট্টা আইন কইরা দিতেন, যাগো ওজন ৬০ প্লাস আর গায়ের রং কালিদাসের লাহান তারা একটার বেশি পাইবো না, তাইলে এই অধম বিনাযুদ্ধে মাঠে নামার এখতিয়ার পায়। নাইলে তো আর নাকমুখের ইজ্ঝত থাকবো বইলা মনে হয় না। লগে লগে সচলে ব্লগানোর অধিকারও রহিত হৈতে পারে!
বহুত টেনশনে আছি!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাইছে! ওরা কি একটার বেশি চায় নাকি?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- তাইলে আর কী কচ্চি দাদা!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুণ তো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ভাড়া নিয়ে দরদাম করি না। লাভ নেই। পুষিয়ে নেয়া যাবে। অফিসে রহমান সাহেবের বিলটায় এখনও সিগনেচার করি নি। রেটটা একটু বাড়িয়ে দিতে হবে।
..গল্পের শেষটায় এসে দেখি তেলেসমাতি কারবার!
খুব ভাল্লাগছে।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন